সাভারের বেদে পল্লিতে হামলা, একই পরিবারের নারীসহ আহত ৩
সাভারের বেদে পল্লিতে ঘরে প্রবেশ করে নারীসহ তিন ব্যক্তিকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন স্থানীয় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২০শে নভেম্বর) রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে সাভার পৌর এলাকার বাড্ডা বেদে পল্লীতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন- যাদু সম্রাট মোঃ হানিফের ছেলে সম্রাট মোঃ লালল, ছোট বোন সুবে বেগম, ভাতিজি চায়না আক্তার ও ভাতিজা সম্পদ। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীর তথ্যসূত্র থেকে জানা যায়, ২০ নভেম্বর রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে আব্দুর রব এর ছেলে সন্ত্রাসী রেজু আহমেদ, রেজু আহমেদের দুই ছেলে জানারুল ইসলাম ও হিরাউল এবং এরশাদসহ ১০/১৫ জন সন্ত্রাসী সম্রাট লালনের বাড়িতে ঢুকে ভাংচুর চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। কিছু বুঝে উঠার আগেই হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নারীসহ তিনজনকে রক্তাক্ত জখম করে, পরবর্তীতে রক্তাক্ত জখম অবস্থায় নারীসহ তিনজকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে সাভার উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে ঘটনার বিষয়ে আহতের বড় ভাই
মোঃ সানিউর রহমান হাসমত জানান, আমার ভাই সম্রাট মোঃ লালন একজন ছোট খাটো পাথরের ব্যবসায়ী, সারাদিন কাজ করে রাতে বাড়ি ফিরেন, আমার ভাই কোনো রাজনীতিও করেনা। পাশের বাড়ির এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আদায় করার লক্ষ্যে সন্ত্রাসীদের আগমন ঘটে, কিন্তু কে বা কারা ভুল তথ্য দিয়ে উদ্যেশ্যমূলক ভাবে আমাদের বাড়ি দেখিয়ে দেয়, অথচ আমরা এসব লেনদেনের সাথে কোনোভাবেই জড়িত না, পরবর্তীতে সন্ত্রাসীরা আমার বাড়িতে প্রবেশ করে আমার ভাই লালল কে বাড়িতে পেয়ে কিছু বুঝে উঠার আগেই হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে আমার ছোট বোন আর ভাতিজা, ভাতিজা এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন।তিনি আরো বলেন হামলাকারীদের মধ্যে দুই থেকে তিনজন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়ক পরিচয় দানকারীও ছিলো বলে জানান তিনি। এদিকে আহত ব্যক্তিদের দেখতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-১৯ আসনের মনোনয়ন প্রত্যাশী সিফাত উল্লাহ ও এনসিপি যুব শক্তি ঢাকা জেলা উত্তর আহবায়ক সেজুতী হোসেন হাসপাতাল পরিদর্শন করে রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, হাসপাতাল পরিদর্শনকালে পৃথক দুটি বক্তব্যে বলেন, আমরা শুনেছি সাভার পৌর বাড্ডা বেদে পল্লিতে হামলা হয়েছে, এ হামলার সাথে জড়িত থাকা ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের আশ্বাস দেন। এছাড়াও পৃথক বক্তব্যে তিনি আরো বলেন, এনসিপির কোনো কমিটি নেই সাভার বেদে পল্লীতে, হামলাকারীদের মধ্যে এনসিপির পরিচয়দানকারী ব্যক্তিও ছিলো বলে জানতে পেরেছি, এবিষয় আমাদের পক্ষ থেকে এনসিপি পরিচয়দানকারী ব্যক্তিদের বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এদিকে হামলার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আহত পরিবার একটি অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক