ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

খানসামায় জনপ্রিয় হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ৪:৫৩
দিনাজপুরের খানসামায় জনপ্রিয়তা পাচ্ছে পারিবারিক পুষ্টি বাগান। দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না- প্রধানমন্ত্রীর এমন নির্দেশনায় মুজিব শতবর্ষ উপলক্ষে 'পারিবারিক পুষ্টি বাগান' স্থাপনের কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির উঠান বা আঙ্গিনায় ব্যক্তি উদ্যোগে কৃষকরা বাড়ির উঠান ও বাড়ির পাশে সবজি চাষে ঝুঁকছে। এতে করে একদিকে পাওয়া যাচ্ছে পারিবারিক পুষ্টির, অন্যদিকে সবজি বিক্রি করে সচ্ছল হচ্ছে দরিদ্র পরিবারগুলো এ প্রকল্পের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে শতাধিক পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী পর্যায়ক্রমে স্থাপন করার কাজ চলছে। এরই মধ্যে ৬টি ইউনিয়নে ১১৪টি পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে। এজন্য প্রত্যেক পরিবারকে বিনামূল্যে বিভিন্ন প্রকারের সবজির বীজ, সার, ফলের চারা, নেট, বীজ সংরক্ষণের পত্র, বাগানে পানি দেওয়ার ঝাঁজরিসহ অন্য সব উপকরণ বিনামূল্যে দেওয়া হয়েছে। পরিত্যক্ত জমিতে কৃষকরা মৌসুমের শুরুতে মুলা, লালশাক, পাটশাক, পুঁইশাক, লাউ, পালংশাক, শিম, ডাটা, ধনিয়া ও কলমি শাকসহ নানা প্রজাতির সবজি চাষ করছেন। সরকারের বিনামূল্যে সবজি বীজ দিয়ে কৃষকরা সবজি চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ সহ বক্রি করে বাড়তি টাকা আয় করছেন।
 
ভেড়ভেড়ি ইউনিয়নের কৃষক আইয়ুব আলী বলেন, কৃষি অফিস থেকে সার, নেট, ফলের চারা ও নানা প্রকারের সবজি বীজ তিন মৌসুমের জন্য আমাকে দেওয়া হয়েছে।উপজেলা সহকারী কৃষি অফিসারের পরামর্শে আমি বাড়ির উঠানে ফাঁকা জায়গায় এই বাগান তৈরি করেছি। এই বাগান থেকে আমার নিজের পরিবারের পুষ্টির চাহিদা পুরণ করে আশে পাশের মানুষকে শাকসবজি বিতরণ করেছি। এর পরও বাকি সবজি বাজারে বিক্রি করে বাড়তি টাকাও আয় করেছি।
 
কৃষাণি সুলতানা বেগম বলেন, আমার বাড়ির পাশে একটু জায়গা অনেক দিন ধরে পতিত ছিল। সেই পতিত জায়গায় আমি উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় সবজির বাগান করেছি। এই বাগান করার পর থেকে আমি বাজার থেকে কোন শাক সবজি কিনি নাই। বরং অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করেছি। আমার সবজি বিষমুক্ত হওয়ায় বাজারে চাহিদাও অনেক বেশি রয়েছে ।উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে ১৫৩ টি বাগান স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১১৪টি বাগান স্থাপন করা হয়েছে পর্যায়ক্রমে বাকি বাগানগুলো স্থাপন করা হবে। মাঠ পর্যায়ের উপসহকারি কৃষি কর্মকর্তারা কৃষদের এসব বাগান স্থাপন ও বিষমুক্ত সবজি উৎপাদনে সব সময় সহযোগিতা করছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়বঃ নবাগত ওসি

ফলন বিপর্যয়ের শঙ্কা" তানোরে আমন খেতে সাতরা পোকার আক্রমণ

কুমিল্লার মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত