গোপালগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে না অ্যান্টিভেনম ইনজেকশন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মো. আল-আমিন শেখ (২৫)। গত ৩১ অক্টোবর সন্ধ্যায় একটি বিষধর সাপ দংশন করে তাকে। পরিবারের লোকজন টের পেয়ে প্রথমে নেন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে। কিন্তু ভ্যাকসিন না থাকায় নেয়া হয় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। কিন্তু সেখানেও ভ্যাকসিন না থাকায় সবশেষ নেয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ভ্যাকসিন দিয়ে ভর্তি করা হয়।
সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য অন্যতম ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ মিলছে না কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সেসহ জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈজ্ঞানিক ভিত্তিতে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য অ্যান্টিভেনম ইনজেকশন সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু গোপালগঞ্জের বহুল জনবসতিপূর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম ইনজেকশন নেই, যার ফলে প্রতিনিয়ত সাপে কাটা রোগী পুরাতন কুসংস্কারপূর্ণ ওঝার ঝাঁড়-ফুঁকের ওপর নির্ভর করে জীবন হারাচ্ছে।
বর্তমান ডিজিটাল বাংলাদেশে চিকিৎসা মৌলিক অধিকার হিসেবে সর্বোচ্চ গুরুত্ব পেলেও সাপে কাটা রোগীর জন্য অত্যাবশকীয় অ্যান্টিভেনম ইনজেকশন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে না পাওয়ায় সাপে কাটা রোগীর জীবন হুমকির মুখে পড়ছে প্রতিনিয়ত।
প্রতিষেধক আবিষ্কারের আগে বিষাক্ত সাপে কেটে মৃত্যুর প্রহর গোনা ছাড়া কিছুই করার ছিল না। কিন্তু এখন সাপে কাটা রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই দিতে পারেন অ্যান্টিভেনম ইনজেকশন। হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম চিকিৎসা মিলছে না। ফলে প্রতিনিয়ত মারা যাচ্ছে সাপে কাটা রোগী।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শারফুদ্দীন আহমেমের সাথে যোগাযোগ করা হলে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের অন্যসব জেলার উপজেলা পর্যায়ে যেখানে Anti venom দেয়া হচ্ছে, সেখানে গোপালগঞ্জের কোনো উপজেলায় না দেয়া অসামঞ্জস্যপূর্ণ এবং হতাশাজনক ব্যাপার। এক্ষেত্রে স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চিকিৎসকের দ্বারা প্রতিষেধক প্রয়োগ করতে হবে।
এ ব্যাপারে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, এ ইনজেকশন দিতে ডাক্তারদের অনীহা রয়েছে। কারণ রোগীকে সময়মতো হাসপাতালগুলোতে না আনায় রোগী মারা গেলে পরিবারের সদস্যরা ঝামেলা করেন। সেই সাথে এ ইনজেকশনের অধিক মজুদ রাখা যায় না। বেশি থেকে গেলে তা নষ্ট হয়ে যায়। ইতোমধ্যে আমাদের ২০০ ইনজেকশনের চাহিদার চিঠি দিয়েছি। পেলে তা সকল স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হবে।
এমএসএম / জামান

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের
Link Copied