ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

হকার্স সমিতির নামে টাকা আত্মসাৎ, প্রতিবাদে হত্যার হুমকি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১-১০-২০২২ বিকাল ৫:৫৬

বিতর্ক আলোচনা সমালোচনা কোনটাই যেন পিছু ছাড়ছেনা গাজীপুর সিটি করপোরেশনের ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দীন মোল্লার বিরুদ্ধে। এবার ছিন্নমূল হকার্স সমিতির টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রতিবাদ করায় হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান বলে জানান ছিন্নমূল হকার্স  সমিতির সভাপতি নজরুল ইসলাম মোল্লা। 

কোনাবাড়ী থানার অভিযোগ সূত্রে জানাযায়,গত ২১ মাস পূর্বে কোনাবাড়ী ছিন্নমূল হকার্স সমিতির সদস্যদের নিকট হইতে নগদ ৩০ হাজার টাকা তুলে রেজিষ্টিশন করার জন্য দেয়া হয় কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লাকে।তিনি  টাকা নেয়ার পর থেকেই  ছিন্নমূল হকার্স সমিতির রেজিষ্টিশন না করে দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। 

পরে গতমাসের ২৬ তারিখে রাত ৮ টা সময় ভুক্তভোগীরা তার মোবাইল ফোনে ফোন করে রেজিষ্ট্রেশন এর বিষয় জানতে চান। তিনি তাদেকে তার বাসার সামনে আসতে বলেন। পরবর্তীতে ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ইউসুফসহ তার বাসার সামনে আসলে রেজিষ্ট্রেশন করতে পারবেননা বলে অপারগতা প্রকাশ করেন। তাৎক্ষণিক তাকে দেয়া ৩০ হাজার টাকা ফেরউ চাইলে উত্তেজিত তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং আমার সাথে থাকা সাবেক সেক্রেটারি  ইউসুফ আলী কে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারিতে থাকে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে তিনি তাদেরকে  দেখিয়া নিবে বলিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মিথ্যা মামলা মোকদ্দমা দিয়া ফাঁসাইয়া দিবে মর্মে হুমকি প্রদান করে। 

তখন ওই কাউন্সিলর ছিন্ন মূল হকার্স মালিক সমিতির সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদকের কাছে আরো ৩ লক্ষ টাকা দাবী করেন। এই বিষয় নিয়া বেশি বাড়াবাড়ি করিলে সভাপতি এবং  সম্পাদককে প্রাননাশ করিয়া লাশ বস্তায় ভরিয়া নদীতে ফালাইয়া দিবে বলে হুমকি প্রদান করে। পরে বিষয়টি সকল সদস্যদের সাথে  কথা বলে গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর)  রাতে জিএমপি কোনাবাড়ী থানায় কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে জানতে গাজীপুর সিটি করপোরেশন এর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দীন মোল্লার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রীতি / প্রীতি

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা