ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের পানি পানের কুয়া


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ৪:২৩

বর্তমানে সুপেয় পানি পানের জন্য আধুনিক বহুমুখী ব্যবস্থা থাকলেও এক সময় কুয়া বা ইদারাই ছিল পানযোগ্য পানি পাওয়ার একমাত্র ভরসা। গ্রামীণ ঐতিহ্যের এইসব কুয়া এখন প্রয়োজনহীন হয়ে পড়ায় তা এখন একেবারেই বিলুপ্তির পথে। অথচ এই কুয়া বা ইদারাই এক সময় অত্যন্ত জনপ্রিয় এবং পানি পানের কার্যকরি মাধ্যম ছিল গ্রামের সবার কাছে। কালের বিবর্তনে প্রায় হারিয়ে যাওয়া এই কুয়া বা ইদারা নতুন প্রজন্মের কাছে এখন একেবারে অচেনা।

বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা অন্তর্জালে হাজারো রকম বিনোদনের ভিড়ে  কখনো চোখেই দেখেনি দড়ি দিয়ে মাটির গভীর থেকে পানি টেনে তোলার অপরূপ দৃশ্য। আজকাল হয়তো আর কেউ সেসব গল্পও শোনেনা গ্রামের শ্যামল রমণীরা পানির জন্য কুয়ার পাশে কিভাবে লাইন ধরে দাড়িয়ে থাকতো। প্রয়োজন হারানোয় হাজার বছর ধরে মানুষের তৃষ্ণা মিটিয়ে আসা বাঙালী সংস্কৃতির অন্যতম উপাদান এই কুয়া মানুষের স্মৃতি থেকেও আজ হারিয়ে যেতে বসেছে। তবুও কেউ কেউ এখনো স্মৃতি হাতরে সেই আগের দিনের ধ্যান ধারণা আকরে ধরে শল্য চিকিৎসা অথবা অন্য কোন প্রয়োজনে খুজতে যান দূরের কোন গ্রামে কুয়োর পানি। কুয়া পাওয়া দুষ্কর হলেও এখনো পুরাতন মানুষেরা মনে করেন সবচেয়ে বিশুদ্ধ পানির আঁধার হলো কুয়া। হয়তো এরকম কিছু মানুষের প্রয়োজনেই কালের স্বাক্ষী হয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে কোথাও কোথাও গ্রামীণ ঐতিহ্যকে বুকের উপর উঁচু করে ধরে আছে কয়েকটি কুয়া। তবুও হাতেগোনা যে কয়টি কুয়া উপজেলার বিভিন্ন প্রান্তে চোখে পড়ে সেগুলোও অকেজো হয়ে আছে সংস্কারের অভাবে।

শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কাদাই গ্রামের বাসিন্দা আব্দুর রহমান জানান- একসময় মানুষ সুপেয় পানি পানের অভাব বোধ থেকে এই অঞ্চলে খনন করতো গভীর কুয়া বা ইদারা। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের ধারক কুয়াগুলো কালের আবর্তে হারিয়ে গেছে, এখন তা কেবল স্মৃতি। তাছাড়া  এখন তো বাড়ি বাড়ি কুয়ার বদলে দেখতে পাওয়া যায় টিউবওয়েল অথবা সাবমার্সেবল মটর। কিছুদিন আগে যে বাড়িতে কুয়া ছিল সেখানে টিউবওয়েল রয়েছে। তবুও আমাদের বেলতৈল ইউনিয়নের রাজবাড়িতে দুইটি কুয়া রয়েছে কালের স্বাক্ষী বহন করে। এখনো মানুষ এই কুয়ার পানি ব্যবহার করে। যদিও কুয়া দুইটি আর মানুষের তেমন কোন কাজে আসে না তবুও নতুন প্রজন্মের কাছে কুয়া দুইটি ইতিহাস আর ঐতিহ্যের স্বাক্ষ দিচ্ছে।   

পোতাজিয়া ইউনিয়নের ভাইমারা গ্রামের বাসিন্দা মো. আমিরুল ইসলাম বলেন- তাদের গ্রামের মসজিদে রয়েছে একটি কুয়া। বহুকাল আগে গ্রামের মানুষের সুপেয় পানির প্রয়োজনে কুয়াটি নির্মাণ করা হলেও এখন তা ঝুকিপূর্ণ মনে করে মুখ বন্ধ করে রাখা হয়েছে। তবে তিনি শাহজাদপুর পৌর শহরের মণিরামপুর ঢোলভিটা মহল্লায় একটি সচল কুয়ার কথা উল্লেখ করে বলেন- ‘এখনো এই কুয়া থেকে সুপেয় পানি ওঠে। বুহু দূরের মানুষ চিকিৎসা এবং মানতের জন্য এই কুয়া থেকে পানি নিয়ে যায়’।

তথ্যমতে, শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর মহল্লার মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের পশ্চিমে কৃষি জমির মাঠের মধ্যে একটি কুয়া অকেজো হয়ে পড়ে আছে প্রায় তিন যুগ ধরে। এছাড়াও উপজেলার বাড়াবিল মধ্যপাড়া গ্রামে একটি, নরিনা ইউনিয়নের টেটিয়ারকান্দা গ্রামে দুইটি, কায়েমপুর ইউনিয়নে একটি ,পাড়কোলা গ্রামে একটি কুয়া কালের স্বাক্ষী হয়ে আছে দীর্ঘ দিন ধরে। সংস্কার না করলে যে কয়টি কুয়া আছে এখনো সেগুলোও একদিন হারিয়ে যাবে।
বিষয়টি নিয়ে কথা হয় ৮০ বছর বয়সী বৃদ্ধা কদবানু খাতুনের সাথে। তিনি আবেগাপ্লুত হয়ে অতীতের নানা স্মৃতিচারণ করে জানান- অন্তত ১০ থেকে ১৫ ফুট গোল গর্ত করে প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীর মাটি খুড়ে বালু বের করে এইসব কুপ বা ইদারা তৈরি করা হত।

আবার পাতি কুপ ও ইঁদারার মধ্যে পার্থক্য করে তিনি আরও বলেন- ইঁদারা আসলে নিচ থেকে উপর পর্যন্ত ইট বা রিং (সিমেন্ট বালি দিয়ে তৈরি গোল কাঠামো) দিয়ে বাঁধাই করা হত আর পাতি কুপ কোন প্রকার বাধাই করা হতো না। খুব বেশিদিন আগের কথা নয় আশির (৮০) দশক পর্যন্ত অনেক এলাকার মানুষ তাদের সুপেয় পানির চাহিদা পূরণ করত ও রান্নার কাজে ব্যবহার হতো কুয়ার পানি। এসময় বৃদ্ধা ঠাট্টা করে বলেন- এখন তো মানুষের সোহাগি শরির। কেউ আর গতর খাটিয়ে কিছু করতে চায় না। তাই কুয়ার বদলে সবাই মটর ব্যবহার করেই পানি তোলে।

জামান / জামান

পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প

অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা

শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ

পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান

কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন

কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার

মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা