প্রেমের টানে ঘর ছেড়ে লাশ হলেন স্কুল ছাত্রী
কুমিল্লার নাঙ্গলকোটের ছোট ফতেপুর গ্রামের হাফেজ নেছার উদ্দিনের মেয়ে তাসফিয়া আক্তার (১৫) তাসফিয়া নাঙ্গলকোট বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সোমবার সন্ধ্যায় তাসফিয়ার লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ।শনিবার রাতে তাসফিয়া তার প্রেমিক আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ফলপ্রার্থী আরমান হোসেন তাকে বিয়ের প্রলোভনে ঘর থেকে বের করে নাঙ্গলকোট বাজারে এনে মোবাইল ফোন বন্ধ করে দেয়ায় পরে স্থানীয়রা মেয়েটিকে বাজারে একা ঘুরতে দেখে বাড়িতে পৌঁছে দেয় বলে দাবী করেন তার মামা মাওলানা ওমর ফারুক। প্রেমিকের প্রতারণার কারণে তাসফিয়া সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে দাবী স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের ঠেংগার পাড় গ্রামের হাফেজ নেছার উদ্দিন উপজেলার মৌকরা ইউনিয়নের ছোট ফতেপুর গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের মেয়েকে বিয়ে করে বিগত ১৭ বছর যাবৎ ওই গ্রামে বসবাস করে আসছে। মাওলানা নেছার উদ্দিন ৩ কন্যা সন্তানের জনক, তার বড় মেয়ে তাসফিয়া আক্তার নাঙ্গলকোট বেগম জামিলা উচ্চ বিদালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। তাসফিয়া স্কুলে যাওয়া আসার পথে পাশ্ববর্তী কেন্দ্রা গ্রামের আবুল খায়ের লাকির নাতি আরমান হোসেন (১৭) তাকে প্রেমের প্রস্তাব করলে ২জন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।
আরমান হোসেন নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষা দিয়েছে, সে একই উপজেলার মক্রবপুর ইউনিয়নের ভুলুয়া পাড়া গ্রামের শাহাজানের ছেলে। আরমান তার নানা বাড়িতে থেকে পড়া লেখা করতো। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আরমান তাসফিয়াকে ফোন দিয়ে বিয়ের কথা বলে বাড়ি থেকে নাঙ্গলকোট বাজারে নিয়ে এসে মোবাইল ফোন বন্ধ করে দেয়।
পরে স্থানীয়রা তাসফিয়াকে নাঙ্গলকোট বাজারে একা পেয়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়। এঘটনার জেরে তাসফিয়া সোমবার বিকেলে ঘরের দরজা লাগিয়ে সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে দাবী তাসফিরার স্বজনদের।
তাসফিয়ার মামা মাওলানা ওমর ফারুক বলেন, আমার ভাগনিকে ফুসলিয়ে আরমান প্রেমের সম্পর্ক করে গভীর রাতে ঘর থেকে বের করে নিয়ে মোবাইল বন্ধ করে দেয়ায় মেয়েটি এভাবে জীবন দিয়ে দিয়েছে। আমি চাই তাসফিয়ার মত যেন এ ছেলে আর কোন মেয়ের জীবন নষ্ট করতে না পারে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied