ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

নাগরপুরে বালুখেকোদের দৌরাত্ম্যে ধলেশ্বরী নদীর হঠাৎ ভাঙনে হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ৩:৫২

টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের অন্তর্গত ধলেশ্বরী নদীবেষ্টিত (এলাসিন সেতু সংলগ্ন) ৪নং ওয়ার্ড সলিল-আড়রা এলাকায় হঠাৎ নদীর পাড় ভাঙনে অস্তিত্ব হুমকির মুখে পড়েছে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও সরকারি সড়ক। এতে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে নদীর পাড় ভেঙে যাওয়ায় বসতবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটছে এলাকাবাসীর।

কারণ হিসেবে এলাকাবাসী বলছেন, বালু খেকোদের অবৈধ বালু উত্তোলন হঠাৎ এই বাঁধ ভাঙনের জন্য দায়ী। সরেজমিন দেখা যায়, এলাসিন থেকে ভারড়া ভায়া সলিল হয়ে যাওয়ার বেড়িবাঁধ সড়কের একাধিক স্থানে বিস্তৃত ভাঙন লক্ষ করা গেছে এবং ইতিমধ্যে কয়েকটি বাড়ি নদীর ভাঙনে প্রায় বিলীন হওয়ার পথে।

স্থানীয় বাসিন্দা আছিয়া খাতুন বলেন, আমরা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি। ঋণ করে ঘরবাড়ি নির্মাণ করেছি এখন সেটা বিলীন হওয়ার পথে। আমরা অনেক কষ্টে আছি। এলাকা রক্ষায় আমাদের দাবি, এখানে টেকসই বাঁধ নির্মাণ করা হোক।

আরেক বাসিন্দা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জানান, আমার এখানে ব্যাপক জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এখানে শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ার আশংকায় রয়েছে। নদীভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণের জোর দাবি জানাচ্ছি। 

ধলেশ্বরী নদীতে হঠাৎ ভাঙন প্রসঙ্গে সহবতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ মোল্লা'র মুঠোফোনে একাধিবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইল জেলা অফিস প্রধান নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন মুঠোফোনে জানান, আমরা উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ভাঙন এলাকা পরিদর্শন করেছি এবং বাঁধ ভেঙে ঘরবাড়ি বিলীনের ঘটনা জেনেছি । সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও এলাসিন সেতু ক্ষতিগ্রস্ত যেনো না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় করে কাজ করা হবে।

বালুখেকোদের দৌরাত্ম্য প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সময়ে অসাধু বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে থাকে। এ বিষয়ে তদারকি করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা আছে। আমাদের প্রশাসনকে বিভিন্ন সময়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে নানা ধরণের অপ্রিতিকর পরিস্থিতিতে পড়তে হয়। তারপরও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জামান / জামান

মেহেরপুর মুজিবনগর সীমান্তে ১৫ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

ভূরুঙ্গামারীর রাজনীতিতে নতুন গতি:৩১ দফা নিয়ে আন্ধারিঝাড়ে বিএনপির প্রচারণা

কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

চন্দ্রঘোনা থানা পুলিশ কর্তৃক পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

‎কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে এলো অর্ধগলিত লাশ

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগী

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি