ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ছাত্রলীগের পদ পেতে মরিয়া অছাত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি তারেক


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ২:২৫

এক যুগ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয় তারেক আজিজ। আট বছর ধরে নেই ছাত্রত্ব। চট্রগ্রাম বিশ্ববিদ্যালের সাবেক এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়া সত্ত্বেও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর বড়ঘোপ এলাকার মোস্তাক আহমদের ছেলে তারেক আজিজ।

গত সাত মাস আগে ছাত্রলীগ নেতা হওয়ার বয়সসীমা ৩০ বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার আশীর্বাদে জেলা ছাত্রলীগের এক শীর্ষ নেতার মদদে গঠনতন্ত্রের তোয়াক্কা না করে মোটা অংকের টাকা নিয়ে মাঠে নেমেছে তারেক আজিজ।

ছাত্রলীগের গঠনতন্ত্র মতে, ফৌজদারি মামলার আসামি, ছাত্রত্ব না থাকা ও বয়স ৩০-এর ঊর্ধ্বে হলে কেউ ছাত্রলীগের পদ-পদবিতে আসতে পারে না। তবুও মোটা অংকের টাকা নিয়ে মাঠে নেমেছে তারেক আজিজ। ইতোমধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতা ও সাবেক ছাত্রলীগের এক নেতাকে মোটা অংকের টাকা দিয়েছে বলেও জানা যায়।

এদিকে, তারেক আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে অভিযোগ দিয়েছেন হত্যাচেষ্টা মামলার বাদী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানজিনা সুলতানা সুমী। তারেক আজিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তদন্তে করে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতিকে প্রতিবেদন দিতে বলেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

প্রাপ্ত তথ্যমতে, ১৯৯২ সালের ১০ মার্চ তারেক আজিজ জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭ সালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে  এসএসসি এবং ২০০৯ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ২০০৯-১০ শিক্ষাবর্ষে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন। ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হলেও তারেক বেশিদিন সেখানে টিকতে পারেনি। মাত্র ৬ মাসের মধ্যে বেশকিছু অভিযোগের কারণে তাকে বিভাগ থেকে বের করে দেয়া হয়। এরপর তিনি চট্টগ্রামের বহাদ্দারহাটে অবস্থান নেন। সেখানেও একই কারণে বেশিদিন থাকতে পারেননি তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, তারেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার তথ্য লুকিয়ে ২০১৪ সালে প্রাইম ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করলেও তাকে চিনেননা ওই সময়ের কোন নিয়মিত শিক্ষার্থীই। তারপর থেকে তাঁর ছাত্রত্ব নেই।  তবে উপজেলা ছাত্রলীগের নেতা হওয়ার মিশন নিয়ে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমবিএতে ভর্তি হলেও একদিনের জন্য  বিশ্ববিদ্যালয়ে যাননি তিনি। এছাড়া সেখানে রেজিষ্ট্রেশনও করেননি তারেক।

এবিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিষ্ট্রার্ড সুকুমার দত্ত বলেন, তারেক আজিজ আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দিনই এসেছিল। এরপর আর আসেনি। কোন একাডেমিক কাজেও যোগ দেয়নি। এমনকি তিনি রেজিষ্ট্রেশনও করেনি।

এদিকে খোঁজ নিয়ে আরো জানা যায়,  তারেক চট্টগ্রামের বহাদ্দার হাট এলাকায় একটি নারী কেলেংকারীতে জড়িয়ে যাওয়ার পর থেকেই কুতুবদিয়াই  ফিরে আসেন। তারপর শুরু করেন ছাত্রলীগের রাজনীতি। ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলেন আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ইউপি আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদারের সাথে। পরে ২০২১ সালের ১৩ নভেম্বর কুতুবদিয়া উপজেলা গেইট এলাকায় চবি’র  সাবেক শিক্ষার্থী তানজিনা সুলতানা সুমীকে  হত্যা চেষ্টা করেন জাহাঙ্গীর সিকদার ও তারেক সহ ১২ জন। ওই ঘটনার  দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারী আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) আমিন কাদের খান বলেন,  সুমী হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদনটি আদালত গ্রহন করেছেন। তদন্তে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে সুমীকে মারধর ও শ্লীনতাহানি করায় তারেক আজিজকে চার্জশীটে অভিযুক্ত করা হয়েছে।এদিকে খবর নিয়ে জানা গেছে , তারেককে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বানাতে আওয়ামিলীগের এক প্রভাবশালী নেতা প্রভাব বিস্তার করছে। সেই নেতা প্রভাব খাটিয়ে  উপজেলা আওয়ামী লীগ প্যাডে তারেককে ওই মামলায় মিথ্যা ভাবে ফাসানো হয়েছে বলে লিখিত নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পাঠিয়েছেন।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতাব্বর  লিখিত দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনাটি ঘটেছিল চবি’র সাবেক শিক্ষার্থী  সুমী ও জাহাঙ্গীর চেয়ারম্যানের মধ্যে। তারা পরস্পর আত্মীয়। ঘটনার সময় তারেক সেখানে ছিলেন। শুধু  চেয়ারম্যানের পক্ষে কথা বলায় তাকে ওই মামলার আসামী করা হয়।এ বিষয়ে অভিযুক্ত তারেক আজিজ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাকে বহিষ্কার করা হয়নি। তবে ম্যানেজমেন্ট বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান আওরঙ্গজেব স্যার আমাকে সেমিষ্টার পরীক্ষায় অংশগ্রহন করতে দিবেন না বলে হুশিয়ারি দিয়েছিলেন । সেই কারণে আমি আর বিশ্ববিদ্যালয়ে যাইনি ।

কি কারণে তাকে পরীক্ষায় অংশগ্রহন করতে দেয়া হয়নি জানতে চাইলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি না হলেও তিনি বলেন, আমি প্রাইম ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছি। তবে নিয়মিত ক্লাসে অংশগ্রহন করিনি শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহন করতাম। শিক্ষিকা ও নারী কেলেংকারী বিষয়ে তিনি বলেন, এসব মিথ্যা অপপ্রচার। এর প্রমান যদি কেউ দিতে পারে তবে তাকে উপযুক্ত পুরষ্কার দিব এবং রাজনীতি ছেড়ে দিব। এমবিএতে ভর্তি হওয়ার প্রসঙ্গে তারেক আজিজ বলেন, আমি সেখানে শুধু ভর্তি হয়েছিলাম। আর কিছু করিনি। এখন কক্সবাজার আইন কলেজে ভর্তি ফরম নিয়েছি। সুমী হত্যা চেষ্টা মামলার প্রসঙ্গে তারেক বলেন, ঘটনার পরপর পুুলিশের সাথে আমি ঘটনাস্থলে যাই। তখন আমি ওই তরুনীকে বলি আপনি এখানে ঝামেলা না করে আইনগত ব্যবস্থা নিন। এই কারণে ওই তরুনী আমাকে মামলার আসামী করেছেন।

জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন,  এক শিক্ষার্থীকে হত্য চেষ্টা মামলার বিষয়ে জেনেছি। এ বিষয়ে কুতুববদিয়া উপজেলা আওয়ামীলীগের প্যাডে তারেককে ওই মামলায় মিথ্যা ভাবে ফাসানো হয়েছে বলে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে লিখিত দিয়েছে বলেও জেনেছি। তার ছাত্রত্বের বিষয়ে আমার জানা নেই। আমরা খুব শীঘ্রই সিভি আহবান করব। যাচাই-বাছাই করে কমিটি দেওয়া হবে। চেষ্টা করবো বিতর্কিত কেউ যেন ছাত্রলীগের কমিটিতে না আসে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. সাদ্দাম হোসাইন বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তারেকের বিরুদ্ধে উঠা অভিযোগ গুলো তদন্ত করা হচ্ছে। তার ছাত্রত্ব আছে কিনা আমার জানা নেই। তিনি আরো বলেন, খুব দ্রুত কুতবুদিয়া উপজেলা ছাত্রলীগের জন্য সিভি আহবান করা হবে। সিভি পেলে তার ছাত্রত্ব ও বয়স যাচাই করা হবে।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত