খুলনা নগরীতে ফিটনেসবিহীন ইজিবাইক জনজীবন ঝুকিতে

খুলনা নগরীতে ফিটনেসবিহীন ইজিবাইকের কারনে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।এসকল দূর্ঘটনার কারনে মৃত্যুসহ পঙ্গুত্বও বরণ করছে মানুষ।ফিটনেসহীন ইজিবাইক নিয়ে রয়েছে মোটরবাইক,বাস,প্রাইভেটকার,মাহেন্দ্রা,রিক্সাচালকদের অভিযোগ এবং ৮ হাজার ইজিবাইকের লাইসেন্স থাকলেও অবৈধভাবে চলছে ১৫-২০ হাজার ইজিবাইক। নগরবাসী এই সমস্যা থেকে পরিত্রান পেতে চায়।
থ্রি হুইলার ইজিবাইক সিগনাল না দিয়ে দাড়িয়ে যাচ্ছে যত্রতত্র।অনেক ইজিবাইকের পিছনে নেই ব্রেকিং ও সিগন্যাল লাইট।স্পিডের তুলনায় ব্রেকিং কন্ট্রোল নেই বললেই চলে। ব্রেকিং ও সিগন্যাল লাইট না থাকার কারনে তাদের গতি পরিধি অন্য যানবাহন বুঝতে পারে না বিধায় চলন্ত অবস্থায় থাকা যানবাহন প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে।
সম্প্রতি ১৫ই সেপ্টম্বর খুলনা নগরের খালিশপুর এলাকায় ইজিবাইকের ধাক্কায় মারিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওইদিন দুপুরে খুলনা নগরের খালিশপুর থানা এলাকার বাস্তুহারা ৭ নম্বর রোডে দ্রুতগামী ইজিবাইকটির ধাক্কায় শিশুর মৃত্যু হয়।পরে ওই ইজিবাইকের চালককে আটক করেছে পুলিশ।
এরপরে,নগরীর চয়নিকার মোড়ে রিক্সা ও ইজিবাইকের একটি দূর্ঘটনা ঘটে।জানা যায়,চলন্ত ইজিবাইক হঠাৎ সিগন্যাল না দিয়ে বামে বাক নিতে যাওয়ার সময় পিছনে থাকা চলন্ত রিক্সার সামনের চাকায় ইজিবাইক বেধে যাওয়ায় রিক্সাটি উল্টে যায়।উল্টে যেয়ে রিক্সাটি ধাক্কা দেয় একটি মোটরবাইককে।একটি ফিটনেসহীন ইজিবাইকের জন্য রিক্সাচালক,যাত্রী ও এক মোটরবাইক আরোহী ক্ষতিগ্রস্থ হয়।রিক্সাচালক জানান,ইজিবাইকের পিছনে সিগন্যাল লাইট না থাকায় তিনি ইজিবাইকের গতি বুঝেন নাই।
ব্যাক লাইট না থাকার কারন জানতে চাইলে ইজিবাইক চালক কবির বলেন,ভাড়ায় ইজিবাইক আনছি। অনেক সময় ভাল ইজিবাইক পাই। আবার অনেক সময় নড়বড়ে ইজিবাইক নিয়ে বের হতে হয়।সব সময় মালিকরা ইজিবাইক ঠিক করাইতে চায় না।ইজিবাইক মালিক সাগর মোল্যা ব্যাক লাইট না থাকার কারন জানতে চাইলে বলেন,ড্রাইভাররা বার বার এক্সিডেন্ট ঘটায়।আর এসকল সিগন্যাল লাইট ব্যয় বহুল হওয়ায় বার বার পরিবর্তন করাও সম্ভব হয়ে উঠে না।
খুলনা নগরীতে অবৈধভাবে চলা ১৫-২০ হাজার ইজিবাইকের ব্যাপারে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন,প্রসাশনকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।কিন্তু তাদের সামনে দিয়েই এসকল ইজিবাইক চলাচল করছে।লাইসেন্স নাই এমন ইজিবাইকের জন্য আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রশাসনকে।
নগরীর গুরুত্বপূর্ন কয়েকটি মোড়ের দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জানান,আমরা যথাসম্ভব অবৈধ ইজিবাইক ধরার চেষ্ঠা করি।এখন অনেকটা নিয়ন্ত্রনে আছে। ফিটনেসবিহীন ইজিবাইকের ব্যাপারে উল্লেখিত কোন নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায় নি।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
