ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

৪ মাস পার হলেও তদন্ত রিপোর্ট জমা দেয়নি পিবিআই

ধর্ষণের পর মামলা করায় হুমকিতে কোণঠাসা পরিবার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ১১:৩৫

খুলনায় চলতি বছরের ১৫ই এপ্রিল  দশম শ্রেণির এক ছাত্রী (১৫) অপহরণের পর ধর্ষণের শিকার হয়।ডুমুরিয়া থানা মামলা না নিয়ে কাল ক্ষেপন করায় এপ্রিলের ২৬ তারিখ আদালতে মামলা করেন ভুক্তোভোগীর পরিবার।দীর্ঘ ৬ মাস ধরে নিজেকে গৃহবন্দী করে রেখেছে ভিক্টিম।আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে ৪ মাস অতিবাহিত হলেও পিবিআই তদন্ত রিপোর্ট আদালতে এখন পর্যন্ত জমা দিতে পারেনি। মারধরের ভয় ও হুমকিতে কোনঠাসা হয়ে আছে পরিবারটি।

ধর্ষণের ঘটনাটি ৬ মাস পূর্বে ১৫ এপ্রিল খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের সর্বদক্ষিণে রতনখালী গ্রামে ঘটে।ধর্ষণের পর ওই ছাত্রীর স্কুলব্যাগসহ বই-খাতা পুড়িয়ে দিয়েছে ধর্ষক। এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা না নিয়ে ভিক্টিমকে অভিযোগ দিতে বলে। পরবর্তীতে হতদরিদ্র পরিবারটি আদালতে মামলা করে। ৪ মাস অতিবাহিত হয়েছে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে নির্দেশ দিয়েছে। কিন্তু পিবিআই এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে পারেনি।

তদন্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, তিনি মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন। তদন্ত কার্যক্রম চলছে। সজল শেখ একটু বখাটে প্রকৃতির। বিষয়টি নিবিঢ়ভাবে তদন্ত করা হচ্ছে। তাই একটু সময় লাগছে। যথাসময়ে তদন্ত রিপোর্ট আদালতে জমা দেয়া হবে তিনি জানান।

ভিক্টিমের আইনজীবী মো. খোরশেদ আলম বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে নির্দেশ দিয়েছে।

জানা গেছে, ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের  বৃত্তি ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ও বানিয়াখালি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে স্থানীয় খাস ভুলবাড়িয়া গ্রামের মিঠু শেখের পুত্র সজল শেখ প্রায়ই উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিত। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় সে ক্ষিপ্ত হয়। এ বিষয়ে তাকে অনেকবার নিষেধ করা সত্বেও সে উত্ত্যক্ত করতে থাকে। এ কারণে নিরাপত্তার জন্য ভয়ে ওই ছাত্রীকে তার মামা বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। সেখানে থেকেই লেখাপড়া করছিল সে। এরই মধ্যে গত ১৫ এপ্রিল বেলা ১১টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বের হলে সজল শেখসহ দুজন তার পথরোধ করে পুনরায় কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় সজল শেখ হেলমেট দিয়ে ওই ছাত্রীর মাথায় আঘাত করে। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে মোটরসাইকেলে তুলে রতনখালির মৎস্য ঘেরে নিয়ে ধর্ষণ এবং তার স্কুল ব্যাগসহ বই-খাতা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এমনকি ওই ছাত্রীর মোবাইল কেড়ে নিয়ে ধর্ষণ ও বই-খাতা পোড়ানোর ভিডিও সেই মোবাইলে ধারণ করে সজল।

এ বিষয়ে ওই স্কুলছাত্রীর বাবা বলেন, অপহরণের পর অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাইনি। খবর পেয়ে পরদিন ১৬ এপ্রিল সকালে রতনখালির মৎস্য ঘেরে পৌঁছালে আমাদের দেখে সজল শেখসহ অন্যরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে বিবস্ত্র ও অচেতন অবস্থায় আমার মেয়েকে উদ্ধার করি। পরে জ্ঞান ফিরলে তার কাছ থেকে ঘটনা শুনে ডুমুরিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে কালক্ষেপণ করতে থাকে। এ কারণে গত ২৬ এপ্রিল খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে (১নং) মামলা করি।

তিনি আরো বলেন, আমরা দরিদ্র। মেয়ের স্বপ্ন সে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবে। ঘটনার পর আজ ৬ মাস সে নিজেকে ঘরে বন্দি করে রেখেছে। দিন-রাত সজল শেখের ভয়ে থাকতে হয়। আমাদের কল করে হুমকি দেয়। মারধরের ভয়ে থাকতে হয়।

স্থানীয়রা জানান, ইউপি চেয়্যারমানের ভাইপো সজল শেখের নামে একাধিক অভিযোগ রয়েছে। তার বাবার নাম মিঠু শেখ। তার বাবা, মামা প্রভাবশালী লোক। তাই কেউ কিছু বলতে সাহস পায় না। ভুক্তভোগী পরিবারটি অসহায় বিধায় হুমকির মুখে কোণঠাসা হয়ে রয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর হুমকির সংবাদ সম্মেলন