ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

উলিপুরে মাজরা পোকার আক্রমণে অতিষ্ঠ রোপা আমন চাষিরা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২২-৯-২০২২ দুপুর ১:১

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বিভিন্ন এলাকায় রোপা আমনে মাজরা সহ অন্যান পোকার আক্রমণে অতিষ্ঠ রোপা আমন চাষিরা।রোপা আমন চারারোপনের পর থেকে পঁচানী ও কারেন্ট পোকার পর এখন মাজরা পোকার আক্রমণে ফসল ধ্বংসের মুখে। রোপা আমন চাষিরা অনেক আতংকে দিনাপাত করছেন। 

রোপা আমন চাষিরা এবার বিভিন্ন সমস্যা নিয়ে চলতি আমন চাষ শুরু করছে। তবে উপজেলার গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, বজরা, দুর্গাপুর, ধামশ্রেনী, নাড়িকেলবাড়ি, জুম্মাহাট, সাতদরগাহ, মন্ডলেরহাট, আপুয়ারখাতা সহ বিভিন্ন এলাকায় চলতি রোপা আমন ধান ক্ষেতে পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা । বিশেষ করে মাজরা  পোকায় আক্রান্ত হয়ে ধানগাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে। এতে ফলন নিয়ে হতাশ হয়ে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা। অন্যদিকে সমস্যা সমাধানে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে মনিটরিং অব্যাহত রেখেছেন।

উপজেলা সরেজমিনে ঘুরে দেখা যায় প্রায় ১৩টি ইউনিয়নের মধ্য রোপা আমন চাষে আক্রান্ত করছে মাজরা পোকা। এলাকায় একের পর এক জমিতে মাজরা পোকার আক্রমণে ফলন্ত ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে জমির প্রায় এক তৃতীয়াংশ ধানগাছ এভাবে আক্রান্ত হয়েছে। যারা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন তাদের ফসল কিছুটা রক্ষা পেলেও অনেকের ক্ষেত প্রায় পুরোটাই নষ্ট হওয়ার পথে।উপজেলার থেতরাই ইউনিয়নের শ্রী হাবলু বলেন, কয়েকদিন তীব্র রোদ কখনো টানা বৃষ্টিতে পড়ার কারণে জমিতে যাওয়া হয় নি। সে সঙ্গে একদিন জমিতে যাওয়ার পরে দেখি মাজারা পোকা আক্রান্ত করেছে। জমিতে কীটনাশক স্প্রে করেও কোন ফল পাইনি। চারা রোপনের পর থেকে নানা সমস্যায় ভুগছি। প্রথম দিকে কারেন্ট পোকার আক্রমণ ঘটে। পরে পাতা মরা ও পঁচানী রোগ দেখা দেয়। এখন শুরু হয়েছে মাজরা পোকার ব্যাপক আক্রমণ। এবার যে হারে মাজরা পোকা ধরেছে, আগে কখনও এমনটা দেখা যায়নি।

একই এলাকার আমজাদ মিয়া বলেন, রোপনের পর থেকে পঁচানী, কারেন্ট পোকা ও এখন মাজরা পোকার আক্রমণে ফসল ধ্বংসের মুখে। ফলন নিয়ে চরম আতঙ্কে আছি। আব্দুল হাই মিয়া বলেন, গত কয়েকদিন থেকে সারের সমস্যা নিয়ে ঘুরতে ছিলাম। এখন আবার কান্টের পোকা, মাজরা পোকা আমাদের চিন্তা ফেলছে। যে ফসল না পাইলে আমাদের পরিবারের না খেয়ে থাকতে হবে। চাকুরী নেই অন্যকোন কর্ম করতে পারিনা। পুরো বছর কি চাল কিনে খাওয়া যায়। পরিবারের ০৫ জন সদস্য তাদের নিয়ে খুব চিন্তায় পড়তে হবে আমাদের।

উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ইউনিয়নভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কৃষি উপ-সহকারি কর্মকর্তারদের মনিটরিং এর জন্য নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে আমরাও মাঠ পর্যায়ে যাচ্ছি। কৃষকদের পরামর্শ বিষয়ে বলেন, আমরা তাদের পার্চিং পদ্ধতি (ক্ষেতের মধ্যে গাছ বা বাঁশের ডাল পুতে দিতে বলেছি) ওই ডালে পাখি বসে পোকাগুলোকে খেয়ে ফেলবে। পাশাপাশি জমিতে কিটনাশক স্প্রে করারও পরামর্শ দিচ্ছি।

এমএসএম / এমএসএম

একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মুহাম্মদ শাহেদ

মীর হেলালকে এমপি প্রার্থী করায় চট্টগ্রামে দোয়া মাহফিল

কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি, নিঃস্ব কৃষক দম্পত্তির আহাজারি

চন্দনাইশে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

বাড়িয়াঘোনায় হালদার পানিতে প্লাবন থেকে রক্ষায় স্যুইচগেট স্থাপনের দাবিতে মানববন্ধন

স্ত্রীকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাভারের বেদে প‌ল্লি‌তে হামলা, একই পরিবারের নারীসহ আহত ৩

ভূররুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডাক্তার মোঃ মিলন

দখল–দূষণে ১৪০ ফুট ডাকাতিয়া নদী সঙ্কুচিত হয়ে ৪০–৬০ ফুট, ভাঙ্গা ব্রিজে দুর্ঘটনার ঝুঁকি

মৎস্য রপ্তানীর নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে: উপদেষ্টা ফরিদা আখতার

বিএনপি প্রার্থী আজম খানের মনোনয়ন বাতিলের দাবিতে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু

"নতুন বাংলাদেশে একরাম পরিবারের মত কাউকে দখল করতে দিবোনা" জাহের