ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মান্দায় উচ্চমূল্যে সার বিক্রি, বিপাকে কৃষক


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১:১৩

নওগাঁর মান্দায় উচ্চমূল্যে সার বিক্রিতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। রবি মৌসুমের সরিষা চাষের জন্য সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন না কৃষক। সারের সংকট দেখিয়ে চড়া দামে সার বিক্রি করছেন কৃষি অফিসের বিসিআইসির অনুমোদিত রাসায়নিক সার ডিলাররা। এ নিয়ে মাথাব্যথা নেই কৃষি কর্মকর্তার। ডিলার পয়েন্টে কিছু সার কৃষকদের দেয়া হলেও  প্রতি বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা বেশি নিচ্ছেন তারা। ডিলার স্লিপে সরকার নির্ধারিত মূল্য লিখে সার দিলেও হাতে দিতে হচ্ছে বাড়তি টাকা।

অভিযোগ রয়েছে, ডিলার মালিকরা রাতারাতি খুচরা দোকানদারদের কাছে বেশি দামে  বিক্রি করে দিচ্ছেন সার। ফলে ডিলার পয়েন্টে গিয়ে সার পাচ্ছেন না  কৃষকরা। প্রতিনিয়ত কৃষকরা ভোগান্তির শিকার হয়ে উচ্চমূল্যে সার ক্রয় করছেন রবি ফসল সরিষার জন্য। এতে লাভবান হচ্ছেন ডিলার মালিক ও অসাধু ব্যবসায়ীরা।

আরো অভিযোগ রয়েছে, বিশেষ সুবিধার জন্য ডিলার পয়েন্টে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের সামনে বেশি দামে সার বিক্রি হলেও দেখেও না দেখার ভান করছেন তারা। উপজেলাজুড়ে চলছে সার কালো বাজারির মহোৎসব। যেন দেখার কেউ নেই। এছাড়াও এক ইউনিয়নের ডিলার অন্য ইউনিয়নের লোকজনের কাছে সার বিক্রি করে মোটা অংকের ফায়দা লুটে নিচ্ছেন। ডিলার পয়েন্টে সার না থাকলেও স্থানীয় দোকানগুলোতে বেশি দামে হরহামেশাই মিলছে সার।

সরেজমিনে মান্দা উপজেলা ঘুরে দেখা যায়, ডিলার পয়েন্ট থেকে বেশি দামে সার কিনছে কৃষক। মাস শুরুর কয়েকদিন যেতেই অনেক ডিলার পয়েন্ট একদম ফাঁকা দেখা যায়।  তবে সাব ডিলারদের চিত্র আলাদা। যথেষ্ট পরিমাণ সার মজুদ তাদের গোডাউনে। পাশেই মেসার্স বাপ্পী সরকার ডিলার পয়েন্ট অথচ মাস শুরুর কয়েকদিন দিনের মধ্যেই সার শেষ। একই ইউনিয়নে সেসার্স সইদুল ইসলাম ট্রের্ডাস সেখানেও নেই নির্ধারিত মূল্যের সার। ডিলারদের কাছে সার না পেয়ে কৃষক সাব ডিলার অথবা দোকানদারের কাছ থেকে বেশি দামে সার ক্রয় করছে। আবার অনেক ডিলারের কাছে সার থাকলেও তারা বলছে রাজশাহী থেকে বেশি মূল্য দিয়ে সার কেনার কারণে বেশি দামে তা বিক্রি করতে হচ্ছে।

মান্দা ইউনিয়নের ডিলার পয়েন্টে কৃষক আজিজার রহমান বলেন, পাশের উপজেলার গাবতলী বাজারের ডিলার পয়েন্টে সারের দাম কম অথচ এখানে ৫০-১০০ টাকা বেশি দিয়ে সার কিনতে হচ্ছে। দোকানে দাম আরো একটু বেশি।

নাম প্রকাশ না করা শর্তে উপজেলার এক ডিলারের ম্যানেজার বলেন, এসব সার কারসাজিতে কৃষি অফিস জড়িত। ডিলারের লাভের ২ পার্সেন্ট কমিশন উপজেলা কৃষি কর্মকর্তাকে দিতে হয়। গোপনে এসব টাকা না নিলে লাভের অংশ বেশি থাকবে।  টাকা না দিলে আরো সমস্যা সব সময় ছোট ছোট ভুল ধরে অফিস। কথা প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন আগে সার কারসাজিতে বদলি হয়েছিল ম্যাডামের। সে সময় বদলি আটকাতে নিজ খরচে ডিলারদের নিয়ে বিমানে করে ঢাকায় যান। বদলি ঠেকিয়ে আবার ডিলারদের নিয়ে চলে আসেন। আর এসব অর্থ লেনদেন করেন অফিস সহকারী সাইফুল ইসলামের মাধ্যমে। এছাড়াও তথ্য সংগ্রহের সময় কথা প্রসঙ্গে অন্য ডিলাররা কর্মকর্তার বদলি ঠেকাতে ঢাকা যাওয়ার কথা শিকার করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, আমরা প্রতিনিয়ত ডিলার পয়েন্ট পরিদর্শন করছি। কোনো ডিলার পয়েন্টে সার বেশি দামে বিক্রি হচ্ছেনা বলে দাবি করেন তিনি। মাঠপর্যায়ে অফিসাররা কাজ করছে।

তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, অনেকে অনেক কথাই বলবে, সেগুলো নেগেটিভ না দেখে পজিটিভ ভাবুন। যে অভিযোগগুলো উঠেছে তা সঠিক নয়।

উল্লেখ্য, এ বছরে সার কারসাজির কারণে নওগাঁ জেলার মান্দা, মহাদেবপুর, বদলগাছী, নিয়ামতপুর উপজেলার চারজন কৃষি কর্মকর্তাকে একযোগে বদলির আদেশ দেন কৃষি মন্ত্রণালয়। মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক হিসেবে বদলির আদেশ দেয়া হয়। মন্ত্রণালয় থেকে দেওয়া বদলি আদেশের কয়েকদিনের মাথায় অঙ্গাত কারণে সে আদেশ আবার স্থগিত হয়ে যায়।

এমএসএম / জামান

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী