খুলনার সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার দাবি স্বতন্ত্র প্রার্থী ডা. বাহারের
খুলনা জেলা পরিষদ নির্বাচনে সবগুলো ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডা. শেখ বাহারুল আলম। একই সঙ্গে ভোটকেন্দ্রে মোবাইল ফোনসহ সকল ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা, ইভিএম বুথে ভোটার ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে না দেয়া এবং ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। শনিবার (১৫ অক্টোবর) খুলনা বিএমএ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডা. বাহারুল আলম খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও খুলনা বিএমএর সভাপতি। এর আগে শুক্রবার বিকেলে তিনি দাবিগুলো প্রধান নির্বাচন কমিশনারকে ই-মেইল করেছেন। শনিবার বিকেলে রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে এসব দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. বাহার অভিযোগ করেন, ক্ষমতাসীন ব্যক্তিরা বিভিন্নভাবে ভোটারদের হুমকি প্রদান করছে। তারা ভোটারদের সঙ্গে করে ভোটকেন্দ্রে নিয়ে যাবে এবং তাদের উপস্থিতিতে ভোট প্রদান করতে হবে বলে হুমকি জারি রেখেছে। শক্তির এমন নগ্ন প্রয়োগ ও ভোটারদের হুমকি নির্বাচনের মাঠে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। নির্বাচনে এসব আধিপত্য বিস্তার বন্ধ করা না গেলে কোনোক্রমেই ১৭ অক্টোবরের জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে না।
তিনি আরো অভিযোগ করেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। তিনি গত ৩ অক্টোবর খুলনা ক্লাবে মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ভোট প্রার্থনা, ভোটারদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদর্শন করে আসছেন। তিনি রাজনৈতিক মঞ্চ ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা ভোটার ও প্রার্থীদের কাছে আসন্ন জেলা পরিষদ নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। এতে ভোটারর আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন। এ সকল অনিয়মের পাশাপাশি নির্বাচনী এলাকায় প্রচুর কালো টাকার থাবা নির্বাচনকে জর্জরিত করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে রিটার্নিং অফিসারের কাছে প্রমাণপত্রসহ অভিযোগ জানানোর পরও আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি।
প্রীতি / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫