নবীনগরে আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামে গৃহহীনদের জন্য নির্মিত মুজিববর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রীর দেয়া ঘরগুলো সরজমিনে দেখতে গেলে ফিরোজা বেগম, সুরাইয়া বেগম, ইউসুফ মিয়া, সোহেল মিয়াসহ কয়েকটি ঘরের মালিক ক্ষোভের সঙ্গে বলেন, আমাদের ঘরগুলো তৈরিতে নিম্নমানের ইট, বালু, সিমেন্টসহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করেছে। আমরা ঘর পেয়ে খুশির বদলে বিপদে আছি।
খোঁজ নিয়ে জানা গেল, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর নির্মাণে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত এক প্রভাবশালী ব্যক্তি নানা অনিয়মের মাধ্যমে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এসব ঘর তৈরি করে দিয়ে গেছেন। অভিযোগ উঠেছে, ভূমিহীনদের নামে ২ শতাংশ খাসজমি বরাদ্দ থেকে শুরু করে ঘর নির্মাণকাজের প্রতিটি ধাপে অনিয়ম ও নিম্নমানের দ্রব্যাদি ব্যবহার করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২-এর আওতায় নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ৩৫ লাখ টাকা ব্যয়ে ২০টি ভূমিহীন পরিবারকে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত দিয়ে একটি করে সেমি-পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রকল্পের অধীনে নির্মাণাধীন কাজের দেখভাল করছে স্থানীয় উপজেলা প্রশাসন।
সরজমিন দেখা যায়, উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরের দেয়াল ও পিলারে বালুর সঙ্গে মেশানো হয়নি পরিমাণমতো সিমেন্ট। হয়েছে নিম্নমানের ঢালাই। নির্মাণের কিছুদিন না যেতেই ভেঙে পড়েছে ঘরের দেয়াল আর ফেটে ফেটে উঠে যাচ্ছে ফ্লোর।
তবে এ বিষয়ে নবীনগরের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে কোনো রকম দুর্নীতি সহ্য করা হবে না। যদি কেউ নিম্নমানের দ্রব্যসামগ্রী দিয়ে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর নির্মাণ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে তাহলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
তৈরিকৃত আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা অভিযোগ করে বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে নিম্নমানের ইট, বালু, কাঠ, টিন ও প্রয়োজনের তুলনায় সিমেন্ট কম ব্যবহার করা হচ্ছে। ফলে দেয়াল থেকে আস্তর ধসে পড়ছে। আর ফেটে ফেটে উঠে যাচ্ছে ফ্লোর। ভেঙে পড়ছে দেয়াল ও পিলার। নির্মাণকৃত ঘর কোনোটা উঁচু আবার কোনটা নিচু। মনে হচ্ছে নিচু ঘরে ইট কম ব্যবহার করা হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ হওয়া প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েও বিপদের আশঙ্কা রয়েছে অনেকের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক সাথে কথা বললে তিনি জানান, যেখানে আমরা অনিয়মের খবর পাচ্ছি নতুন করে সেই ঘরগুলির কাজ করছি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০টি ঘরের যে যে স্থানের সমস্যা হয়েছে আগামীকালের মধ্যে ঠিক করে দেয়া হবে।
এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
Link Copied