বাঁশখালীতে টিসিবির পণ্য অবৈধ ভাবে বিক্রয়কালে ট্রাকসহ জব্দ
![](/storage/2022/September/Ogi5TCaSxrSECHYjQwdqRVg8iAPYftVsVRYiLjlm.jpg)
চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি ভর্তুকি মূল্যে বিক্রিয়ের জন্যে সংরক্ষিত(টিসিবির)পণ্য বাঁশখালীতে অরক্ষিত হয়ে রাতের আঁধারে চলে গেল মুদির দোকানে,গভীর রাতে টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রয়কালে সাধনপুরের বৈলগাঁও এলাকায় জনতা আটকা দিল পণ্যসহ একটি ট্রাক।পরে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে এসে পণ্যবাহী একটি ট্রাক জব্দ পূর্বক ড্রাইভার ও হেল্পার সহ ২ জনকে আটক করেছে প্রশাসন।
নাম প্রকাশ না করার শর্তে বাহারচড়া ইউপি কয়েক লোক জানান,মঙ্গলবার বাহারচড়া ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য ভোক্তাদের মাঝে বিতরণের কথা ছিলো,সারাদিন এই কার্যক্রম আমরা দেখিনি। রাত দশটার দিকে হঠাৎ করে দেখি টিসিবির পণ্যবাহী দুইটি ট্রাক ইউনিয়ন পরিষদে এসে পৌঁছায়।সেখানে প্রায় এক ঘন্টা মতো সময় গ্রাহকের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করতে দেখেছি।পরে দেখি তড়িঘড়ি করে বাকি সব পণ্য নিয়ে রাতের আঁধারে একটি ট্রাক গুণাগরির দিকে ছুটে যায়, আর একটি ট্রাক চাম্বলের চলে গেছে।গুণাগরি খাসমহলের আলম স্টোর নামের এক দোকানে এসে বিক্রয়ের জন্যে পণ্য গুলো ট্রাক থেকে নামাতে দেখে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্ব এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়৷ এই সময় সরকারের ভর্তুকি মূল্য বিক্রয়ের জন্য সংরক্ষিত টিসিবির পণ্য ট্রাকে করে গভীর রাতে অবৈধভাবে বিক্রয় কালে টিসিবির পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়।এসময় ট্রাকের ড্রাইভার ও হেল্পারকে আটক করা হয়েছে বলে জানান এসিল্যান্ড মাহমুদুল হাসান।
জব্দকৃত টিসিবির পণ্যের মধ্য রয়েছে ৬৪০ লিটার সয়াবিন তৈল,৩২০ কেজি চিনি ও ৬৫০ কেজি ডাল। এই সময় টিসিবির পণ্য পরিবহনকারী ট্রাকের ড্রাইভার ও হেলপার কে আটক করা হয়। মালামালসহ জব্দকৃত ট্রাক বাঁশখালী থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় সংবাদকর্মীরা আটককৃত পণ্যসহ ট্রাকের ভিডিও ধারন করতে চাইলে স্থানীয় মারুফ নামের এক লোক ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের উপর ট্রাক চাপা দেয়ার চেষ্টা করে।এবং অভিযুক্ত মারুফ সাংবাদিকদের বলেন,তোমরা কিসের সাংবাদিক? এই গুলো সরকারি মাল, আর আমিও সরকারি দলের কর্মী বলে পরিচয় দেন মারুফ। তাছাড়া মারুফ সাংবাদিকদের আরো বলেন,তোমরা হিরা মনির সাথে কথা বল।কিন্তু কে সে হিরা মনি?
এই বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড বলেন,বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি,কিন্তু অভিযুক্ত মারুফ পালিয়ে যাওয়াতে তাকে আটক করা সম্ভব হয়নি।আটক ড্রাইভার জঙ্গল গুণাগরির ১ নং ওয়ার্ডের জহির আহমেদর ছেলে জিয়াউল হক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন,এই অপরাধের সাথে শুধু ট্রাক ড্রাইভার ও হেল্পার জড়িত তা নয় বরং তারা কার নির্দেশে সরকারি পণ্য গুলো রাতের আঁধারে অবৈধ ভাবে বিক্রি করতে আসছে তা খতিয়ে দেখতে হবে।তাছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরা এই ব্যাপারে চোখ বন্ধ রাখছে কেন তাও জানা দরকার।
প্রভাবশালী রাঘববোয়ালরা পর্দার আড়ালে থেকে তাদের সিন্ডিকেট চক্র সদস্যদের দিয়ে অসহায় মানুষের জন্যে আসা মালামাল গুলো অবৈধ ভাবে বিক্রি করে লুটপাট করছে,তাই সঠিক তদন্ত করে প্রকৃত মূল হোতা কে বা কারা? তাদের মূখোশ উন্মোচন করার জন্যে প্রশাসনের কাছে দাবি জানান স্থানীয় জন সাধারণ।
এমএসএম / এমএসএম
![](/storage/2025/February/CNp630k4GTPD0QNwPVBPSkJJCRbBtGqNiDnPWTQ6.jpg)
অসহায়দের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ
![](/storage/2025/February/Q77WQ4YDUQrgiC1Jp8zTwSI83OkBnOvtgrrKRz6L.jpg)
বোদায় আ' লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় ১০ লাখ টাকার বিনিময়ে নাগরিকত্ব পেল ভারতীয় দুই নাগরিক
![](/storage/2025/February/1aArlQQMeQPxBVrIUAXXH5UdkA8n5p9Hr9UisLQz.jpg)
লোহাগড়ায় ভুয়া মোহরি পরিচয়ে জমি-সংক্রান্ত প্রতারণা: হাসুর বিরুদ্ধে অভিযোগ
![](/storage/2025/February/R06coeF9KWne7Rknb8v1l3EN7a0sv0vPFMbDluOn.jpg)
ত্রিশালে শর্ট পিচ নাইট ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত
![](/storage/2025/February/PZnLHIwPVuU7m0VbAcvtkKOHwWLFfkWTftMGEfQq.jpg)
যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম রেল স্টেশনের নাম পরিবর্তন
![](/storage/2025/February/vZZbCyneQ9Olr6BES8k3fkTv3hNtT8KYQtfS0bh5.jpg)
মোরেলগঞ্জে পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাদের বিক্ষোভ, অবস্থান ধর্মঘট
![](/storage/2025/February/w3Y4sUWeT2pVo7xygLkwsldqBBTIRrOfBEEKyX3i.jpg)
টাঙ্গাইল - আরিচা মহাসড়কের উপর সেফটি ট্যাংক নির্মান
![](/storage/2025/February/7p3feQXBtBznIt9u7Osjmqbmz3eNJMVzI2TZF2Gb.jpg)
ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ
![](/storage/2025/February/V9v9wLgxQTnXlhdVrqWgRXuFK3UurFmJx5P2vaEc.jpg)
মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন
![](/storage/2025/February/NKqyYS2CXKWq2Z3r5bYydpb6q3bcZdPtHCu3SNCb.jpg)
গুরুদাসপুরে পুকুর খনন বন্ধে শুরু হয়েছে জেল-জরিমানা
![](/storage/2025/February/Roxyx2msRws0719SoFE8QlANrPYJVQbNE9ZSdWdl.jpg)
নাগরপুরে ইট ভাটায় ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
![](/storage/2025/February/I7y1BKukzQFcu279SPWtqYOWzbkb8zOjWxsv2hUP.jpg)
লক্ষ্মীপুরে খুনী টিপু, নয়নের পরিত্যক্ত অভিশপ্ত বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ
![](/storage/2025/February/JooY5ngmb1IfHop7uvZHdctcz0DcvZATAQRPjMba.jpg)
কুলাউড়া আসনে জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী
Link Copied