ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

২০১৪ সাল থেকে চলতি বছর পর্যন্ত বাঁশখালীতে আট বছরে ১৯ বন্যহাতির মৃত্যু


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২২ বিকাল ৫:৪৩

চট্টগ্রামের বাঁশখালীতে ১৭ দিন পর মাটি চাপা অবস্থায় ১ বন্যহাতির মৃতদেহ উদ্ধার।ঘটনাটি ঘটেছে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল পুঁইছড়ি পাহাড়ি অঞ্চলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,পুঁইছড়ি ইউপিস্থ জঙ্গল পুঁইছড়ি পাহাড়ি অঞ্চলের বান্দরমারা এলাকায় মাটি চাপা অবস্থায় ১টি বন্যহাতির মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।বাঁশখালীতে একের পর এক বন্যহাতি হত্যা করা হলেও বন বিভাগ রেইঞ্জার কর্মকর্তাদের অবহেলায় রোধ হচ্ছে না হাতি হত্যাকণ্ড।

সচেতন মহলের দাবি,বাঁশখালীতে প্রভাবশালী সিন্ডিকেট চক্র সদস্যরা বন কর্মকর্তাদের সাথে যোগসাজশে রাতের আঁধারে দামি দামী গর্জন, সেগুন সহ বিভিন্ন জাতের গাছ কেটে নিয়ে যাচ্ছে।বিভিন্ন করাত কলে তারা ওইসব গাছ গুলো নিয়ে স্তুপ করতে দেখা যায়।আবার অনেক সময় বড় বড় ট্রাকে করে বিভিন্ন জায়গায় সাপ্লাই করতেও দেখা গেছে।তাছাড়া রাতদিন পাহাড় থেকে মাটি কেটে বিভিন্ন এলাকায় বিক্রি করে কোটি টাকা অবৈধ ভাবে উপার্জন করে যাচ্ছে সিন্ডিকেট সদস্যরা।পাহাড় সমতল করে স্থাপনা নির্মাণের মাধ্যমে অবৈধ দখল করে নিচ্ছে সরকারি পাহাড়ি অঞ্চল।সিন্ডিকেট চক্রের সাথে আঁতাত করে
এতে লাখ লাখ টাকা ইনকাম করছে বন কর্মকর্তারাও।

পাহাড়ি এলাকায় সিন্ডিকেট চক্রের আগ্রাসনের ফলে পাহাড়ি বনাঞ্চল ছেড়ে ইদানীং লোকালয়ে ঢুকে পড়ে বন্যহাতি গলো।পাহাড় ও বন খেকোদের চলাচল পথ সুগম ও নিরাপদ করতে প্রতিনিয়ত বন্যহাতি হত্যা করে যাচ্ছে দুষ্কৃতকারীরা এমন দাবি সচেতন মহলের। এব্যাপারে বাঁশখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফ উদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,২৬ সেপ্টেম্বর(সোমবার)দুপুরে পুঁইছড়ির জঙ্গল পুঁইছড়ি পাহাড়ি এলাকায় মাটি চাপা অবস্থায় একটি বন্যহাতির সন্ধান পাওয়া গেছে বলে রেইঞ্জার সুত্রে জানতে পেরেছি।সেখানে গিয়ে দেখা যায় যে,হাতিটির মৃতদেহের দুর্গন্ধ ছড়িয়েছে।প্রচুর পরিমাণে পোকার সৃষ্টি হয়েছে হাতির মৃতদেহে।হাতিটি ১০/১১ দিন আগে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।গত ২০ সেপ্টেম্বর হাতির বিষয়ে থানায় রেইঞ্জ কতৃপক্ষ একটি জিডি করেছে বলে জানতে পেরেছি ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে।

এইব্যাপারে বাঁশখালী উপজেলা বন বিভাগ (রেইঞ্জার) কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এর সাথে যোগাযোগের একাধিক বার চেষ্টা করলেও মোবাইলে সংযোগ পাওয়া যায়নি। উল্লেখ্য,বিগত ২০১৪ সাল থেকে চলতি বছর পর্যন্ত বাঁশখালীতে আট বছরে ১৯ টি বন্যহাতি হত্যা করা হয়। এর মধ্যে ১২ টি হাতি কালীপুর রেঞ্জের আওতায়, ৭টি হাতি জলদি ও পুঁইছড়ি পাহাড়ি অঞ্চলে।বৈদ্যুতিক শক,বিষপান ও ফাঁদ বসিয়ে হাতি হত্যা করা হলেও কে বা কারা হত্যা করছে? হত্যাকাণ্ডের সঠিক কোন তদন্ত উঠে আসেনি।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি

কুমিল্লা-১ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ