ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

প্রতিবাদে হুমকি

আক্কেলপুরে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ৩:৫

জয়পুরহাটের আক্কেলপুরে নিম্নমানের ইট ব্যবহার করে গ্রামীণ রাস্তা নির্মাণ ও প্রতিবাদ করায় ঠিকাদারের লোকজন কর্তৃক গ্রামবাসীদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার সোনামুখী ইউনিয়নের কোলাগণিপুর পাকা সড়ক হতে হলহলিয়া মাজার পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের। তবে সড়ক উন্নয়ন কাজের নাম ফলকে উল্লেখ নেই কাজের কোনো চুক্তিমূল্য।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার সোনামুখী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কোলাগণিপুর পাকা সড়ক হতে হলহলিয়া মাজার পর্যন্ত প্রায় ৭০০ মিটার সড়ক উন্নয়নকাজ চলতি বছরের ১৩ জানুয়ারি জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি উদ্বোধন করেন। নামফলকটিতে কাজের কোনো চুক্তিমূল্য উল্লেখ নেই। কাজটি করছেন জয়পুরহাটের মাহবুব ট্রেডিং নামে একটি টিকাদারি প্রতিষ্ঠান। তারা রাস্তাটির কাজে ব্যবহার করছেন নিম্নমানের ইট ও ইটের গুঁড়া। এ বিষয়ে ঠিকাদারকে বারবার অবগত করেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী গ্রামবাসী। কিন্তু উল্টো ঠিকাদারের লোকজন হুমকি দেয় গ্রামবাসীদের। রাস্তা তৈরির অল্প দিনের মধ্যেই রাস্তা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে- এমনটি দাবি করছেন গ্রামবাসী। 

ওই গ্রামের বাসিন্দা আতাউর রহমান বলেন, রাস্তার কাজে যে ইট ব্যবহার করা হচ্ছে তাকে নিম্নমানের ইট বলা হলেও কম বলা হবে। অত্যন্ত খারাপ মানের ইট দিয়ে জোরপূর্বক কাজ করছেন ঠিকাদার। আমরা ভালোমানের ইট দিয়ে কাজ চাই।

একই গ্রামের হাবিবুর রহমান বলেন, কাজ চলমান থাকা অবস্থায় ইটের গুঁড়া হয়ে কাদা হয়ে গেছে। আমরা কাজ ভালো করে করতে বলায় ঠিকাদারের লোকজন আমাদের হুমকি দিচ্ছে। তারা বলছে- কারো কোনো সমস্যা হলে পুলিশ দিয়ে ধরে নিয়ে যাওয়া হবে। আমাদের গ্রামবাসীদের কোনো কথাই শুনছে না। আমাদের গ্রামবাসীদের দাবি, আমরা ভালোমানের ইট দিয়ে রাস্তার কাজ করে চাই। 

অটোরিকসাচালক সফিউল বলেন, যে ইট দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে তা খুব খারাপ। এভাবে রাস্তা তৈরি করে দিলে রাস্তাটি অল্পদিনেই নষ্ট হবে।

আক্কেলপুর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনামুখী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কোলাগণিপুর পাকা সড়ক হতে হলহলিয়া মাজার পর্যন্ত প্রায় ৬৬০ মিটার সড়ক উন্নয়নকাজ পেয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আফিফা কনস্ট্রাকশন। কাজটির মূল্য ৫২ লাখ ১৬ হাজার ৯৮০ টাকা।

ঠিকাদারি প্রতিষ্ঠান আফিফা কনস্ট্রাকশনের রায়হান বলেন, কাজটি আমি পেয়েছি। কিন্তু বর্তমানে কাজটি করছে জয়পুরহাটের মাহবুব ট্রেডিং নামে টিকাদারি প্রতিষ্ঠান। কাজ নিম্নমাণের হচ্ছে, এ বিষয়ে আমার কাছেও খবর এসেছে।  এ বিষয়ে তাকে বলা হয়েছে।

বর্তমান ঠিকাদার মাহবুব বলেন, কাজটি কালভার্টসহ ৪৮ লাখ টাকা মূল্যে আমি পেয়েছি। বর্তমানে সকল সরঞ্জামের দাম বৃদ্ধি হওয়াই লোকসানে রয়েছি। সব কথায় কান দিতে নেই। আমার কোনো লোক কাউকে হুমকি দেয়নি। ভালোমানের ইটই ব্যবহার করা হচ্ছে। ইটের সাথে হয়তো ভেকু মেশিনের ডাস্ট চলে এসেছে।

আক্কেলপুর উপজেলা প্রকৌশলী রকিব হাসান বলেন, ওই কাজটি নিম্নমানের হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার কাজটি বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও মাহবুব ট্রেডিং নামের টিকাদারি প্রতিষ্ঠান জোরপূর্বক আমাদের কাউকে না জানিয়ে আবার কাজটি শুরু করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, ইতোমধ্যেই কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান যদি কাজের নির্দিষ্ট শর্ত না মেনে কাজ করে তাহলে তার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে তার লাইসেন্স বাতিল করার সুপারিশ করা হবে। 
 

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা