কুষ্টিয়া পৌরসভার ১৬নং ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসা
কুষ্টিয়া পৌরসভার ১৬নং ওয়ার্ডে মাদকের স্বর্গরাজ্য গড়ে উঠেছে। ১৬নং ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে হাত বাড়ালেই মিলছে মাদক। এ মাদকের ভয়াল থাবা গ্রাস করছে উঠতি বয়সের কিশোর ও যুবসমাজকে। সন্ধ্যা নামলেই ঘোরাফেরা করতে দেখা যায় উঠতি বয়সী যুবকদের। রাত যত গভীর হয় মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের শুরু হয়ে যায় আনাগোনা। রমরমা ব্যবসা চলছে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকের।
এত সহজে মাদক পাওয়ার কারণে ধীরে ধীরে মাদকের প্রতি ঝুঁকে পড়ছে কিশোর ও যুবসমাজ। এই ওয়ার্ডের প্রতিটি অভিভাবক তাদের সন্তানদের নিয়ে চিন্তিত, কখন যেন তাদের সন্তানরা মরণনেশা মাদকের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এসব এলাকার অধিকাংশ মাদক বিক্রেতা যুবক ও কিশোর। এসব মাদক বিক্রেতা প্রশাসনের তালিকাভুক্ত নয়। এই সুযোগটাই তারা কাজে লাগিয়ে প্রশাসনের নজরদারি এড়িয়ে বিভিন্ন স্পটে মাদকের রমরমা ব্যবসা করে চলছে।
এরা অধিকাংশ উঠতি বয়সী, নিজেরা মাদক সেবন করে এবং ১৬নং ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে মাদকের ভয়াল থাবায় কিশোর ও যুবকদের গ্রাস করছে। সন্ধ্যা হলেই এসব এলাকার মাদক বিক্রেতাদের আনাগোনা বেড়ে যায়। মাদক বিক্রেতারা মাদক সেবনের জন্য উপযুক্ত স্থান হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন পরিত্যক্ত বাড়ি, গোরস্তান ও আশপাশের ঝোপঝাড়। এদের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়।
১৬নং ওয়ার্ডের সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এসব মাদক বিক্রেতাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে, যেন যুবসমাজ এই মরণনেশা মাদকের থাবা থেকে মুক্তি পায়। এসব মাদক ব্যবসায়ী কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়েছে এবং দিনের বেলায় রাস্তা দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের আজেবাজে টোন করতে থাকে।
এ বিষয়ে ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের এলাকায় মাদকের কারণে উঠতি বয়সী ছেলেরা মাদকাসক্ত হয়ে পড়ছে। প্রশাসনকে জানালেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ ককরছে না। বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জানা থাকলেও তারাও কোনো পদক্ষেপ নেয় না।
এমএসএম / জামান
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied