ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সরাইল আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী অনেক পরিবারই বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ২:৩০

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া হয়েছে জায়গাসহ ঘর। এরই অংশ হিসেবে সরাইলে দুই ধাপে ১৩৩টি পরিবার ঘর পেয়েছে। কিন্তু ৫ মাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ পৌঁছেনি অধিকাংশ ঘরে। বিদ্যুৎহীনতায় বড়ই কষ্টে আছেন অসহায় গরিব মানুষগুলো। প্রধানমন্ত্রীর দফতর থেকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপন করে দেয়ার লিখিত নির্দেশ আসার পরও ঘুমিয়ে আছে সরাইল পিডিবি।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হচ্ছে আশ্রয়ণ-২ প্রকল্প। ২০২১ সালের ২৩ জানুয়ারি প্রথম ধাপে প্রধানমন্ত্রী সরাইলের ৫টি ইউনিয়নে মোট ১০২টি নির্মিত গৃহ উপকারভোগীদের নিকট হস্তান্তর করেন। এরমধ্যে চুন্টা ইউনিয়নে ৪৬টি, শাহজাদাপুরে ২২টি, কালিকচ্ছে ১৫টি, নোয়াগাঁওয়ে ১২টি এবং পানিশ্বরে ১২টি। হস্তান্তরের সময় ওই ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগ ছিল না। ছিল না সুপেয় পানির ব্যবস্থা। ফলে চাবি নিয়েও অনেকেই বিলম্বে ঘরে উঠেছেন।

দ্বিতীয় ধাপে গত ২০ জুন প্রধানমন্ত্রী সরাইলে আরো ৩১টি নির্মিত গৃহ উপকারভোগীর নিকট চাবি হস্তান্তর করেন। এরমধ্যে চুন্টা ইউনিয়নে ৫টি, শাহজাদাপুরে ৮টি, পানিশ্বরে ৭টি ও নোয়াগাঁওয়ে ১১টি। প্রকল্পের নিয়মানুসারে অসহায় পরিবারগুলোর গৃহে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান ও মিটার স্থাপনের কথা রয়েছে। নিয়ম রয়েছে সুপেয় পানি পাওয়ার ব্যবস্থা করারও। দীর্ঘ ৫ মাসের অধিক সময় পেরিয়ে যাচ্ছে। কোনোটিই শতভাগ হচ্ছে না আদৌ। বিদ্যুৎ ছাড়াই চৈত্র-বৈশাখের প্রচণ্ড দাবদাহ পার করেছেন তারা। আর এখন পার করছেন ঝড়-বৃষ্টি। পিডিবি সংশ্লিষ্ট এলাকায় একটি ঘরও পায়নি বিদ্যুৎ সংযোগ। ফাঁকে পিডিবি অফিসের সাথে সংশ্লিষ্ট দু-এক ব্যক্তি ২৩-২৪শ টাকায় সংযোগ দেয়ার প্রস্তাবও দিচ্ছেন। তবে পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট এলাকায় কিছু পরিবার বিদ্যুৎ সংযোগ পেলেও অধিকাংশই বঞ্চিত এখনো। গত ২০ জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে ৩১টি ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

এর আগে গত ২ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকল দফতরপ্রধানকে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপনের নির্দেশ দেয়া হয়। একই পত্র প্রকল্পসংশ্লিষ্ট জেলা ও উপজেলায় প্রেরণ করা হয়।

ওইদিনই প্রধানমন্ত্রীর দফতরের ওই পত্রটির রেফারেন্স দিয়ে (কপি সংযুক্ত করে) সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ওইসব গৃহে জরুরী ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলীকে (বিক্রয় ও বিতরণ) লিখিত ভাবে অনুরোধ করেন। অনুরোধ করা হয় পল্লী বিদ্যুৎ সমিতিকেও। পত্র প্রেরণের ৩৮ দিন পরও ঘুম ভাঙ্গেনি সরাইল পিডিবি’র। এখনো অন্ধকারেই আছে সরাইলের আশ্রয়ণ-২ প্রকল্পের অসহায় বাসিন্দারা। আর ৫ মাস ধরে বিদ্যুৎ বিহীন অবস্থায় আছেন প্রথম ধাপের অর্ধেকেরও বেশী পরিবার। ২/১ জন বাসিন্দা জানিয়েছেন সরাইল পিডিবি’র ২/১ জন মাষ্টার রোল কর্মচারী বিদ্যুৎ সংযোগের জন্য ২৩/২৪ শত টাকা চেয়েছেন।

পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম মিয়া বলেন, দুই ধাপে ১৪ পরিবারের কেউই এখনো পায়নি বিদ্যুৎ সংযোগ পায়নি। তবে বেশ কয়েকটি ঘরে লাইন টেনে রেখেছেন। ভিটঘরে ৪৯ নম্বর ঘরের বাসিন্ধা নূরূদা বেগম (৪৩) বলেন, ঘরে উঠেছি ৫ মাস হয়েছে। বিদ্যুৎ সমস্যায় কষ্টে আছি। বাধ্য হয়ে পাশের বাড়ি থেকে লাইন এনেছি। মাসে ২শত টাকা দিতে হয়। ৫২ নম্বর ঘরের বাসিন্দা জামাল মিয়া (৩৬) বলেন, বিদ্যুৎ না থাকায় পরিবারের ৬ সদস্য নিয়ে ৫ মাস ধরে কষ্ট করছি।

চুন্টার আজবপুরের ৩৭ নম্বর ঘরের বাসিন্দা রোশেনা বেগম (৩৫) বলেন, কষ্টে আছি ৫ মাস। ৫৬৫ টাকা নিয়ে ২-৩ সপ্তাহ আগে বিদ্যুৎ দিছে। শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এখানে ২২ পরিবারের কাউকেই বিদ্যুৎ সংযোগ দেয়নি পিডিবি। প্রচন্ড গরমে খুবই কষ্টে আছেন লোকজন। শাহজাদাপুরের ৪ নম্বর ঘরের বাসিন্দা আ: খালেক (৬৫) ও ৭৬ নম্বর ঘরের বাসিন্দা দুলাল মিয়া (৫০) বলেন, ৪ মাস ধরে বিদ্যুৎ সমস্যায় রোগী হয়ে যাচ্ছি। এত গরমে কি বিদ্যুৎ ছাড়া থাকা যায়?

এখানে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী অনেক পরিবার বিদ্যুৎ সংযোগ না পাওয়া প্রসঙ্গে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দফতরের লিখিত নির্দেশনা পাওয়ার পর আমরা সরাইল পিডিবি ও সুহিলপুরের পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত ভাবেই জানিয়েছি।পিডিবি এখন পর্যন্ত কোন কাজই শুরু করে নাই। কিন্ত পল্লী বিদ্যুৎ কিছু জায়গায় কাজ করলেও সরাইল পিডিবি’র কাছ থেকে পজিটিভ কিছুই পাচ্ছি না। 
সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. সামির আসাব গত ২ জুন প্রধানমন্ত্রীর দফতরের লিখিত পত্র প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে চীফ স্যারের সাথে কথা বলেছি। নোট দিয়েছি। প্রসেসিং চলছে। অনুমোদন পেলেই সংযোগ দিয়ে দিব।

এমএসএম / জামান

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু