মির্জাগঞ্জে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুই নেতাকে আ’লীগ থেকে বহিষ্কার
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- আমরাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান( মোটরসাইকেল প্রতীক), একই ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ সরদার ( আনারস প্রতীক)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা অনুযায়ী জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ প্রার্থী হলে তিনি দল থেকে সরাসরি বহিষ্কার হবেন। সে অনুযায়ী আগামীর ২ নভেম্বর আমরাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হইবে। ওই নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় ২ জনকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন জুয়েল বেপারী বলেন, এর আগে ওই দুই নেতাকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা মনোনয়ন প্রত্যাহার করেননি। এজন্য এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনের সংগঠনের কোন নেতা বহিষ্কৃত নেতাদের পক্ষে প্রচার প্রচারণায় বা নির্বাচনী কোন কার্যক্রমে অংশগ্রহণ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
জামান / জামান