ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

আলোচনা-সমালোচনায় চট্টগ্রামের ডিসি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২২-৯-২০২২ দুপুর ৪:১৯

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে মোনাজাতে অংশ নিয়ে সমালোচিত হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এই ঘটনায় নির্বাচন কমিশন থেকে রিটার্নিং অফিসারের পদ থেকে অব্যাহতির বিষয়টিকে চক্রান্ত দাবী করে, মানববন্ধন, বিবৃতি ও সংবাদ সম্মেলন করে সাফাই গাইছেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের মানুষের একটি অংশ। পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাহবা দিলেও কর্নফুলী নদী দখলকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়াসহ নগরীর অন্যান্য এলাকায় সরকারি জমি উদ্ধারে তেমন তৎপরতা নেই বলে  সমালোচনাও করছেন অনেকে।  
সম্প্রতি চট্টগ্রমের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের পক্ষে সাফাই বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম শহর ও জেলার যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ১০১ বীর মুক্তিযোদ্ধা।   
বিবৃতিতে জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, দাবী করে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ে এক মোনাজাতকে কেন্দ্র করে মিথ্যা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চলছে। যা অনাকাঙ্খিত, অনভিপ্রেত এবং দুঃখজনক। তাঁরা বলেন, তরুণ, চৌকষ সরকারি কর্মকর্তা মমিনুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করেন। তাঁর সাথে সাক্ষাতে মুক্তিযোদ্ধারা তা অনুভব করেন। চট্টগ্রামের জনগণের জন্য তিনি কঠোর পরিশ্রম করেন। প্রতিদিন অসংখ্য লোকের অভিযোগ শোনেন এবং সমাধান দেয়ার চেষ্টা করেন। তিনি সরকারি ভূমি উদ্ধারে কঠোর অবস্থান নিয়েছেন। একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল এই জেলা প্রশাসকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ।
কে বা কাহারা জেলা প্রশাসকের বিরুদ্ধে চক্রান্ত করছে এমন প্রশ্নে যুদ্ধকালীন শহর গ্রুপ কমান্ডার ও সদস্য শহর হাই কমান্ড ডা. মাহফুজুর রহমান বলেন তিনি সরল মনেই মোনাজাতে অংশ নিয়েছেন কিন্তু আওয়ামী লীগের দলীয় লোকেরাই উনাকে কালার করেছেন যা উচিৎ হয়নি।  তাঁর দিক থেকে সঠিক ছিলেন কি-না এমন প্রশ্নের জবাবে বলেন আমাদের কাছে মনে হয়েছে তুলনামুলকভাবে বর্তমান জেলা প্রশাসক অনেক ভালো, তিনি চক্রান্তের জালে আটকা পড়েছেন তাই এই বিবৃতি দেওয়া হলো।
এসব ব্যপারে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক’র (সুজন) চট্টগ্রামের সভাপতি এডভোকেট আক্তার কবির চৌধুরী বলেন একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান যেটা করেছেন তা অন্যায়। তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, এই অপরাধে তিনি বরখাস্ত হতে পারতেন। কিন্তু সরকার তা করেনি, শুধুমাত্র নির্বাচনের দায়িত্ব¡ থেকে অব্যাহতি দিয়েছে কমিশন। তিনি একজন বিসিএস ক্যাডার, তিনি কোন দলের জেলা প্রশাসক নয় তিনি সংবিধান রক্ষার দায়িত্বে আছেন সুতরাং এমন আচরণ আমরা তাঁর কাছ থেকে আশা করিনা। চক্রান্তের বিষয়ে তিনি বলেন কে চক্রান্ত করবে উনার বিরুদ্ধে, কি এমন কাজ করেছেন তিনি? কর্ণফুলী নদী দখল হয়ে খালে পরিনত হয়ে যাচ্ছে, এদের উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশনা আছে, এছাড়াও নতুন ব্রীজ এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রচুর সরকারি সম্পত্তি বেহাত হয়ে আছে তাদেরতো উচ্ছেদ করছেননা। উনি এমন কোন মাফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন যে তাকে সরানোর ক্ষমতা রাখে? আর যারা সভা-সমাবেশ, মানববন্ধন করছে তারা কেন করছে আমি জানিনা।     
এব্যপারে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এএইচএম জিয়া উদ্দীন বলেন বিতর্কের বিষয়টিতো স্পষ্ট নয়, অযথা বির্তক বির্তক বলে জনগণের দৃষ্টি ভিন্ন  দিকে নেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে কেন তাইতো বুঝলামনা। আসলে বির্তকটি কি সেটা ষ্পট করুক আগে। উনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে চট্টগ্রামে যোগদানের পর থেকে নানা বির্তকিত কর্মকান্ডের মাধ্যমে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন, এগুলো নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে সমালোচনার শুরু হওয়ায় জনদৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য অপপ্রচার অপপ্রচার বলে বিভ্রান্তি ছড়াচ্ছে।

গত বুধবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে বিতর্কিত করে চট্টগ্রাম থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম বলেন, গত ১৫ সেপ্টেম্বর জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পর মূলত মুসলিম ধর্মীয় রীতি মেনে মোনাজাতে শামিল হয়েছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মমিনুর রহমান। মোনাজাত পরিচালনাকারীর বক্তব্যের সাথে জেলা প্রশাসক কোনভাবেই সম্পৃক্ত নয়। স্বার্থ হাসিলে ব্যর্থ একটি গোষ্ঠী জেলা প্রশাসক মো. মমিনুর রহমানকে চট্টগ্রাম থেকে সরিয়ে দিতে চায়। 

চট্টগ্রামের সর্বস্তরের সুধী সমাজের ব্যনারে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দিন বলেন জেলা প্রশাসক চট্টগ্রামে দেড় বছর ধরে দায়িত্ব পালনকালে চিহ্নিত ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনগণ এবং রাষ্ট্রের পক্ষে সততা ও নিষ্ঠার সাথে কাজ করায় নিজেদের স্বার্থ হাসিলে ব্যর্থ গোষ্ঠী ‘মোনাজাত ইস্যুকে সামনে এনে জেলা প্রশাসককে বিতর্কিত করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, আইবিএফবি সভাপতি ও বিজিএমইএর সাবেক প্রথম সহ সভাপতি এসএম আবু তৈয়ব, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, সম্পাদক প্রকৌশলী এসএম শহীদ উল আলম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহাব ও আবুল কাশেম চিশতী, স্থপতি ও নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান।

এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য জাহেদুর রহমান সোহেল, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, মহানগর পূজা উদযাপন পরিষদ সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত কাঞ্চন ও সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ডা. মঈনুল ইসলাম চৌধুরীসহ বিশিষ্টজনেরা।
এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের পক্ষে গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ, হিউম্যান রাইটস বাংলাদেশ, মানবিক ফাউন্ডেশন, স্বাধীনতা ৭১, উই দ্যা ক্র্যাক প্লাটুনস, হিউম্যান রাইটস অব রাঙ্গুনিয়া, সার্ক মানবাধিকার সংগঠন, রেগুলেশন ভয়েজ। এতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জেলা প্রশাসক ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

‎নবাবগঞ্জে রাতের আঁধারে সানজিদা আক্তার নামে এক নারীর উপর হামলা