ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ায় প্রার্থীদের প্রচারণা শুরু


আশিক ইসলাম, মালয়েশিয়া  photo আশিক ইসলাম, মালয়েশিয়া
প্রকাশিত: ৫-১১-২০২২ রাত ৮:৫৯
মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে শনিবার (৫ নভেম্বর) প্রচারণা শুরু করেছে দলগুলো। আগামী ১৯ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু গত নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এ নির্বাচনের মধ্যদিয়ে ফের ঘুরে দাঁড়াতে চাইছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকা জোট ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গাইনাইজেশন (ইউএমএনও)। অন্যদিকে আরও একবার জয় নিশ্চিত করতে চাইছে রাজনৈতিক সংস্কারবাদীদের নেতা আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান (পিএইচ) বা অ্যালায়ান্স অব হোপ।
 
এদিকে, এ নির্বাচনে আরও একবার চমক দেখাতে চাইছেন আধুনিক মালয়েশিয়ার স্থপতি ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। নিজের হাতে গড়া রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনের বিরুদ্ধে বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত জোটের প্রার্থী হিসেবে লড়ছেন তিনি।
 
১৯৫৭ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে বেশিরভাগ সময় ধরে মালয়েশিয়া শাসন করেছে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) নেতৃত্বাধীন বারিসান ন্যাশনাল (বিএন) বা ন্যাশনাল ফ্রন্ট। কিন্তু সম্প্রতি জোট সরকারের নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির কারণে জনমনে যে ক্ষোভ সৃষ্টি হয় তাতে শেষ পর্যন্ত তাদের পতন ঘটে।২০১৮ সালের নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোটের কাছে বড় ব্যবধানে হেরে যায় ইউএমএনও জোট। জোটের নেতা হিসেবে সরকারের প্রধানমন্ত্রী হন প্রবীণ নেতা মাহাথির মোহাম্মদ। বিরোধী জোটের জয় ও মাহাথিরের ক্ষমতাগ্রহণ মালয়েশিয়ায় একটা রাজনৈতিক সংস্কারের আশা জাগিয়ে তোলে।
 
কিন্তু জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মাহাথিরের সরকার হোচট খায় এবং ফের ইউএমএনও জোটকে ক্ষমতায় আসার রাস্তা করে দেয়। এরপরও মালয়েশিয়ার রাজনীতিতে স্থিতিশীলতা আসেনি। ২০১৮ সালের পর গত অক্টোবর পর্যন্ত তিন প্রধানমন্ত্রী দেখেছে মালয়েশিয়ার জনগণ।
 
ক্ষমতাসীন জোট ইউনাইটেড মালয়াস ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) মধ্যে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক দ্বন্দ্বের জেরে গত ১০ অক্টোবর মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। জোটের আশা, আগামী নির্বাচনে তারাই বড় জয় নিয়ে ক্ষমতায় ফিরবেন।এবারের নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল শনিবার (৫ নভেম্বর)। এদিন সংস্কারবাদী নেতা আনোয়ার ইব্রাহিম ও সাবেক প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী নেতা মাহাথির মোহাম্মদ মনোনয়নপত্র জমা দেন। শেষদিনের মনোনয়ন জমা দেয়ার পরপরই শুরু হয় ১৪ দিনব্যাপী নির্বাচনী প্রচারণা।
 
নির্বাচনে পাহাং প্রদেশে নিজের নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউএমএনও জোটের প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। মধ্যাঞ্চলীয় প্রদেশ পেকানের তাম্বুন থেকে মনোনয়ন জমা দেন আনোয়ার ইব্রাহিম। নির্বাচিত হলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসলেও তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন এখনও অপূর্ণ রয়ে গেছে।
 
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ নভেম্বর সংসসের ২২২ আসনের এমপির পাশাপাশি তিনটি প্রাদেশিক আইনসভার প্রতিনিধি বেছে নিতে ভোটকেন্দ্রে লাইন ধরবেন প্রায় ২ কোটি ১০ লাখ মালয় ভোটার।

এমএসএম / এমএসএম

কাতারে লক্ষীপুর জেলা ঐক্য পরিষদ গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত

কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে সাংবাদিক সাদ্দামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান

কাতারে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান আল রুয়াইস ট্রাভেলস এর দ্বিতীয় শাখা

কাতারে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

আরাফাতের ময়দান মুখর হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে

ঈদুল আজহায় কাতার মাতাবেন নগর বাউল জেমস সহ বাংলাদেশী শিল্পীরা

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পর্তুগাল শাখার কমিটি গঠন

কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

কাতারে যাত্রা শুরু করলো, বাংলাদেশি প্রতিষ্ঠান এ আর ট্রাস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজম

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

কাতারে কাশেম আলী'র মৃত্যুতে দোয়া মাহফিল করেছে প্রবাসী চট্রগ্রামবাসী

কাতারে "দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি" কোম্পানির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন