ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লিগের উদ্বোধন
দীর্ঘ কল্পনার অবসান ঘটিয়ে ৪ বছর পর জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন হলো ‘প্রথম বিভাগ ফুটবল লিগ-২২’। গত শুক্রবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠে) প্রধান অতিথি হিসেবে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম গোলাম ফারুক রুবেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, সাধারণ সম্পাদক মনিরুল হুদা হেলাল প্রমুখ।
এ সময় বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়, টিম ম্যানেজার ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী টিম ৫-১ গোলে ছোট বালিয়া ক্রীড়া ও সাহিত্য সংসদ টিমকে পরাজিত করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী টিমের মিড ফিল্ডার সাঈদি। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন হাসানুজ্জামান বিপ্লব, সহকারী পরিচালক ছিলেন ইউনুস আলী, মো. জুয়েল রানা ও আলতাফুর আলিম।
খেলা চলাকালীন মাঠ কানায় কানায় পরির্পর্ণ ছিল। বিশেষ করে নারী দর্শক সকলের নজর কাড়ে।
উল্লেখ্য, এ বছর প্রথম বিভাগ ফুটবল লিগে মোট ১০টি টিম অংশগ্রহণ করছে।
২টি গ্রুপের মধ্যে ’ক’ গ্রুপের টিমগুলো হলো-সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী, ছোট বালিয়া ক্রীড়া ও সাহিত্য সংসদ, প্রগতী সংঘ রুহিয়া, জাগ্রত যুব সংঘ ও বাংলাদেশ ক্লাব।
অপরদিকে ‘খ’ গ্রুপের টিমগুলো হলো-ইউনিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, আগমানী স্পোটিং ক্লাব, সরকারপাড়া আজাদ ক্লাব ও ফ্রেন্ডস ক্লাব রুহিয়া। পরবর্তিতে প্রতিটি গ্রæপ থেকে সর্বোচ্চ পয়েন্টধারী ২টি করে মোট ৪টি টিম নিয়ে সুপার লীগ অনুষ্ঠিত হবে।
জামান / জামান
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত