ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সোনারগাঁওয়ে এইচ কে জি স্টিল মিলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ১২:১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় গড়ে ওঠা এইচ কে জি স্টিল মিলের বিষাক্ত কালো ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন। বিগত ১২ বছর পূর্বে গড়ে ওঠা এইচ কে জি স্টিল মিল থেকে নির্গত কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ায় হুমকিতে রয়েছে জীববৈচিত্র্য। পরিবেশ ও বায়ুদূষণ আইন অনুসারে দণ্ডিত অপরাধ হলেও কোনো তোয়াক্কা করছে না মিল কর্তৃপক্ষ। এছাড়া কারখানাটির ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় এলাকাবাসী পরিবেশ বিপর্যয় রোধে মিল কর্তৃপক্ষসহ উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তর বরাবর অভিযোগ করলেও এইচ কে জি স্টিল মিল কর্তৃপক্ষ ধোঁয়া পরিশোধন ও চারপাশে ছড়িয়ে পড়া বন্ধ করতে কোনো ব্যবস্থা নেয়নি।

সরেজমিন দেখা যায়, এইচ কে জি স্টিল মিলের যন্ত্রাংশ জং বা মরিচা ধরা, ঝুলে থাকা টিন দিয়ে ঘেরা ও বিকট শব্দে চলছে স্টিল মিলটি। এছাড়া মিলটিতে ধোঁয়া নির্গমনের চিমনির উচ্চতা কম হওয়ায় চারপাশ দিয়ে অনবরত ধোঁয়া বের হয়। এসব দূষিত কালো ধোঁয়া মানুষের শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মিশে দেহের ভেতরে ঢুকে পড়ছে। ফলে স্থানীয় লোকজন একজিমা, হাঁপানি, আমাশয় ও ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগে ভুগছেন।

স্থানীয়দের অভিমত, এলাকায় কারখানা তৈরি করে কর্মসংস্থান বাড়ালেও স্টিল মিলটির কালো ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। পাশাপাশি হুমকিতে রয়েছে জীববৈচিত্র্য। এতে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১২টি গ্রামের বাসিন্দারা। 

জানা যায়, বিগত ১২ বছর পূর্বে মৃধাকান্দি এলাকায় গড়ে ওঠা এইচ কে জি স্টিল মিলটি এখন স্থানীয় এলাকাবাসীর মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মৃধাকান্দি এলাকার আশপাশের স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, দোকানপাটসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্টিল মিলের বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত। ধোঁয়া থেকে বাচঁতে এলাকার মানুষে নাক-মুখে কাপড় দিয়ে চলাচল করছেন।

ধোঁয়ার কারণে বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচল করা সাধারণ মানুষের অবস্থা কঠিন হয়ে যাচ্ছে। মিলটির কালো ধোঁয়া মৃধাকান্দি, আষাঢ়িয়ারচর, চেঙ্গাকান্দি, মনাইরকান্দি, নাগেরগাঁও, বড়নয়াগাঁও, জৈনপুর, ছয়হিস্যা, কান্দারগাঁও, চাঁন্দেরচক, দুধঘাটা ও পিরোজপুরসহ ১২ গ্রামের বাসিন্দাদের জীবন অতিষ্ঠ করে তুলছে।

পিরোজপুর ইউনিয়নবাসীর অভিযোগ, স্টিল মিলটির কালো ধোঁয়া পরিশোধন ও চারপাশে ছড়িয়ে পড়া বন্ধ করতে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সোনারগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. ফিরোজ মিয়া বলেন, স্টিল মিলের কাঁলো ধোঁয়ার কারণে সোনারগাঁও এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে বিষয়টি জানিয়ে আমি অনুরোধ করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। তা না হলে পরিবেশ দূষণের অভিযোগে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনে আমরা মামলা করব।

এ বিষয়ে এইচ কে জি স্টিল মিলের ম্যানেজার কল্লোল হোসেন বলেন, আমরা পরিবেশ অধিদপ্তরের নীতিমালা অনুসরণ করে কাজ করি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা আক্তার জানান, কারখানার ধোঁয়া কালো হোক বা সাদা, তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর যত কালো হবে, ক্ষতিকর পদার্থের পরিমাণ তত বাড়বে। স্টিল মিলের ধোঁয়া স্বাস্থ্যের জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য তা অনেক বেশি ক্ষতিকারক। তাছাড়া কালো ধোঁয়ার কারণে যে কোনো বয়সের মানুষের শ্বাসকষ্ট ও ক্যান্সার হতে পারে।

এমএসএম / জামান

মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

গলাচিপায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা