ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ডিপিএস এসটিএস স্কুল ঢাকা’র

টেড এক্সডিপিএস এসটি এসস্কুল ২০২২’ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১০-২০২২ রাত ১০:১১

তরুণদের মাঝে সাফল্যের আকাক্সক্ষা ও অনুপ্রেরণা জাগানোর লক্ষ্যে টেড’এর লাইসেন্সপ্রাপ্ত ডিপিএস এসটিএস (দিল্লি পাবলিক) স্কুল ঢাকা সম্প্রতি ‘টেডএক্সডিপিএসএসটিএসস্কুল’ শিরোনামে এক জমকালো আয়োজন করেছে। জনপ্রিয় টেডএক্স ইভেন্টের এই সিক্যুয়েল শনিবার ডিপিএস এসটিএসের সিনিয়র ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মূলধারা-‘মাইন্ড ওভার ম্যাটার’ -এর সাথে সামঞ্জস্য রেখে দেশের বিভিন্ন কার্যক্ষেত্র থেকে বেশ কিছু সফল ও প্রভাবশালী ব্যক্তিত্ব এই আয়োজনে অংশগ্রহণ করেন, যাদের সাফল্যের গল্প থেকে উপস্থিত তরুণেরা সীমাবদ্ধ গন্ডি থেকে বেরিয়ে আসার, লক্ষ্য অর্জনের পথে বাধা অতিক্রম করার এবং আত্মশক্তির মাধ্যমে নিজ দক্ষতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর অনুপ্রেরণা লাভ করে।

‘টেড’ সংস্থার অধীনে ‘টেডএক্স’ মূলত এমন একটি উদ্যোগ, যা সমাজে বাস্তবমুখী পরিবর্তনের চর্চা উদ্বুদ্ধ করে। দিনব্যাপী এই টেডএক্সডিপিএসএসটিএসস্কুল আয়োজনে অতিথি বক্তা এবং অংশগ্রহণকারীরা দর্শক-শ্রোতাদের মাঝে চিন্তার উদ্রেক ঘটানো বিভিন্ন বিষয় আলোচনা-পর্যালোচনা করেন। উপস্থিত সকলে আগ্রহের সাথে এতে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথি বক্তাদের মধ্যে ছিলেন গোলাম সামদানি ডন, কর্পোরেট ট্রেইনার এবং ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি’র চিফ ইন্সপিরেশনাল অফিসার; মানিজে ইব্রাহিম, লেখক, আইনজীবী এবং ইব্রাহিম সিকিউরিটিজ লিমিটেডের ডিরেক্টর অব লিগ্যাল অ্যাফেয়ার্স; মো. তাজদীন হাসান, মিশন সেভ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা এবং দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার; আনিকা রাব্বানী, ওয়ার্ল্ড ইয়োগা অ্যালায়েন্সের স্বীকৃতিপ্রাপ্ত যোগব্যায়াম প্রশিক্ষক এবং যোগব্যায়ামের স্কুল ইয়োগানিকা’র প্রতিষ্ঠাতা; ডেবোরা এফ্রয়মসন, লেখক, সহ-প্রতিষ্ঠাতা এবং দ্য ইনস্টিটিউট অফ ওয়েলবিয়িং বাংলাদেশ’এর অ্যাক্টিং এক্সিকিউটিভ অফিসার; রিজওয়ানা হৃদিতা, হাইড্রোকোপ্লাস এবং লিংউইং-এর সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ অপারেটিং অফিসার; রাকিন আবসার, জনপ্রিয় ডিজিটাল কন্টেন্ট নির্মাতা; সাদমান সাদিক, টেন মিনিটস স্কুল’এর এডুকেটর এবং একাধিক সেলফ-হেল্প বইয়ের সহ-লেখক; সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং কম্পিটিশন (ডব্লিউইউডিসি) ২০২২ এর বিজয়ীগণ; এবং শাহ রাফায়াত চৌধুরী, পুরস্কারজয়ী পরিবেশবিদ এবং ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা।

টেডএক্সডিপিএসএসটিএসস্কুল অংশগ্রহণকারীদের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে আরো শাণিত করতে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করে। সফল এই আয়োজনটি পৃষ্ঠপোষকতা করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ’এর মোনাশ পাথওয়েজ এবং এম এ তৈয়ব লিমিটেড। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ডিপিএস এসটিএস স্কুল ঢাকা'র প্রিন্সিপাল ডক্টর শিবানন্দ সি এস। এসটিএস গ্রুপের হায়ার এডুকেশন উইংয়ের সিইও ড. সন্দীপ অনন্ত নারায়ণ ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিপিএস এসটিএস এর সিনিয়র লিডারশিপ টিম-সহ স্কুলের শিক্ষার্থী এবং নিবন্ধনকারীগণ এই অনুষ্ঠানে যোগদান করেন। টেডএক্সডিপিএসএসটিএসস্কুল আয়োজনের সার্বিক  তত্ত্বাবধানে ছিলেন শালিনী আগারওয়ালা, ডিন অফ অ্যাক্টিভিটিস।

এ প্রসঙ্গে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা’র অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, ‘টেডএক্স’এর আলোচনা অন্যান্য নানা আয়োজন থেকে আলাদা, কারণ এটি নির্ধারিত শ্রোতাদের কাছে প্রয়োজনীয় তথ্যগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরভাবে উপস্থাপনা করে থাকে। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সাফল্য অর্জনকারীরা নিজেদের যাত্রা ও ব্যক্তিগত সংগ্রামের কথা তুলে ধরেন, এবং সেগুলো অতিক্রম করার জন্য নিজেদের অবলম্বন করা কৌশলগুলোও শিখিয়ে দেন। এটা তাই নিছক বক্তৃতা নয়; এটি রীতিমতো তাদের সাফল্যের পথে হেঁটে চলার ধারাবিবরণী। টেডএক্সডিপিএসএসটিএসস্কুল আয়োজনের পেছনে আমাদের উদ্দেশ্য ছিল সব উজ্জ্বল প্রতিভাবানদের এক ছাদের নিচে একত্র করা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আইডিয়া অর্থাৎ ধারণাকেন্দ্রিক আলোচনার ক্ষেত্র তৈরিকে উদ্বুদ্ধ করেছি, সেই সাথে অংশগ্রহণকারীদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কিছু ইতিবাচক পরিবর্তন সাধনের বার্তা দেওয়ার চেষ্টা করেছি।’

 

এমএসএম / এমএসএম

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু