র্যাবের পৃথক অভিযানে রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী লোহা শাহীনসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাবের পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসী শাহীন ওরফে লোহা শাহীন ও দুই মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে উপজেলার কাঞ্চনের কালাদী, পূর্বাচল ৫নং সেক্টর ও ধামচি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১। তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাঞ্চনের কালাদী এলাকার মোয়াজ্জেম হাজীর ছেলে সন্ত্রাসী শাহীন ওরফে লোহা শাহীন, লক্ষ্মীপুর সদর থানার চরমনসা এলাকার জালাল উদ্দিনের ছেলে আজাদ ও ধামচি এলাকার আব্দুল গনির ছেলে মিয়াজী।
র্যাব ও রূপগঞ্জ থানা পুলিশ জানায়, শাহীন ওরফে লোহা শাহীন এলাকায় শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার যন্ত্রণায় কাঞ্চন পৌরসভার সাধারণ মানুষ অতিষ্ঠ। কাঞ্চনে কেউ বাড়িঘর, দোকানপাট ও ফ্যাক্টরি নির্মাণ করলে লোহা শাহীনকে মোটা অংকের চাঁদা দিতে হয়। তাকে চাঁদা না দিলে কাউকে বাড়িঘর, দোকানপাট ও ফ্যাক্টরি নির্মাণ করতে দেয় না। তার রয়েছে অস্ত্রেশস্ত্রে সজ্জিত একটি বাহিনী। লোহা শাহীন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, হামলা-ভাংচুরসহ সকল অপকর্ম চালায়। তার নামে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে র্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে লোহা শাহীনকে গ্রেপ্তার করেন।
এদিকে, গত বুধবার রাতে র্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা একটি নার্সারিতে অভিযান পরিচালনা করে একটি গাঁজার গাছ উদ্ধার করেন। এ ঘটনায় নার্সারিটির মালিক আজাদ নামে একজনকে গ্রেপ্তার করে র্যাব। অপরদিকে, ওই রাতেই র্যাব-১ সিপিসি-৩-এর সদস্যরা উপজেলার ধামচি এলাকায় অভিযান পরিচালনা করে ৯৪ লিটার চোলাই মদসহ মিয়াজি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
