নিতু’স বিউটি পার্লার উদ্ধোধনে মেহজাবিন-বারিশা
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নাটক, টেলিফিল্ম নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার পার্লার উদ্ধোধনে দেখা গিয়েছে তাকে। রাজধানীর উত্তরায় নিতু’স বিউটি ফ্লাই মেকওভার স্টুডিও এন্ড ফ্যাশনের উদ্ধোধন কনের মেহজাবিন চৌধুরী ও বারিশা হক।
উদ্ধোধন অনুষ্ঠানে নিতু’স বিউটি ফ্লাই মেকওভার স্টুডিও এন্ড ফ্যাশনের কর্ণধার মোমতাহিনা রহমান নিতু, কোরিওগ্রাফার ইভান শারিয়ার সোহাগ, গৌতম সাহা, শিল্পী বর্ষা চৌধুরী, ঝলকসহ অনেকে উপস্থিত ছিলেন।
নিতু’স বিউটি পার্লারটি নান্দনিকতায় সাজান লিভিং কনসেপ্টের কর্ণধার ঝলক মাহমুদ।এর আগেও বেশকিছু পার্লার, রেস্তোরাঁ, অফিস ও সেট ডিজাইন করেন ঝলক।
এর আগে নিতু’স বিউটি পার্লারটি পূজার ফটোশুট করেন প্রার্থনা ফারদিন দীঘি ও শিশু মডেল নীভান ফারহান। ফটোশুটের কোরিওগ্রাফী করেন গৌতম সাহা।
প্রীতি / প্রীতি