ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

খুলনায় নকশাবহির্ভূত ভবন ভেঙে দিল কেডিএ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ১০:৫৮

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় কঠোর ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৩১ অক্টোবর) নগরীর গল্লামারী এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে মো. খলিল হাওলাদারের তিনতলা ভবনে অভিযান চালিয়ে নকশাবহির্ভূত অংশ ভেঙে দেয় কেডিএ। একই সাথে অন্যের জমিতে নির্মিত ভবনের অংশ গুঁড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। 

তবে ভবনের মালিক আদালতে মামলা রয়েছে তারপরও কেডিএ অন্যায়ভাবে ভবনটি ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন। এদিকে নিয়মবহির্ভূত ভবন ভেঙে ফেলায় কেডিএর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও নাগরিক নেতারা। আধুনিক বাসযোগ্য খুলনা নগরী গড়তে কেডিএকে আরো দায়িত্বশীলতার সাথে ভবন নির্মাণ মনিটরিং করার দাবিও জানিয়েছেন তারা।

কেডিএর কর্মকর্তারা জানান, লবণচরা থানার কৃষ্ণনগর মৌজার বাসিন্দা খলিল হাওলাদার বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদন নেন। কিন্তু তিনি পাশের একজনের জমির কিছু অংশ দখল করে ভবন নির্মাণ করেন। বিভিন্ন সময় তাকে নোটিস দিয়ে নির্মাণকাজ বন্ধ এবং বর্ধিতাংশ ভেঙে ফেলার নোটিস দেওয়া হলেও তিনি শোনেননি। এমনকি কেডিএর কর্মচারীরা ভবনের মালিককে নোটিস দিতে গেলে তিনি তাদের অকথ্যভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকিও প্রদান করেছেন। পরে অভিযান চালিয়ে ওই ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়েছে। অভিযান পরিচালনাকালে ভবনটির মালিক খলিল হাওলাদার বাধা দিলে তাকে আটক করলেও পরে ছেড়ে দেয় পুলিশ।

অভিযান পরিচালনাকালে কেডিএর স্থায়ী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ) শবনম সাবা, স্থায়ী সদস্য (উন্নয়ন) জামাল উদ্দিন, অথরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) মো. আল আামিন উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, খলিল হাওলাদার অন্যের জমি দখল করে এ ভবন নির্মাণ করেছেন। কেডিএর এ অভিযানকে আমরা সাধুবাদ জানাই। খুলনা নগরীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অনুমোদিত নকশাবহির্ভূতভাবে কেউ ভবন নির্মাণ করতে পারবে না।

ভবনের মালিক মো. খলিল হাওলাদার অভিযোগ করে বলেন, আদালতে মামলা রয়েছে। তারপরও কেডিএ অন্যায়ভাবে আমাদের ভবনটি ভেঙে ফেলেছে। তবে ভবন ভাঙার বিষয়ে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানান তিনি।

সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) মো. আল আামিন বলেন, আমরা কেডিএর অনুরোধে জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযানে এসেছি। অভিযান পরিচালনাকালে যাতে আইন-শৃঙ্খলার কোনো ধরনের অবনতি না হয়, আমরা সে দিকটা খেয়াল রাখছি।

কেডিএর স্থায়ী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ) শবনম সাবা বলেন, খলিল হাওলাদার কৃষ্ণনগর মৌজার ৭৩১নং দাগে ভবন নির্মাণের জন্য নকশার অনুমোদন নেন। কিন্তু তিনি ওই দাগে ভবন নির্মাণ না করে অন্য দাগে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণ করেন। আমরা বিভিন্ন সময় তাকে ভবন নির্মাণ বন্ধ ও বর্ধিতাংশ ভেঙে ফেলার নোটিস প্রদান করি। তিনি কেডিএর কাজকে বাধাগ্রস্ত করতে আদালতে মামলা করেন। আদালত তদন্তে অন্য দাগে ভবন নির্মাণ করায় খলিল হাওলাদারের আবেদন খারিজ করে দেয়। আমরা চূড়ান্ত নোটিস দেয়ার পর এ অভিযান পরিচালনা করি। আমরা আইনগত সব পন্থা অনুসরণ করেই এ অভিযান চালিয়েছি।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এ অভিযানকে সাধুবাদ জানিয়ে নাগরিক নেতা অ্যাড. বাবুল হাওলাদার বলেন, খুলনায় যারা কেডিএর অনুমোদিত নকসার বাইরে ভবন নির্মাণ করছে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরো পরিচালনা করা উচিত। সেই সাথে নকশা অনুমোদন দেয়ার পর কেডিএর উচিত আরো বেশি মনিটরিং করা। কেডিএর সঠিক মনিটরিংয়ের অভাবে অসাধু ভবন মালিকরা নকশাবহির্ভূত ভবন নির্মাণ করছেন। ভবন নির্মাণের পর কেডিএ অভিযান চালিয়ে ভবনের অবৈধ অংশটি ভাঙছে। এক্ষেত্রে তাদের জনবল বৃদ্ধি করে স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যদিয়ে সঠিকভাবে মনিটরিংয়ের মাধ্যমে এ কাজগুলো করতে হবে। খুলনায় নকশাবহির্ভূতভাবে ভবন মালিকরা ভবন নির্মাণ করে আধুনিক ও বাসযোগ্য খুলনার স্বপ্নকে নস্যাৎ করে দিচ্ছে। এ সমস্য থেকে উত্তরণে কেডিএকে আরো বেশি দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত