ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

শাহজাদপুরে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১১:৫১

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল লেখক সমিতির ব্যানারে অবৈধভাবে দাতা-গ্রহীতাকে জিম্মি করে নির্দিষ্ট হারে চাঁদা আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের নিবন্ধন অধিদপ্তর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা রেজিস্ট্রারকে। গত ৬ সেপ্টেম্বর নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক স্বাক্ষরিত ১০.০৫.০০০০.০০৫.২২থ২৫০(৬১)নং স্মারকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

পত্র সূত্রে জানা যায়, শাহজাদপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল লেখক সমিতির ব্যানারে দাতা-গ্রহীতাকে জিম্মি করে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করে আসছে একটি চক্র। চাঁদা আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক, পাবনা জেলা কার্যালয় তদন্ত করে দলিল লেখক সমিতির সভাপতি আব্দুর রশিদ ও সমিতির প্রধান উপদেষ্টা জাহিদ হাসানের সম্পৃক্ততা পেয়ে প্রতিবেদন পেশ করে দুদকের প্রধান কার্যালয়ে। বিষয়টি নিয়ে গত ৮ আগস্ট দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিটের মহাপরিচালক জিয়া উদ্দিন আহমেদ ০০.০১.০০০০.১০৯.৩০.০০১.১৯-১৩১২নং স্মারকে নিবন্ধন অধিদপ্তরে প্রতিবেদন প্রেরণ করে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন অধিদপ্তর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। 

বিষয়টি নিয়ে অভিযুক্ত দলিল লেখক সমিতির সভাপতি আব্দুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে, ২০১৯ সালের সেপ্টেম্বরে শাহজাদপুর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার গুনে গুনে উৎকোচ গ্রহণ করায় বরখাস্ত হন এবং তার বিরুদ্ধে করা বিভাগীয় মামলা চলমান রয়েছে। এরপর কয়েক মাস অফিস বন্ধ থাকার পর অস্থায়ী একজন সাব-রেজিস্ট্রর দিয়ে অফিস চালু হলেও থেমে নেই উৎকোচ গ্রহণ। বরং আরো বেপরোয়া হয়ে প্রতিটি দলিল রেজিস্ট্রি করতে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা আদায় করা হয় অফিসের কেরানি মহির উদ্দিনের মাধ্যমে।

বিষয়টি নিয়ে দলিল লেখকদের সাথে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, আমরা নিরুপায়। অতিরিক্ত অর্থ না দিলে দিনের পর দিন দলিল রেজিস্ট্রি হবে না। সমস্ত কাগজপত্র ঠিক থাকলেও ২ হাজার ৫০০ টাকা অতিরিক্ত টাকা দিলে তবেই দলিল রেজিস্ট্রি হয়, না হলে হয় না। আমরা বাধ্য হয়ে অতিরিক্ত উৎকোচ দিয়ে দলিল করি।

এ বিষয়ে শাহজাদপুর সাব-রেজিস্ট্রার মো. সামিউল হাসান জানান, ডিআর স্যার আমাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। খুব তাড়াতাড়ি তদন্ত শুরু করব।

অতিরিক্ত উৎকোচ আদায়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করে জানান, সরকারি ফি’র বাইরে কোনো অর্থ নেয়া হয় না। 

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা-রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলম জানান, চিঠি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে শাহজাদপুর সাব-রেজিস্ট্রারকে।

এমএসএম / জামান

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প

অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা

শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ

পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান

কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন

কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার

মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

সলঙ্গায় মাছবাহী ট্রাকে পানি ভরাট"নষ্ট হচ্ছে মহাসড়ক-ঘটছে অসংখ্য দুর্ঘটনা