ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মূলহোতা আড়ালে

ষড়যন্ত্রের স্বীকার ডিলার আমান


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ৪:১২

চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে অবৈধ ভাবে দোকানে পাচারের ঘটনার মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে,মামলায় ষড়যন্ত্রের স্বীকার মেসার্স আমান এণ্ড ব্রাদার্সের মালিক (ডিলার) আমান উল্লাহ চৌধুরী আমান। গত ২১ সেপ্টেম্বর রাতের আঁধারে অবৈধ ভাবে সরকারি ভর্তুকি মূল্যের টিসিবির পণ্য রাতের আঁধারে অবৈধ ভাবে আত্মসাৎ করে দোকানে পাচারকালে হাতেনাতে ধরা পড়ে ট্রাকের ড্রাইভার ও হেল্পার সহ টিসিবির পণ্য।খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় কয়েকজন সংবাদকর্মী, এসময় গুণাগরির খাসমহলস্থ আলম স্টোর নামক দোকানে পণ্য গুলো বিক্রি করার জন্যে ট্রাক থেকে নামাতেই সাংবাদিকদের চোখে পড়ে,সাংবাদিকরা ভিডিও ধারণ করতে চাইলে চরমভাবে ক্ষেপে যায় কথিত মারুফ,এসময় মারুফ নিজেকে উপজেলা মহিলা যুবলীগ নেত্রীর ভাই পরিচয় দিয়ে সাংবাদিকদের হুমকি ধমকি দিতেও দ্বিধা করেনি।সংবাদকর্মীরা দ্রুত  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরীকে বিষয়টি অবহিত করলে তিনি সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসানকে ঘটনাস্থলে যেতে বলায় সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ট্রাকের চালক এবং হেল্পার সহ টিসিবির পণ্যবাহী ট্রাকটি আটক করতে সক্ষম হলেও টেরপেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কথিত অভিযুক্ত মারুফ।পরে আটক ড্রাইভার ও হেল্পারকে ছেড়ে দেয়া হয়।

জানা যায়,মারুফ নামের ছেলেটি উপজেলা মহিলা যুবলীগ নেত্রী হিরা মানির মামাতো ভাই, এবং সাধনপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন কামাল এর ঘনিষ্ঠজনও বটে।ওইদিন বাহারচড়া ইউনিয়ন পরিষদে ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি থাকায় ডিলার আমান এণ্ড ব্রাদার্স কতৃপক্ষের টিসিবির পণ্য নিয়ে নারায়ণগঞ্জ-ড-১১.০০৫৯ নং একটি ট্রাক বিকেলে সাড়ে চারটার দিকে বাহারচড়া ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছে।সাড়ে পাঁচটা থেকে ওই পণ্য গুলো ভোক্তাদের মাঝে বিতরণ শুরু করে রাত প্রায় ১১ টা নাগাদ পর্যন্ত পণ্য গুলো ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে বিতরণ করা হয়।বিতরণকালে ট্রাকের ড্রাইভার ও হেল্পার এবং বিতরণ কর্মকর্তাদের সহযোগী হিসেবে ডাল পেকেট করার কাজে সহযোগিতা করেন স্থানীয় মোবিনুল হক নামের জনৈক দর্জি(খলিফা)। 

বিতরণ শেষে ইউপি সচিব মোঃ আরিফ ও মহিলা মেম্বার মেরিনা আকতার স্বাক্ষর করে সঠিক বিতরণ করায় ডিলার আমানকে প্রত্যায়ন প্রদান করেন।এরই মধ্যে ওই রাতের সাড়ে ১০ টা নাগাদ টিসিবির পণ্য আত্মসাৎ করে দোকানে বিক্রি করার সময় টিসিবির পণ্যসহ একটি ট্রাক জব্দ করে প্রশাসন।এসময় ট্রাকটির ড্রাইভার ও হেল্পারকে আটক করা হলেও পরে তাদেরকে ছেড়ে দেয় প্রশাসন।

জব্দকৃত টিসিবির পণ্য সংক্রান্তে সাধনপুর ইউপি সচিব নোবেল ভট্টাচার্যকে বাদী করে একটি মামলা দায়ের করেছে প্রশাসন।ওই মামলায় আমান এণ্ড ব্রাদার্স এর মালিক(ডিলার)আমান সহ চারজনকে আসামি করা হয়।ওইদিন ডিলার আমান এর টিসিবির পণ্য গুলো ভোক্তাদের মাঝে যথাযথ ভাবে বিতরণ করার সকল ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাঁকে মামলার আসামি করায় পুরো জুড়ে চলছে আলোচনা -সমালোচনা।

আমান এণ্ড ব্রাদার্সের মালিক(ডিলার)আমান সাংবাদিকদের বলেন,আটক টিসিবির পণ্য গুলোর কার সেটা আমি জানিনা।আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী আমাকে ফোন দিয়ে বলেছেন,আমি ওইদিন টিসিবির পণ্য গুলো ভোক্তাদের মাঝে বিতরণ করেছি কিনা?তখন উনাকে বলছি,আমার পণ্য গুলো ভোক্তাদের মাঝে যথাযথ ভাবে বিতরণ সম্পন্ন করে ইউপি সচিব আরিফ ও মহিলা মেম্বার মেরিনা আকতার স্বাক্ষরিত প্রতায়নও নিয়েছি,এই কথা শুনে পরদিন সাঈদুজ্জমান সাহেব আমাকে পরেরদিন ডকুমেন্টস গুলো উপজেলায় নিয়ে যেতে বললে নিয়ে যাই,তিনি ডকুমেন্টস দেখে আমাকে নিঃসন্দেহে থাকতে বললেও পরে উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাকে মামলার আসামি করা হয়েছে।যাহা আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করণ ও আমার পারিবারিক মান ক্ষুন্ন করতে পরিকল্পিত ভাবে করা হয়েছে বলে আমি করি।

এব্যাপারে বাহারচড়া ইউপি সচিব আরিফ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমান এণ্ড ব্রাদার্সের পণ্য গুলো ভোক্তাদের মাঝে বিতরণ করেছে,এতে কোন সন্দেহ নেই,আমি এবং মহিলা মেম্বার মেরিনা আকতার স্বাক্ষর করে বিতরণ সম্পন্ন করার প্রত্যায়নও আমান এণ্ড ব্রাদার্সকে দিয়েছি,কিন্তু তাকে কেন মামলার আসামি করা হয়েছে সেটা আমি জানিনা।মহিলা মেম্বার মেরিনা আকতার ও তাঁর স্বামী সাবেক মমতাজ বলেন, আমান এণ্ড ব্রাদার্সের পণ্য গুলো সন্ধ্যা থেকে রাত প্রায় ১১টা পর্যন্ত বিতরণ করেছে,বিতরণ সম্পন্ন করায় ইউপি সচিব সহ প্রত্যায়ন দিয়েছি।

বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ইউপি সচিব আরিফ টাকা খেয়ে আমানকে বিতরণের প্রত্যায়ন দিয়েছে,কোনো পণ্য বিতরণ করেনি।আমি সচিব আরিফকেও মামলায় ঢুকিয়ে দিব।কিন্তু সচিব আরিফ বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত বলে মন্তব্য করেছেন।

মামলার বাদী সাধনপুর ইউপি সচিব নোবেল ভট্টাচার্য বলেন,আটক পণ্য গুলো সেটা আমি জানিনা।কিন্তু ইউনু সাহেব আমাকে ফোন করে ভূমি কমিশনারের সাথে যোগাযোগ করতে বলেন,আমি যোগাযোগ করলে তিনি ওই মামলায় আমাকে হিসেবে স্বাক্ষর করতে বলায় আমি স্বাক্ষর করেছি।মাল কার?আসামি কে সেটা আমি জানিনা।উপজেলা সহকারী কমিশনার (ভূমি( মাহমুদুল হাসান বলেন,আটক পণ্য গুলো কার সেটা মামলার আইয়ু তদন্ত করছে,আটক ট্রাকটির ড্রাইভার ও হেল্পার যেহেতু পণ্য গুলো আমান এণ্ড ব্রাদার্সের বলে স্বীকার করেছে সেই হিসেবে ডিলার আমান উল্লাহ কেও মামলায় আসামি করা হয়েছে।তদন্তকালে সে যদি প্রমাণ করতে তিনি নির্দোষ তাতে তিনি মামলা থেকে বেঁচে যাবেন।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী বলেন,আটক টিসিবির পণ্য গুলোর মালিক আমান এণ্ড ব্রাদার্স বলে ড্রাইভার ও হেল্পার স্বীকার করায় তাঁকে আসামী করা হয়েছে।আমান চৌধুরীকে কাছ থেকে বিতরণের প্রত্যায়ন আপনি দেখেছেন কিনা তা জানতে চাইলে সাঈদুজ্জমান চৌধুরী বলেন, আমি কেন দেখবো?যেহেতু নিয়মিত মামলা রুজু করা হয়েছে সেহেতু আসামীরা যার যার ডকুমেন্টস নিয়ে মামলার তদন্ত কর্মকর্তার সাথেই কথা বলবেন।

উল্লেখ্য,বাঁশখালীতে টিসিবির পণ্যের ডিলারশীপ নিয়ে পাঁচজন ডিলার রয়েছে,তৎমধ্যে,ছনুয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি,জলদি পৌরসভা এলাকার মোঃ শাহেদ,সাধনপুরের আমান এণ্ড ব্রাদার্স,পুকুরিয়া ইউপির জসিম উদ্দিন এবং সাধনপুর ইউপির জয়প্রকাশ সহ মোট পাঁচজন ডিলার থাকলেও জব্দ কৃত টিসিবির পণ্য গুলো কার সেটা কোনে প্রকার তদন্ত না করে আমান এণ্ড ব্রাদার্স এর পণ্য ওইদিন বাহারচড়া ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণ করা হলেও তাঁকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে মামলায় আসামি করা হয়েছে বলে জানান আমান।এসময় আমান আরো বলেন,টিসিবির পণ্য ন্যায্য মূল্যে ভোক্তাদের মাঝে বিতরণের জন্যে খানখানাবাদ,বাহারচড়া,কাথরিয়া ও শেখেরখীল সহ মোট চারটিস্থান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই ঠিক করে দিয়েছে,তারই ধারাবাহিকতায় সেইদিন বাহারচড়া ইউনিয়ন পরিষদ মাঠে আমান এণ্ড ব্রাদার্স কতৃপক্ষ টিসিবির পণ্য গুলো বিতরণ সম্পন্ন করেছে।

টিসিবির পণ্য সহ আটককৃত ট্রাকটি আমি আমান উল্লাহ চৌধুরী নয়,পণ্যও নয়।সেই ট্রাকটি অন্য আমানের।আমি যেই ট্রাক নিয়ে সেইদিন পণ্য বিতরণ করেছি সেই ট্রাকটি হলো-নারায়ন গঞ্জ-ড-১১.০০৫৯ নামক ট্রাক।ড্রাইভার হলো শেখ সাইদী। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন?টিসিবির পণ্য আটকের সময় মারুফ নামের ছেলেটি কোন আপুর সাথে সাংবাদিকদের কথা বলতে বলেছিল?সেই আপুর সাথে আত্মসাতকৃত টিসিবির পণ্যের কি সম্পর্ক?তাকে আইনের আওতায় আনা হয়নি কেন?অপরদিকে কথিত আপুর ফোনালাপকালে যে কামল ভাইয়ের কথা বলেছিল,কে সে কামাল?তদন্ত করে গরীব-অসহায় পরিবারের জন্যে আসা সরকারি ভর্তুকির পণ্য আত্মসাতের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সচেতন মহল।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত