এডাস্টে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এডাস্ট) এ ৩০জন পুলিশ অফিসার নিয়ে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই কর্মশালায় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজে মাননীয় চেয়ারম্যান এডভোকেট লিয়াকত সিকদার। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে একটি ঝুঁকিহীন নিরাপদ সাইবার পরিবেশ গড়ে তোলার লক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটান পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), বিশেষ অতিথি হিসেবে উত্তরা ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম ও বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসোন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম সাইবার বিশেষজ্ঞ ও বিইউবিটি'র সহকারী অধ্যাপক জনাব তানভীর হাসান জোহা এবং এডাস্ট এর সিএসই বিভাগের এডভাইজর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নাসির উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার এর সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, এডভাইজর, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটের, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কর্মশালায় সাইবার নিরাপত্তা বিষয়- ফেসবুক আইডির নিরাপত্তা, ফেইক আইডি বন্ধ, আসামীর লোকেশন ট্র্যাকিং, মোবাইল ব্যাংকিং, সাইবার আইনের নানা ধারা ও মামলা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় এবং অংশগ্রহণকারী পুলিশ অফিসারগণকে সার্টিফিকেট প্রদান করা হয়।
পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, প্রায় ১৮ কোটি জনসংখ্যার ডিজিটিল বাংলাদেশে প্রতিদিনই নানাবিধ সাইবার অপরাধ সংগঠিত হচ্ছে। সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশের সকল বিভাগকে আরো বেশি প্রশিক্ষণ দিতে হবে। দুই-একদিন কর্মশালা মাধ্যমে সাইবার বিষয়ে বিস্তর জ্ঞান রপ্ত করা সম্ভব নয়। এই ধরণের প্রশিক্ষণ নিয়মিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। চমৎকার এই কর্মশালা আয়োজন করায় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান লিয়াকত সিকদার বলেন, বাংলাদেশ পুলিশের সহযোগিতায় আজ সারাদেশে প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ বানিজ্য, সাইবার অপরাধ নেই বললেই চলে। তিনি তার বক্তব্যে আমন্ত্রিত পুলিশ অফিসারবৃন্দ, রিসোর্স পারসোন, কর্মাশালায় অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাবৃন্দ, সিএসই বিভাগ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার বক্তব্যে সাইবার অপরাধের নানাবিধ হুমকি মোকাবেলায় এই ধরণের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে এরূপ আরো কর্মশালা আয়োজনে প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025
