ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লিগের উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২২-১০-২০২২ বিকাল ৫:৪১

দীর্ঘ কল্পনার অবসান ঘটিয়ে ৪ বছর পর জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন হলো ‘প্রথম বিভাগ ফুটবল লিগ-২২’। গত শুক্রবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠে) প্রধান অতিথি হিসেবে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম গোলাম ফারুক রুবেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, সাধারণ সম্পাদক মনিরুল হুদা হেলাল প্রমুখ।

এ সময় বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়, টিম ম্যানেজার ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী টিম ৫-১ গোলে ছোট বালিয়া ক্রীড়া ও সাহিত্য সংসদ টিমকে পরাজিত করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী টিমের মিড ফিল্ডার সাঈদি। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন হাসানুজ্জামান বিপ্লব, সহকারী পরিচালক ছিলেন ইউনুস আলী, মো. জুয়েল রানা ও আলতাফুর আলিম।

খেলা চলাকালীন মাঠ কানায় কানায় পরির্পর্ণ ছিল। বিশেষ করে নারী দর্শক সকলের নজর কাড়ে।  

উল্লেখ্য, এ বছর প্রথম বিভাগ ফুটবল লিগে মোট ১০টি টিম অংশগ্রহণ করছে।

২টি গ্রুপের মধ্যে ’ক’ গ্রুপের  টিমগুলো হলো-সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী, ছোট বালিয়া ক্রীড়া ও সাহিত্য সংসদ, প্রগতী সংঘ রুহিয়া, জাগ্রত যুব সংঘ ও বাংলাদেশ ক্লাব।

অপরদিকে ‘খ’ গ্রুপের টিমগুলো হলো-ইউনিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, আগমানী স্পোটিং ক্লাব, সরকারপাড়া আজাদ ক্লাব ও ফ্রেন্ডস ক্লাব রুহিয়া। পরবর্তিতে প্রতিটি গ্রæপ থেকে সর্বোচ্চ পয়েন্টধারী ২টি করে মোট ৪টি টিম নিয়ে সুপার লীগ অনুষ্ঠিত হবে। 

জামান / জামান

নাগেশ্বরীতে মুসলিম এইডের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী

ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত

রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন

নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন

তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদারীপুরে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় বিচার চায় পরিবার

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত