ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

২০১৪ সাল থেকে চলতি বছর পর্যন্ত বাঁশখালীতে আট বছরে ১৯ বন্যহাতির মৃত্যু


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২২ বিকাল ৫:৪৩

চট্টগ্রামের বাঁশখালীতে ১৭ দিন পর মাটি চাপা অবস্থায় ১ বন্যহাতির মৃতদেহ উদ্ধার।ঘটনাটি ঘটেছে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল পুঁইছড়ি পাহাড়ি অঞ্চলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,পুঁইছড়ি ইউপিস্থ জঙ্গল পুঁইছড়ি পাহাড়ি অঞ্চলের বান্দরমারা এলাকায় মাটি চাপা অবস্থায় ১টি বন্যহাতির মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।বাঁশখালীতে একের পর এক বন্যহাতি হত্যা করা হলেও বন বিভাগ রেইঞ্জার কর্মকর্তাদের অবহেলায় রোধ হচ্ছে না হাতি হত্যাকণ্ড।

সচেতন মহলের দাবি,বাঁশখালীতে প্রভাবশালী সিন্ডিকেট চক্র সদস্যরা বন কর্মকর্তাদের সাথে যোগসাজশে রাতের আঁধারে দামি দামী গর্জন, সেগুন সহ বিভিন্ন জাতের গাছ কেটে নিয়ে যাচ্ছে।বিভিন্ন করাত কলে তারা ওইসব গাছ গুলো নিয়ে স্তুপ করতে দেখা যায়।আবার অনেক সময় বড় বড় ট্রাকে করে বিভিন্ন জায়গায় সাপ্লাই করতেও দেখা গেছে।তাছাড়া রাতদিন পাহাড় থেকে মাটি কেটে বিভিন্ন এলাকায় বিক্রি করে কোটি টাকা অবৈধ ভাবে উপার্জন করে যাচ্ছে সিন্ডিকেট সদস্যরা।পাহাড় সমতল করে স্থাপনা নির্মাণের মাধ্যমে অবৈধ দখল করে নিচ্ছে সরকারি পাহাড়ি অঞ্চল।সিন্ডিকেট চক্রের সাথে আঁতাত করে
এতে লাখ লাখ টাকা ইনকাম করছে বন কর্মকর্তারাও।

পাহাড়ি এলাকায় সিন্ডিকেট চক্রের আগ্রাসনের ফলে পাহাড়ি বনাঞ্চল ছেড়ে ইদানীং লোকালয়ে ঢুকে পড়ে বন্যহাতি গলো।পাহাড় ও বন খেকোদের চলাচল পথ সুগম ও নিরাপদ করতে প্রতিনিয়ত বন্যহাতি হত্যা করে যাচ্ছে দুষ্কৃতকারীরা এমন দাবি সচেতন মহলের। এব্যাপারে বাঁশখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফ উদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,২৬ সেপ্টেম্বর(সোমবার)দুপুরে পুঁইছড়ির জঙ্গল পুঁইছড়ি পাহাড়ি এলাকায় মাটি চাপা অবস্থায় একটি বন্যহাতির সন্ধান পাওয়া গেছে বলে রেইঞ্জার সুত্রে জানতে পেরেছি।সেখানে গিয়ে দেখা যায় যে,হাতিটির মৃতদেহের দুর্গন্ধ ছড়িয়েছে।প্রচুর পরিমাণে পোকার সৃষ্টি হয়েছে হাতির মৃতদেহে।হাতিটি ১০/১১ দিন আগে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।গত ২০ সেপ্টেম্বর হাতির বিষয়ে থানায় রেইঞ্জ কতৃপক্ষ একটি জিডি করেছে বলে জানতে পেরেছি ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে।

এইব্যাপারে বাঁশখালী উপজেলা বন বিভাগ (রেইঞ্জার) কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এর সাথে যোগাযোগের একাধিক বার চেষ্টা করলেও মোবাইলে সংযোগ পাওয়া যায়নি। উল্লেখ্য,বিগত ২০১৪ সাল থেকে চলতি বছর পর্যন্ত বাঁশখালীতে আট বছরে ১৯ টি বন্যহাতি হত্যা করা হয়। এর মধ্যে ১২ টি হাতি কালীপুর রেঞ্জের আওতায়, ৭টি হাতি জলদি ও পুঁইছড়ি পাহাড়ি অঞ্চলে।বৈদ্যুতিক শক,বিষপান ও ফাঁদ বসিয়ে হাতি হত্যা করা হলেও কে বা কারা হত্যা করছে? হত্যাকাণ্ডের সঠিক কোন তদন্ত উঠে আসেনি।

এমএসএম / এমএসএম

অসহায়দের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

বোদায় আ' লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় ১০ লাখ টাকার বিনিময়ে নাগরিকত্ব পেল ভারতীয় দুই নাগরিক

লোহাগড়ায় ভুয়া মোহরি পরিচয়ে জমি-সংক্রান্ত প্রতারণা: হাসুর বিরুদ্ধে অভিযোগ

ত্রিশালে শর্ট পিচ নাইট ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত

যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম রেল স্টেশনের নাম পরিবর্তন

মোরেলগঞ্জে পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাদের বিক্ষোভ, অবস্থান ধর্মঘট

টাঙ্গাইল - আরিচা মহাসড়কের উপর সেফটি ট্যাংক নির্মান

ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ

মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন

গুরুদাসপুরে পুকুর খনন বন্ধে শুরু হয়েছে জেল-জরিমানা

নাগরপুরে ইট ভাটায় ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

লক্ষ্মীপুরে খুনী টিপু, নয়নের পরিত্যক্ত অভিশপ্ত বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ

কুলাউড়া আসনে জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী