ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মানিকগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ের কক্ষেই চলছে কোচিং বাণিজ্য


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২০-৯-২০২২ বিকাল ৫:০
সরকারি নির্দেশনা অনুযায়ী এসএসসি-সমমান পরীক্ষার জন্য ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশে সব কোচিং সেন্টার বন্ধ থাকার কথা থাকলেও সরকারি এসব নির্দেশনা উপেক্ষা করে অভিনব কায়দায় মানিকগঞ্জ সদর উপজেলা জাগীর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নবম ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কোচিং সেন্টার চালু রাখা হয়েছে।
 
 প্রত্যের্ক শিক্ষার্থীর নিকট থেকে মাসিক ৩০০ টাকা ফি নিয়ে তারা সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত কোচিং ক্লাস চালিয়ে যাচ্ছেন বলে জানান শিক্ষার্থীরা।
 
এ বিষয়ে জানতে চাইলে জাগীর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, কোচিং নয় বিদ্যালয়ের দূর্বল ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাশ করানো হচ্ছে। বিনিময়ে তাদের থেকে ১৫০ টাকা ফি নেওয়া হচ্ছে। তিনি বলেন, এগুলো করা হচ্ছে শিক্ষা অফিসের নিয়ম মেনেই।
 
শিক্ষা অফিসের লিখিত কোন নির্দেশনা আছে কিনা জানতে চাইলে , ওই প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে আর কোনো তথ্য দেওয়া হবে না বলে আশরাফুল ইসলাম নামক এক সংবাদকর্মীর ক্যামেরা ও তার উপর হামলা চালায়। এ সময় অন্যান্য শিক্ষকবৃন্দ এসে প্রধান শিক্ষককে ফিরিয়ে নিয়ে যান।
 
সরেজমিনে মঙ্গলবার সকাল ৮ টার সময় ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ক্লাসরুমে অভিনব সব কায়দায় কোচিং কার্যক্রম চালিয়ে চাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কোচিং চলাকালে একাধিক শিক্ষার্থী জানায়, মাসে ৩০০ করে টাকা নিয়ে আমাদের কোচিং করানো হয়।
 
জাগীর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য শাহ আলম জানান, সরকারি নির্দেশনা দিয়েছে কোচিং বন্ধ রাখতে। তা না মেনে বিদ্যালয়ের রুমে কোচিং করানো এটা দন্ডনীয় অপরাধ। আমি দেখেছি ও শুনেছি সাংবাদিকের উপর ওই প্রধান শিক্ষক হাত তুলেছেন। একজন শিক্ষক হয়ে সাংবাদকর্মীর সাথে এমন খারাপ আচরণ করাটা উতিত হয়নি।
 
জাগীর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান বলেন, আমি জানি যারা এসএসসি পরিক্ষা দিচ্ছে শুধু তাদের কোচিং করা যাবে না। তবে অন্যদের ক্ষেত্রে নয়। তবে শিক্ষার্থীদের থেকে ৩০০ টাকা করে নেওয়ার কথা তিনি স্বীকার করেন।
 
জাগীর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কালাম মিয়া বলেন, দূর্বল ছাত্র-ছাত্রীদের জন্য সকাল নয়টা থেকে অতিরিক্ত ক্লাশ নেওয়া হয়। কোন টাকা বা ফি নেওয়া হয় না।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী এখন কোচিং সেন্টার বন্ধ থাকার কথা। যদি কোথাও কোচিং সেন্টার চালু রাখা হয় তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক