ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নাঙ্গলকোটে সন্তানদের ভয়ে পিতা-মাতা বাড়িছাড়া


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ২:২৩

কুমিল্লার নাঙ্গলকোটের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল গফুর ও তার স্ত্রীকে জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ও জমি দখল করে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে তার ছেলে রবিউল হোসেন, ইমাম হোসেন, মেয়ে মাসুমা আক্তার, বিলকিছ আক্তারের বিরুদ্ধে। এ ব্যাপারে অসহায় পিতা-মাতা কুমিল্লার আদালতে মামলা করেও সন্তানদের ভয়ে বাড়ি ফিরতে পারেননি। এ ব্যাপারে সোমবার নাঙ্গলকোট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই পিতা-মাতা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বটতলী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল গফুর ড্রাইভারের প্রথম স্ত্রী তিন বছর আগে মারা যান। পরে ছেলে-মেয়েরা তাকে পুনরায় বিয়ে করান একই উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামে। বিয়ের পর প্রথম স্ত্রীর ছেলে-মেয়েরা পিতা ও সৎমাকে সন্তান না নিতে চাপ সৃষ্টি করে। বিয়ের কিছুদিন পর আব্দুল গফুর ড্রাইভারের দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তারের গর্ভে সন্তান আসার খবর শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে ছেলে-মেয়েরা। এরপর থেকে দফায়-দফায় পিতা-মাতার ওপর হামলা করে তারা। এ নিয়ে সামাজিকভাবে কয়েকবার সালিশ বৈঠক বসলেও ছেলে-মেয়েরা সিদ্ধান্ত অমান্য করে। গত ৮ জুন পিতা-মাতা ও তাদের ১৮ মাসের শিশুকন্যা নাহিদা আক্তারকে নির্যাতন করে ঘরে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাদের স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও আসবাবপত্র লুট করে বাড়ি থেকে বের করে দেয়। পরে দ্বিতীয় স্ত্রীর আত্মীয়স্বজনরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানায় অভিযোগ করলে থানা পুলিশ তদন্ত করে প্রতিবেদন কুমিল্লার আদালতে পাঠায়। মামলার খবরে ছেলে-মেয়েরা ক্ষিপ্ত হয়ে তাদের হত্যা করবে বলে হুমকি দেয়ার পর থেকে আব্দুল গফুর ও তার স্ত্রী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হানিফ বলেন, আমরা স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ করে সমাধান করলেও আব্দুল গফুরের ছেলে-মেয়েরা তা অমান্য করে।

এমএসএম / জামান

ভুরুঙ্গামারী মহিলা কলেজে নবীনদের গাছ দিয়ে বরণ করলো উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে নবাগত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন ক্লাস

নরসিংদীতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চন্দনাইশে বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত-৩, আহত-৭

কুড়িগ্রামে আমনের ভরা মৌসুমে ইউরিয়া সহ বিভিন্ন সার সংকট

চর আষাড়িয়াদহে পদ্মার ভাঙনে ৩০০ পরিবার ছাড়ছে প্রিয় জন্মভূমি

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, মাংস মাটিতে পুঁতে ফেললো প্রশাসন

নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান, ফেনীতে আবদুল আউয়াল মিন্টু

অভয়নগরের ৭৫ দিনে কুকুরে কামড়ে আক্রান্ত ৬০৫ জন

সন্দ্বীপে ইঞ্জিনিয়ার বেলায়েতের উঠান বৈঠক, আগামী নির্বাচনের প্রস্তুতির আহ্বান

কুষ্টিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনাগরিক গড়ে তোলার প্রত্যয়ে রাজশাহী বরেন্দ্র কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে চিকিৎসার জন্য দেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু