ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মান্দায় প্রায় ৩ কোটি টাকার মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়ম


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২২ দুপুর ১১:৪১

নওগাঁর মান্দায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নির্মিত, নির্বাচিত মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবন নির্মাণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার সকালে সরেজমিনে উপজেলার ছোট চক-চম্পক দাখিল মাদ্রাসায় গেলে দুই-তিন নাম্বার ইট নিম্নমানের ভরাট বালি ও মরিচা ধরা রড দিয়ে কাজ করতে দেখা যায়। সেই সাথে সাদ ঢালায়ের কাজে বাঁশ কাঠের সাটার চোখে পড়ে। দুই বছরের বেশি সময় ঠিকাদারি প্রতিষ্ঠান এভাবে কাজ করে গেলেও তা চোখে পড়েনি সংশ্লিষ্ট কতৃপক্ষের।

ভবন নির্মানের ব্যাপারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে। এছাড়া নিম্নমানের ইট ব্যবহার ও কাজের অনিয়মের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে  অবহিত করলেও কাজ চলমান রেখেছেন। 

জানা যায়, নওগাঁর "আকবর- মিলন (জেভি)" নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার ৯৬১ টাকা ব্যয়ে মাদ্রাসা ভবনটি নির্মাণের কাজ করছেন। ছোট চক-চম্পক দাখিল মাদ্রাসার এই স্বপ্নের ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে অনেক শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত অনেকে বলেন, ভবন নির্মাণে দুই ও তিন নম্বর ইট, বালি,দুই তিন রকমের সিমেন্ট ব্যবহার করে দায়সারা ভাবে কাজ করে যাচ্ছেন। এভাবে একতলা ভবনের সাদ ঢালায়ের কাজ শেষে করে, দ্বিতলা ভবনের সাদ ঢালায়ের প্রস্তুতি চলছে।  উপজেলা উপ-সহকারি শিক্ষা প্রকৌশলী আপেল হোসেনের দেখভাল ও দায়ছাড়া তদারকির কারণে অনিয়ম করে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান বলে অভিযোগ রয়েছে। 

মাদ্রাসা সভাপতি সাখাওয়াত হোসেন স্বপন বলেন, বারবার শিক্ষা প্রকৌশল দপ্তরে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করার কথা জানানোর পরেও তারা অনিয়ম করে কাজ চালিয়ে যাচ্ছেন। এরপরও নেওয়া হয়নি কোন ব্যবস্থা।

এ ব্যাপারে মান্দা উপজেলা শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আপেল হোসেনের কাছে জানতে চাইলে কথা প্রসঙ্গে তিনি অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, কাজ বন্ধ করে ইট সাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। ইট দিয়ে গাঁথুনির যা । কখনোও বলছেন, এরকম কাজ সব ভবন নির্মাণে কম বেশি হয়ে থাকে। নির্মাণ সাইটে তার গাফিলতির বিষয়টি এড়িয়ে যান তিনি। তবে সরেজমিনে ইট সরিয়ে নেওয়ার সত্যতা মেলেনি।  কাজ চলমান।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, অনিয়মের বিষয়টি আমি জেনেছি। আমি ঢাকায় আছি মাদ্রাসায় গিয়ে ব্যবস্থা গ্রহণ করবো। বাঁশ-কাঠ ব্যবহারের নিয়ম আছে। যা ব্যাবহার করবে তার বিল পাবেন ঠিকাদার।

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান

হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব

টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:

ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ

৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার

হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা

ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল