পটিয়ায় কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্তের সৎকার সম্পন্ন

প্রবীণ সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত শনিবার (১০ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার নিজ গ্রামের বাড়িতে ধর্মীয় আচারবিধি মেনে শেষ বিদায় দেয়া হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধলঘাটের নিজ বাড়ির পারিবারিক শ্মশানে তার সৎকার সম্পন্ন হয়। এ সময় তার শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের চোখের জলে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
এর আগে প্রবীণ এই সাংবাদিকের মরদেহে পুষ্পমাল্য দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. অনুপম সেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, পটিয়া প্রেসক্লাব, পটিয়ার গৌরব সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিক অরুণ দাশগুপ্ত’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ ছিদ্দিকী, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সাংবাদিক একেএম জাহাঙ্গীর, নুরুল ইসলাম, শফিউল আযম, সেলিম চৌধুরী, আহমদ উল্লাহ, গোলাম কাদের, তাপস দে আকাশ, মোরশেদ আলম, সৃজনশীল সাহিত্য গোষ্টী মালঞ্চর সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সাধারণ সম্পাদক শিবু কান্তি দাশ, পটিয়া গৌরব সংসদের পক্ষে অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, আবদুর রহমান রুবেল, মাস্টার শ্যামল দে, পলাশ রক্ষিত, সেবাব্রত বড়ুয়া, ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, মুক্তিযোদ্ধা আবু তাহের, সমাজসেবক শাহে নেওয়াজ, ইউপি সদস্য রণধীর দেসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ১ জানুয়ারি পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জমিদার যশোদা নন্দন ওয়াদ্দেদারের (দাশগুপ্ত) ছেলে অবিনাশ ওয়াদ্দেদারের ঔরসে জন্ম অরুণ দাশগুপ্তর। তিনি দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের হাত ধরে ১৯৭৩ সালে যোগ দেন দৈনিক আজাদীতে। ছিলেন পত্রিকাটির সিনিয়র সহকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক। কবিতা, চিত্রকলা, ছোটগল্প, সঙ্গীত ক্ষেত্রে তার অবাধ বিচরণ ছিল। পেয়েছেন অনেক পুরস্কার। অরুণ দাশগুপ্ত রচিত ও প্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে- ‘রবীন্দ্রনাথের ছয় ঋতুর গান ও অন্যান্য’, ‘নবীনচন্দ্র সেন’, ‘কবিতা চিন্তা ও অন্যান্য প্রবন্ধ’, কবিতার বই ‘খাণ্ডবদাহন’।
এমএসএম / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
