দক্ষিণ জেলা যুবলীগের পদ পেতে মরিয়া বিতর্কিতরা
সম্মেলনের তিন মাস পার হলেও এখনও ঘোষণা হয়নি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি। সম্মেলনের পর সভাপতি ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ২৭ জন রয়েছেন লড়াইয়ে। এদিকে কমিটির শীর্ষ পদে দক্ষিণ জেলার এক মন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, আওয়ামী লীগ এবং যুবলীগের দক্ষিণ চট্টগ্রামস্থ কেন্দ্রীয় নেতারা তাদের পছন্দের লোকজন কমিটিতে আনতে তৎপর। নেতাদের আর্শিবাদে দলীয় কর্মী, যুবলীগের সাথে জড়িত নন এমন, হঠাৎ নেতা বনে যাওয়া ব্যক্তিদের যুবলীগের কমিটিতে আনতে গিয়ে তৃণমূলের দীর্ঘদিন যারা মাঠে ময়দানে রাজনীতিতে জড়িতদের কপাল পোড়ার সম্ভাবনা রয়েছে।
শিগগিরই কমিটি ঘোষণার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় নেতারাও। তবে পদপ্রত্যাশীদের মধ্যে সভাপতি পদে তিনজন ও সম্পাদক পদে দুজন আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর আগে গত ২৮ মে দক্ষিণ যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছরে প্রথমবারের মতো সম্মেলন অনুষ্ঠিত হয় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। দিনভর সম্মেলন আর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণা ছাড়াই তা শেষ হয়।এ সময় জেলা কমিটির সভাপতি পদে ১৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩৯ জন প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় দপ্তরে জীবনবৃত্তান্ত জমা দেন। কিন্তু একটি সড়ক দুর্ঘটায় মারাত্মক অসুস্থ থাকায় সিভি জমা দিতে পারেননি দীর্ঘদিন যুবলীগের রাজনীতির সাথে জড়িত গত কমিটির সহ-সভাপতি ফৌজুল মুবিন চৌধুরী, তবে যোগ্যতা বিচার করলে এবার তাঁর সভাপতি হওয়ার কথা বলে জানান সংশ্লিষ্টরা। গত ৩ আগস্ট আ ম ম টিপু সুলতান চৌধুরী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সঙ্গে দেখা করে মৌখিকভাবে সভাপতি প্রার্থী থেকে সরে দাঁড়ানোর কথা জানান। মূলত এরপর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে দক্ষিণের কমিটি নিয়ে। টিপু সুলতান চৌধুরী জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটিতে প্রায় ১২ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন। সভাপতি-সম্পাদক পদে ৩৪ প্রার্থী থাকলেও আলোচনায় আছেন পাঁচজন। এরমধ্যে সভাপতি পদে তিন ও সম্পাদক পদে আছেন দুজন।
সভাপতি পদে আলোচিত প্রার্থীরা হলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোলায়মান, যুব লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নাছির উদ্দীন মিন্টু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বয়ক মহিউদ্দীন মহি ও নুরুল আমিন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল হান্নান লিটন, মোহাম্মদ মাঈনুদ্দীন। তবে এরমধ্যে যুবলীগের জেলার সাংগঠনিক কর্মকান্ডে দেখা না গেলেও আর্শিবাদে যুবলীগের পদে আলোচনায় রয়েছে জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক এবং কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দীন মিন্টু, ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম। নাছির উদ্দীন মিন্টু সাতকানিয়ার যুবলীগের কমিটি থেকে সরাসরি যুবলীগের কেন্দীয় কমিটির সহ সম্পাদক বনে যাওয়ায় জেলার সাংগঠনিক কর্মকান্ডে বিগত দিনে দেখা যায়নি। জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক জনি হত্যা মামলার আসামি হওয়ায় রাজনীতিতে চরম বির্তক রয়েছে।
এব্যপারে বিদায়ী কমিটির সহ-সভাপতি ফৌজুল মুবিন চৌধুরী বলেন আমি ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আক্তারুজ্জামান চৌধুরী বাবু, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ এমপি, নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে রাজনীতি করেছি। আওয়ামী লীগের কঠিন দুঃসময়েও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো। অসুস্থতার কারনে সিভি জমা দিতে পারিনি ঠিক কিন্তু মানবিক যুবলীগ আমার রাজনৈতিক ক্যারিয়ার ও পারিবারিক ঐতিহ্য বিবেচনা করলে সভাপতি পদে এখানে আমার চেয়ে যোগ্য আর কেউ আছে বলে মনে করিনা।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল হান্নান লিটন বলেন, আমি দীর্ঘদিন ধরে যুবলীগের জন্য কাজ করে যাচ্ছি, দক্ষিণ জেলার দায়িত্ব পেলে একটি মডেল ইউনিট হিসেবে সারা দেশে পরিচিত করতে পারব। এ বিষয়ে সাধারণ সম্পাদক পদের প্রার্থী দক্ষিণ জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোলায়মান বলেন, যেহেতু আমি দীর্ঘদিন ধরে দক্ষিণ জেলা যুবলীগের রাজনীতির সাথে যুক্ত প্রতিটি কর্মসূচিতে নিয়মিত উপস্থিত ছিলাম নিজের সাধ্যমত সাংগঠনিক কর্মকান্ড করেছি, কমিটি হওয়ার সময় আসলে অনেকের নাম শুনতে পায়, কমিটিতে পদ পাওয়ার পর তাদের আর দেখা যায় না।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘চট্টগ্রামের উত্তর ও দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম মহানগরে কমিটি গঠন করা হবে সৎ নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন নেতাদের সমন্বয়ে। কমিটির মূল দায়িত্বে যারা আসবে তারা সৎ এবং পরিচ্ছন্ন হতে হবে কোন অবস্থাতেই বিতর্কিত কোন ব্যক্তি স্থান পাবে না।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ