বাউফলে মাদকের জমজমাট ব্যবসা

গ্রাম থেকে শহর, হাত বাড়ালেই মিলে যায় মাদক। ইয়াবা কিছুটা আড়ালে হলেও গাঁজা সেবন ও বিক্রি হয় প্রকাশ্যে। দেদারসে চলছে বেচা-কেনা। সব মিলিয়ে ব্যবসা জমজমাট। অনেকে রাতারাতি লাখপতি বনে গেছেন। সচেতন নাগরিকদের দাবী, মাদক মুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এগিয়ে আসতে হবে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের।
সরেজমিন ও নির্ভরযোগ্য সূত্র জানায়, উপজেলা শতাধিক পয়েন্টে প্রকাশ্যে চলছে মাদক সেবন ও বিক্রি। যার মধ্যে পৌর শহরের মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, সরকারি কলেজ ক্যাম্পাস, নবারুন সার্ভে ইনস্টিটিউট ক্যাম্পাস, কাগুজিরপুল মল্লিক পাড়া, উপজেলা পরিষদ চত্বর, এমপির ব্রিজ ও কালীবাড়ী, ইটভাটা এলাকা। ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া লঞ্চঘাট, মঠবাড়িয়া চৌরাস্তা, চাঁদকাঠি মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। কালিশুরী ইউনিয়নের কালিশুরী ব্রিজ এলাকা, পোনাহুরা, বাহেরচর। নাজিরপুর ইউনিয়নের নিমদী লঞ্চঘাট, ধানদী বাজার, মেম্বার বাজার, বড় ডালিমা এলাকা। কালাইয়া ইউনিয়নের কবরস্থান রোড, মুড়িঘর, খাদ্য গুদাম, কালাইয়া কলেজ ক্যাম্পাস, ডকইয়ার্ড। দাশপাড়া ইউনিয়নের কাঠের পোল, চৌমুহুনী, বোড অফিস। নওমালা ইউনিয়নের বাবুর হাট, নগরের হাট, আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার, মাদবপুর ও গোলাবাড়ি। কেশবপুর ইউনিয়নের কেশবপুর বাজার, মমিনপুর বাজার, ভরিপাশা খেয়াঘাট। বগা ইউনিয়নের বগা লঞ্চঘাট গাঁজার হটস্পট হিসেবে পরিচিত। এসব স্পটে হরহামেশায় চলে গাঁজা ইয়াবা সেবন ও বিক্রি।
একাধিক সূত্রের দেওয়া তথ্য মতে, উপজেলায় প্রধান চারটি রুট দিয়ে মাদকের চালান আসে। গাঁজার চালানের অন্যতম প্রধান রুট ঢাকা-কালাইয়া নৌ রুট। ঢাকা সদরঘাট, ফতুল্লা ও চাঁদপুর থেকে লঞ্চযোগে আসে গাঁজা। এসব চালান শেষ রাতে ধুলিয়া, নিমদী ও কালাইয়া লঞ্চঘাট থেকে চলে যায় বিভিন্ন মাদক স্পটে। এছাড়াও সড়ক পথে বরিশাল থেকে ভাতশালা হয়ে কালিশুরীর পথে, দুমকি থেকে বগা ও পটুয়াখালীর লোহালিয়া থেকে বাউফলে মাদকের চালান আসে। মাদকের চালান চলে প্রথমে চলে যায় কারবারিদের হাতে। দ্বিতীয় ধাপে চলে যায় মাদক সেবনকারীদের হাতে। বিভিন্ন কলাকৌশলে চলে মাদকের খুচরা বিক্রি। মোবাইল কল, হোম ডেলিভারি ও হাতে হাতে হয় কেনা-বেচা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক মাদক সেবী জানায়, প্রতি গাঁজার পোটলা বিক্রি হয় ২শ ও প্রতি পিস ইয়াবা ট্যাবলেট বিক্রি হয় ২শ থেকে আড়াইশ টাকা করে। চাহিদা বেশি উঠতি বয়সি তরুণ ও যুবকদের।“সকালের সময়” অনুসন্ধান বলছে, উপজেলায় গাঁজা ও মাদক ব্যবসার বেশ কয়েকটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। যার মধ্যে গাঁজার বড় সিন্ডিকেট কালাইয়াতে। এখানে ৪/৫জন খাঁজা ব্যবসায়ী থাকলেও টপে রয়েছেন বন্দরের দক্ষিণ-পশ্চিম পাড়ায় একটি পরিবার। ওই পরিবারের সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। পরিবারের প্রধান, তাঁর স্ত্রী, ভাই, ছেলে ও মেয়ে জামাইসহ একটি কিশোর গ্যাং গ্রুপের মাধ্যমে চলে বেচা-কেনা। এ সিন্ডিকেট কালাইয়ার চাহিদা পূরণ করে পৌর শহর, নাজিরপুর, দাশপাড়া ও চন্দ্রদ্বীপসহ বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে থাকেন। নিজেকে পুলিশের সোর্স পরিচয় ও স্থানীয় একটি মহলকে ম্যানেজ করে চলে তাঁদের মাদক ব্যবসা। কেউ প্রতিবাদ করলে ওই গ্যাং বাহিনীর হামলা শিকার হতে হয়। মাদক ব্যবসা করে গত দুই বছরে ভাগ্য খুলে গেছে এ সিন্ডিকেটের। এক সময় শ্রমিকের কাজ করলেও এখন সে লাখপতি। দিন দিন বাড়ছে অর্থ-সম্পদ। এর পাশে রয়েছে আরেক ইয়াবা ব্যবসায়ী। কালাইয়া বন্দরের পাশেই বড় ডালিমা খানকা এলাকায় একাধিক মাদকসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ীর রয়েছে আরেকটি মাদক সিন্ডিকেট। এদিকে কালিশুরীতে রয়েছে আরও তিনিটি মাদক ব্যবসায়ী সিন্ডেকেট। এসব মাদক সম্রাটদের মদদ দিচ্ছেন ক্ষমতাসীন দলের কিছু নেতারা।
এ দিকে পুলিশ নামে মাত্র মাদক বিরোধী অভিযান পরিচালনা করলেও রাঘব বোয়ালেরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাহিরে। এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-মামুন বলেন, আমাদের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যহত থাকবে।
এমএসএম / জামান

গাজীপুরে ওয়াক্ফ এস্টেটের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
