সরাইল আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী অনেক পরিবারই বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া হয়েছে জায়গাসহ ঘর। এরই অংশ হিসেবে সরাইলে দুই ধাপে ১৩৩টি পরিবার ঘর পেয়েছে। কিন্তু ৫ মাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ পৌঁছেনি অধিকাংশ ঘরে। বিদ্যুৎহীনতায় বড়ই কষ্টে আছেন অসহায় গরিব মানুষগুলো। প্রধানমন্ত্রীর দফতর থেকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপন করে দেয়ার লিখিত নির্দেশ আসার পরও ঘুমিয়ে আছে সরাইল পিডিবি।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হচ্ছে আশ্রয়ণ-২ প্রকল্প। ২০২১ সালের ২৩ জানুয়ারি প্রথম ধাপে প্রধানমন্ত্রী সরাইলের ৫টি ইউনিয়নে মোট ১০২টি নির্মিত গৃহ উপকারভোগীদের নিকট হস্তান্তর করেন। এরমধ্যে চুন্টা ইউনিয়নে ৪৬টি, শাহজাদাপুরে ২২টি, কালিকচ্ছে ১৫টি, নোয়াগাঁওয়ে ১২টি এবং পানিশ্বরে ১২টি। হস্তান্তরের সময় ওই ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগ ছিল না। ছিল না সুপেয় পানির ব্যবস্থা। ফলে চাবি নিয়েও অনেকেই বিলম্বে ঘরে উঠেছেন।
দ্বিতীয় ধাপে গত ২০ জুন প্রধানমন্ত্রী সরাইলে আরো ৩১টি নির্মিত গৃহ উপকারভোগীর নিকট চাবি হস্তান্তর করেন। এরমধ্যে চুন্টা ইউনিয়নে ৫টি, শাহজাদাপুরে ৮টি, পানিশ্বরে ৭টি ও নোয়াগাঁওয়ে ১১টি। প্রকল্পের নিয়মানুসারে অসহায় পরিবারগুলোর গৃহে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান ও মিটার স্থাপনের কথা রয়েছে। নিয়ম রয়েছে সুপেয় পানি পাওয়ার ব্যবস্থা করারও। দীর্ঘ ৫ মাসের অধিক সময় পেরিয়ে যাচ্ছে। কোনোটিই শতভাগ হচ্ছে না আদৌ। বিদ্যুৎ ছাড়াই চৈত্র-বৈশাখের প্রচণ্ড দাবদাহ পার করেছেন তারা। আর এখন পার করছেন ঝড়-বৃষ্টি। পিডিবি সংশ্লিষ্ট এলাকায় একটি ঘরও পায়নি বিদ্যুৎ সংযোগ। ফাঁকে পিডিবি অফিসের সাথে সংশ্লিষ্ট দু-এক ব্যক্তি ২৩-২৪শ টাকায় সংযোগ দেয়ার প্রস্তাবও দিচ্ছেন। তবে পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট এলাকায় কিছু পরিবার বিদ্যুৎ সংযোগ পেলেও অধিকাংশই বঞ্চিত এখনো। গত ২০ জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে ৩১টি ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এর আগে গত ২ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকল দফতরপ্রধানকে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপনের নির্দেশ দেয়া হয়। একই পত্র প্রকল্পসংশ্লিষ্ট জেলা ও উপজেলায় প্রেরণ করা হয়।
ওইদিনই প্রধানমন্ত্রীর দফতরের ওই পত্রটির রেফারেন্স দিয়ে (কপি সংযুক্ত করে) সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ওইসব গৃহে জরুরী ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলীকে (বিক্রয় ও বিতরণ) লিখিত ভাবে অনুরোধ করেন। অনুরোধ করা হয় পল্লী বিদ্যুৎ সমিতিকেও। পত্র প্রেরণের ৩৮ দিন পরও ঘুম ভাঙ্গেনি সরাইল পিডিবি’র। এখনো অন্ধকারেই আছে সরাইলের আশ্রয়ণ-২ প্রকল্পের অসহায় বাসিন্দারা। আর ৫ মাস ধরে বিদ্যুৎ বিহীন অবস্থায় আছেন প্রথম ধাপের অর্ধেকেরও বেশী পরিবার। ২/১ জন বাসিন্দা জানিয়েছেন সরাইল পিডিবি’র ২/১ জন মাষ্টার রোল কর্মচারী বিদ্যুৎ সংযোগের জন্য ২৩/২৪ শত টাকা চেয়েছেন।
পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম মিয়া বলেন, দুই ধাপে ১৪ পরিবারের কেউই এখনো পায়নি বিদ্যুৎ সংযোগ পায়নি। তবে বেশ কয়েকটি ঘরে লাইন টেনে রেখেছেন। ভিটঘরে ৪৯ নম্বর ঘরের বাসিন্ধা নূরূদা বেগম (৪৩) বলেন, ঘরে উঠেছি ৫ মাস হয়েছে। বিদ্যুৎ সমস্যায় কষ্টে আছি। বাধ্য হয়ে পাশের বাড়ি থেকে লাইন এনেছি। মাসে ২শত টাকা দিতে হয়। ৫২ নম্বর ঘরের বাসিন্দা জামাল মিয়া (৩৬) বলেন, বিদ্যুৎ না থাকায় পরিবারের ৬ সদস্য নিয়ে ৫ মাস ধরে কষ্ট করছি।
চুন্টার আজবপুরের ৩৭ নম্বর ঘরের বাসিন্দা রোশেনা বেগম (৩৫) বলেন, কষ্টে আছি ৫ মাস। ৫৬৫ টাকা নিয়ে ২-৩ সপ্তাহ আগে বিদ্যুৎ দিছে। শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এখানে ২২ পরিবারের কাউকেই বিদ্যুৎ সংযোগ দেয়নি পিডিবি। প্রচন্ড গরমে খুবই কষ্টে আছেন লোকজন। শাহজাদাপুরের ৪ নম্বর ঘরের বাসিন্দা আ: খালেক (৬৫) ও ৭৬ নম্বর ঘরের বাসিন্দা দুলাল মিয়া (৫০) বলেন, ৪ মাস ধরে বিদ্যুৎ সমস্যায় রোগী হয়ে যাচ্ছি। এত গরমে কি বিদ্যুৎ ছাড়া থাকা যায়?
এখানে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী অনেক পরিবার বিদ্যুৎ সংযোগ না পাওয়া প্রসঙ্গে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দফতরের লিখিত নির্দেশনা পাওয়ার পর আমরা সরাইল পিডিবি ও সুহিলপুরের পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত ভাবেই জানিয়েছি।পিডিবি এখন পর্যন্ত কোন কাজই শুরু করে নাই। কিন্ত পল্লী বিদ্যুৎ কিছু জায়গায় কাজ করলেও সরাইল পিডিবি’র কাছ থেকে পজিটিভ কিছুই পাচ্ছি না।
সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. সামির আসাব গত ২ জুন প্রধানমন্ত্রীর দফতরের লিখিত পত্র প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে চীফ স্যারের সাথে কথা বলেছি। নোট দিয়েছি। প্রসেসিং চলছে। অনুমোদন পেলেই সংযোগ দিয়ে দিব।
এমএসএম / জামান
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ