সিলেট জেলা পরিষদ নির্বাচন
কে হাসবেন বিজয়ের হাসি
সিলেট জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। জেলার ৪নং ওয়ার্ড বালাগঞ্জ উপজেলায় জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সদস্যরা ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। কে হাসবেন শেষ হাসি, এ নিয়ে উপজেলায় চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামীকাল সোমবার (১৭ অক্টোবর) শেষ হবে এ ভোটার ও সাধারণ জনগণের জল্পনা-কল্পনার প্রহর গোনা।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোস্তাকুর রহমান মফুর ও সাধারণ সম্পাদক আনহার মিয়ার বলয়ের প্রার্থী হওয়ায় এবং জনপ্রতিনিধিদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন- উপজেলার প্রধান আলোচনা হিসেবে হাট-বাজারসহ চায়ের দোকানে চলছে রাত-দিন আলোচনা।
জেলা পরিষদ নির্বাচনে এ উপজেলা থেকে সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক জেলা পরিষদের সদস্য মো. লোকন মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক মো. নাসির উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান।
তবে তিন প্রার্থীরা মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন সভাপতি বলয়ের নাসির ও সম্পাদক বলয়ের লোকন। ১৭ অক্টোবরের নির্বাচনের হিসাব-নিকাশের দিন যতই ঘনিয়ে আসছে ততই মূল প্রতিদ্বন্দ্বী এ দুই প্রার্থী স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট ভোট চেয়ে বেড়াচ্ছেন। নাসির-লোকনের মাঠে কাঁটা হলেন আতিক। তবে নাসির-লোকনের লড়াইয়ে কে হাসবেন বিজয়ের হাসি.., এ নিয়ে আগ্রহের কমতি নেই উপজেলার জনগণের মধ্যে। নিজেদের অনুকূলে মতামত পাওয়ার জন্য দুজনেরই বিভিন্ন কৌশল অবলম্বনের ঘাটতি নেই। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত অবধি তারা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।
বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের ৪নং ওয়ার্ড। ৬টি ইউনিয়নের জনপ্রতিনিধিসহ উপজেলা পরিষদের ৩ জনপ্রতিনিধি মিলিয়ে ৮১টি ভোট রয়েছে। উপজেলা সদরের বালাগঞ্জ সরকারি ডি এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে জেলা পরিষদের এ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস।
আলাপকালে বেশ কয়েকজন ভোটার জানান, এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমরা যাকে সব সময় পাশে পাব, যে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন এমন যোগ্য প্রার্থীকে ভোট দেব।
দৈনিক সকালের সময়ের সাথে আলাপকালে গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর বালাগঞ্জে কী কী উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছেন এবং কী পরিমাণ বরাদ্দ এসেছে- এরকম কিছু প্রশ্নোত্তর এড়িয়ে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক জেলা পরিষদের সদস্য মো. লোকন মিয়া বলেন, ‘সবতা (সবকিছু) আল্লাহর হাওলা, আর কিচ্ছু কইতাম (বলতে) পারতাম নায় (পারব না)।’
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচাশনা সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বালাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে মহামারী কোভিড-১৯, প্রাকৃতিক দুর্যোগ প্রলয়ঙ্করী বন্যায় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি। কাজের মূল্যায়ন হিসেবে জনপ্রতিনিধিরা আমাকেই ভোট দেবেন এবং আল্লাহ সহায় আমার পক্ষে রায় আসবে ইনশা আল্লাহ।
আলাপকালে আরেক সদস্য প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আতিকুর রহমান জানান, আমাকে জনপ্রতিনিধিরা যেভাবে আশ্বাস দিয়েছেন, তারা যদি ঠিক থাকেন তাহলে আশাবাদী আমি বিজয়ী হব। ৩ জনের মধ্যে যিনিই নির্বাচিত হবেন, আমি তার সাথে আছি। কারণ সবাই আমাদের আওয়ামী পরিবারের লোক।
নির্বাচনের বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. সোহরাব আহমেদকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied