কুষ্টিয়া পৌরসভার ১৬নং ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসা

কুষ্টিয়া পৌরসভার ১৬নং ওয়ার্ডে মাদকের স্বর্গরাজ্য গড়ে উঠেছে। ১৬নং ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে হাত বাড়ালেই মিলছে মাদক। এ মাদকের ভয়াল থাবা গ্রাস করছে উঠতি বয়সের কিশোর ও যুবসমাজকে। সন্ধ্যা নামলেই ঘোরাফেরা করতে দেখা যায় উঠতি বয়সী যুবকদের। রাত যত গভীর হয় মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের শুরু হয়ে যায় আনাগোনা। রমরমা ব্যবসা চলছে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকের।
এত সহজে মাদক পাওয়ার কারণে ধীরে ধীরে মাদকের প্রতি ঝুঁকে পড়ছে কিশোর ও যুবসমাজ। এই ওয়ার্ডের প্রতিটি অভিভাবক তাদের সন্তানদের নিয়ে চিন্তিত, কখন যেন তাদের সন্তানরা মরণনেশা মাদকের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এসব এলাকার অধিকাংশ মাদক বিক্রেতা যুবক ও কিশোর। এসব মাদক বিক্রেতা প্রশাসনের তালিকাভুক্ত নয়। এই সুযোগটাই তারা কাজে লাগিয়ে প্রশাসনের নজরদারি এড়িয়ে বিভিন্ন স্পটে মাদকের রমরমা ব্যবসা করে চলছে।
এরা অধিকাংশ উঠতি বয়সী, নিজেরা মাদক সেবন করে এবং ১৬নং ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে মাদকের ভয়াল থাবায় কিশোর ও যুবকদের গ্রাস করছে। সন্ধ্যা হলেই এসব এলাকার মাদক বিক্রেতাদের আনাগোনা বেড়ে যায়। মাদক বিক্রেতারা মাদক সেবনের জন্য উপযুক্ত স্থান হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন পরিত্যক্ত বাড়ি, গোরস্তান ও আশপাশের ঝোপঝাড়। এদের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়।
১৬নং ওয়ার্ডের সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এসব মাদক বিক্রেতাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে, যেন যুবসমাজ এই মরণনেশা মাদকের থাবা থেকে মুক্তি পায়। এসব মাদক ব্যবসায়ী কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়েছে এবং দিনের বেলায় রাস্তা দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের আজেবাজে টোন করতে থাকে।
এ বিষয়ে ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের এলাকায় মাদকের কারণে উঠতি বয়সী ছেলেরা মাদকাসক্ত হয়ে পড়ছে। প্রশাসনকে জানালেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ ককরছে না। বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জানা থাকলেও তারাও কোনো পদক্ষেপ নেয় না।
এমএসএম / জামান

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত রাজিব ইসলাম

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ

অভয়নগরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিসি'র স্বাক্ষর জালিয়াতি করেও বহালে অভিযুক্ত অধ্যক্ষ

অন্যের সম্পত্তির উপর প্রভাব বিস্তার করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন
Link Copied