চন্দ্রদ্বীপের বাতিঘর এস.ডি সমাজকল্যাণ সংস্থা

তেতুঁলিয়ার বুকে পটুয়াখালীর বাউফল উপজেলার মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন ১১টি চর নিয়ে গঠিত চন্দ্রদ্বীপ ইউনিয়ন। যার জনসংখ্যা প্রায় ২২ হাজার। তার অধিকাংশ জেলে কৃষক শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ। অধিকার বঞ্চিত পিছিয়ে পড়া এ জনগোষ্ঠী এখনো শিক্ষা ও সামাজিক উন্নয়নে অজ্ঞ। অন্ধকার আর কুসংস্কারে বিশ্বাসী। এ অবহেলিত জনপদে সামাজিক উন্নয়নমুলক কাজ শুরু করেছেন একদল যুবক। গড়ে তুলেছেন এস.ডি সমাজকল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন। যার মাধ্যমে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে যানা যায়, ২০২০ সালে চন্দ্রদ্বীপ ইউনিয়নে ৬জন যুবক ও একজন গৃহিণী মিলে প্রতিষ্ঠা করেন এস.ডি সমাজকল্যাণ সংস্থা। প্রতিষ্ঠার পর থেকে সমাজিক উন্নয়ন মুলক কর্মকাণ্ড করে আসছেন সংস্থাটি। বাল্যবিবাহ ও মাদক বিরোধী বিভিন্ন সচেতনতা সভা-সেমিনার করে যাচ্ছেন তাঁরা। এছাড়াও বিচ্ছিন্ন এ জনপদে শিক্ষার হার তুলনামূলক অনেক কম। যার কারনে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার কমিয়ে আনতে কাজ করছেন সংস্থাটি। ২২ হাজার মানুষের জনপদে একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয়। ছাত্র-ছাত্রী সংখ্যাও কম। রয়েছে জনবল সংকট। শিক্ষার মান উন্নয়নেও কাজ করছেন এস.ডি সমাজকল্যাণ সংস্থা। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের দিচ্ছেন সম্মাননা ও বৃত্তি। এছাড়াও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংস্থাটি। চন্দ্রদ্বীপ ইউনিয়নের আগুনে পুড়ে সব হারানো দুইটি পরিবার ও ভারতে আটকে থাকা ১১টি জেলে পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ওই এস.ডি সমাজকল্যাণ সংস্থা।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. সিদ্দিকুর রহমান বলেন, তাঁরা (সংস্থাটি) প্রতিষ্ঠার পর থেকেই জনকল্যাণে কাজ করে যাচ্ছে। এতে অবহেলিত মানুষের জীবন মান-উন্নয়ন ঘটবে।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের আ.স.ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রব বলেন, তাঁরা কয়েকজন যুবক মিলে একটি সংগঠন পরিচালনা করছেন। যার মাধ্যমে চন্দ্রদ্বীপের শিক্ষার আলো বঞ্চিত শিশুদের বিদ্যালয় মুখী করতে কাজ করছে।
এস.ডি সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও ইউপি সদস্য মো. কামাল সিকদার জানান, আমাদের অনুন্নত এ ইউনিয়নের মানুষ চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত। অবহেলিত এ ইউনিয়নের মানুষের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়ে আমরা পথচলা শুরু করছি। চন্দ্রদ্বীপে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মৎস্যচাষ, হাস- মুরগী পালন, গরু মোটা তাজাকরণ, মা ও শিশুর পরিচর্যা, নিরক্ষতা দূরীকরণ ও আর্থ সামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান বলেন, ‘সংস্থাটির নিবন্ধনের জন্য আবেদন করা হয়। ইতিমধ্যে তাদের নামের ছাড়পত্র দেওয়া হয়েছে। চুড়ান্ত অনুমোদনের জন্য গোয়েন্দা তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
