ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মান্দায় খাদ্যবান্ধব তালিকা থেকে ছাঁটাই হচ্চেন অনেক হতদরিদ্ররা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২২ দুপুর ৩:৩০

নওগাঁর মান্দায় ডিজিটাল তথ্যে সংযুক্ত করণে খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকা থেকে বাদ পড়ছেন অনেক  হতদরিদ্র পরিবার। এনিয়ে অভিযোগ করেও কোন সুরাহা পাচ্ছেননা সুবিধা ভোগীরা। পূরাতন তালিকার সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে ইচ্চে মত পছন্দের লোকজনের নাম দিয়ে তালিকা প্রণোয়নের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের বিষয়ে, খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা চাইলে তা নিয়েও গড়িমসি ও টালবাহানা শুরু করেছেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুন অর রশীদ।

জানা যায়, ডিজিটাল তথ্যে নাম সংযুক্তকরণে অনেক সুবিধাভোগীর তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে তারা প্রতিনিয়ত ধরণা দিচ্ছেন উপজেলা খাদ্য কর্মকর্তার নিকট। কিন্তু কোন সুফল পাচ্ছেন না তারা। অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুন অর রশীদ নিয়মনীতির তোয়াক্কা না করে, ইউনিয়ন পরিষদের কর্তাদের পছন্দের লোকজনদেরকে অন্তর্ভুক্ত করেছে  ডিজিটাল তালিকায়। অনেক সুবিধাভোগী ব্যাক্তি জীবিত এবং এলাকায় থাকার পরও কারণ ছাড়াই বাদ পড়ে যাচ্ছেন। চেয়ারম্যানদের অপছন্দ অথবা নির্বাচনী প্রতিহিংসার করণে অনেকের নাম বাদ দিয়ে পছন্দের লোকজনের নাম দিয়েছেন জিডিটাল তালিকায়। এ নিয়ে অনেকটা হতাশ হয়ে পড়েছে পূর্বের তালিকাভুক্ত কার্ডধারী সুবিধাভোগী ব্যক্তিরা। অনেক সুবিধাভোগীদের নিকট থেকে গ্রাম পুলিশ পাঠিয়ে কার্ড জব্দ করেছে ইউনিয়ন কর্তারা। এরপর আর ফেরত দেয়নি তাদের কার্ড। কেন জিডিটাল তথ্যে তালিকায় তারা বাদ পড়ে যাচ্ছেন এর সদুত্তর দিতে পারেনি সংশিষ্ট কর্মকর্তা। এনিয়ে উপজেলা জুড়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। এসব অনিয়মের বিষয়ে পূর্বের তালিকার তথ্য চাওয়াতে নড়েচড়ে বসেছেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুন অর রশীদ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচিতে দুর্নীতি ও অনিয়ম রোধ করতে ডাটাবেজ আপডেট করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী বিভিন্ন ইউপি চেয়ারম্যানদেরকে অবহিত করা হয়। তালিকা প্রস্তুত করে তা সংশ্লিষ্ট অফিসে জমা দিলে তা অনুমোদন করা হবে। সেক্ষেত্রে উপকারভোগীর ছবি ও তথ্য সংযোজন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ২০১৬ সাল থেকে "শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ " এই শ্লোগান কে সামনে রেখে "খাদ্য বান্ধব কর্মসূচি" চালু করেছেন। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা দিতে ১০ টাকা দরে চাল বিতরণ কর্মসূচি শুরু হয়। বর্তমানে ১০ টাকা কেজির স্থলে চালের দর ধরা হয়েছে ১৫ টাকা। প্রতিটি কার্ডধারী পাবেন ৩০ কেজি চাল।

গুঞ্জন ও অভিযোগের ভিত্তিতে সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা যায়, পূর্বের তালিকা দেখে নতুন করে ডিজিটাল তথ্য হালনাগাদ করার সময় অনেক হতদরিদ্রদের নাম বাদ দেওয়ার সত্যতা মিলেছে। কোন কোন ইউনিয়নে একবারে প্রায় দুইশত নাম বাদ দেওয়া হয়েছে। যার তথ্য সংগ্রহিত। 

নাম প্রকাশ না করা শর্তে উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, পূর্বের তালিকায় থাকা একজন ব্যক্তির নাম বাদ দেওয়া খুব সহজ। সুবিধাভোগী ব্যক্তির নাম সংশোধনের সময় নতুন ব্যক্তির ভোটার কার্ডের শুধু নাম্বার দিতে হয়। এরপর অটোমেটিক নতুন ব্যক্তির নাম ঠিকানা, এমনকি ছবি চলে আসবে। এখন কর্তার কৃপা পেলেই কার্ডটি সহজে পরিবর্তন হয়ে যাবে। এভাবে খাদ্য নিয়ন্ত্রক স্যার জানার পরও অনেক নাম পরিবর্তন করেছে। খারাপ লাগছে এটা ভেবে যারা বাদ পড়ছে তারাও দরিদ্র অসহায়। প্রতিদিন বাদ পড়া সুবিধাভোগীরা অফিসে এসে কান্না করছেন।
এনিয়ে উপজেলা জুড়ে চলছে নানা গুঞ্জন।
সমাজের সচেতন মহল বলছেন, অনিয়মকে নিয়মে পরিণত করে এসব কর্মকাণ্ড করে যাচ্ছেন তারা। সঠিক কারণ ছাড়া নাম পরিবর্তনের কোন নিয়ম না থাকলেও ক্ষমতার জোরে এসব নাম পরিবর্তন করেছেন তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, অকারণে অনেক অসহায় ব্যক্তিদের নাম বাদ দিয়ে সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করেছেন তারা। এনিয়ে উপজেলার পূর্বের অনেক সুবিধাভোগী ব্যক্তিরা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। কিন্তু কোন সুরাহা মিলেনি তাদের কপালে।

নাম পরিবর্তনের বিষয়ে এবং অভিযোগের কিছু তথ্য চাইলে মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুন আর রশীদ তথ্য না দিয়ে গড়িমসি শুরু করেন। এক পর্যায়ে তিনি নিউজটি আপাতত বন্ধ রাখার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, কয়েকজন চেয়ারম্যানের সঙ্গে না পেরে কিছু অনিয়ম হয়েছে। আর কিছু কিছু কার্ড সংশোধন করেছি।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকা থেকে অসহায় ব্যাক্তিদের নাম পরিবর্তন ও অনিয়ম করার কোন সুযোগ নেই। তবে অনিয়মের কোন তথ্য পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী

লোহার খাঁচায় বন্দি পায়েরা সেতু