ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মহেশখালীতে সন্ত্রাসী সিন্ডিকেটের হাতে জিম্মি ২৫০ টমটম চালক


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ৩:৫৯

কক্সবাজার মহেশখালী উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও কালামরছড়া ইউনিয়ন পরিষদের নাম ভাঙ্গিয়ে কালামারছড়া টমটম ও মিশুক মালিক কল্যাণ সমিতির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী সিন্ডিকের বিরুদ্ধে। 

অভিযোগ আছে, কালামারছড়ার শীর্ষ সন্ত্রাসী হত্যা ও অস্ত্র মামলার আসামি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুল আমিন বাচ্চু ও স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে আত্মসমর্পণ করা মোহাম্মদ আমিনের এর পূত্র আব্দুর রশিদের নিয়ন্ত্রণে একটি সন্ত্রাসী সিন্ডিকেট ২৫০ জন টমটম চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদার রশিদ ব্যাবহার করে এই টাকা হাতিয়ে নিচ্ছে।

জানা যায়, কালামারছড়া টমটম ও মিশুক মালিক কল্যাণ সমিতির অধীনে ২৫০টি টমটম রয়েছে। সমিতিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য টমটম চালকদের প্রথমধাপে আইডি কার্ড, ছবি ও ৪ হাজার টাকা দিলে দেওয়া হয় টোকেন নাম্বার। এরপর প্রতিদিন চাঁদার রশিদের মাধ্যমে ১০ টাকা করে প্রতিমাসে ৩শ টাকা করে দিতে হয় চালকদের। এইভাবে প্রতিমাসে ২৫০ জন চালকদের কাছ ৭৫ হাজার টাকা বছরে লাখ লাখ হাতিয়ে নিচ্ছেন এই সন্ত্রাসী সিন্ডিকেট।

সরেজমিনে দেখা যায়, কালারমার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কের সামনেই দুই গ্রুপের ২ জন লাইনম্যান নিয়োগ করে প্রতিদিন ২৫০ জন টমটম চালকদের কাছ থেকে অবৈধভাবে 'টমটম ও মিশুক মালিক সমিতি'র চাঁদার রশিদ দিয়ে ১০ টাকা করে প্রতিমাসে ৭৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন এই সন্ত্রাসী চক্র।

এই অবৈধ টাকা থেকে প্রতিমাসে ভাগ চলে যায় মহেশখালী পুলিশ প্রশাসন,  কালামারছড়া ইউনিয়ন পরিষদের সহকারী, স্থানীয় রাজনৈতিক নেতা,  লাইনম্যান ও সিন্ডিকেটের সদস্যসদের পকেটে। প্রতিমাসে এই অবৈধ টাকার ভাগবাটোয়ারার জন্য ব্যাবহার করা হয় রেজিস্ট্রার। এই রেজিস্ট্রারের সম্পূর্ণ তথ্য এসেছে প্রতিবেদকের হাতে।

রেজিস্ট্রার সূত্রে জানা যায়, গত এক মাসে চাঁদা আদায়ের হিসাবের রেজিস্টারে স্বাক্ষর করে পুলিশ প্রশাসন নিয়েছে ৫ হাজার, নুরুল আমিন বাচ্চু ২৫ হাজার, আব্দুর রশিদ ২৫ হাজার, সেলিম ১ হাজার, জমির ১ হাজার, জিয়াবুল ১ হাজার, নুরুল হুদা ১ হাজার, আবু জাফর ১ হাজার, ইউনিয়ন পরিষদের সহকারী আরিফ ১ হাজার, নুর মোহাম্মদ ১ হাজার, জয়ের মা ২ হাজার, নাগু ১ হাজার, ওসমান ১ হাজার, কালু ১ হাজার, বেলাল ১ হাজার টাকাসহ সর্বোমোট ৬৮ হাজার টাকা নিয়েছে তারা। 

অথচ টমটম চালকরা বলছেন, চালকদের উন্নয়নের নামে প্রতিদিন ১০ টাকা করে কালামারছড়া টমটম ও মিশুক কল্যান মালিক সমিতির নেতারা। নেতারা বলেছেন কোন টমটম গাড়ী দুর্ঘটনার কবলে পড়লে সেখান থেকে খরচ করা হবে। বছরের পর বছর চালকদের উন্নয়নের জন্য নেওয়া টাকা আদায়কৃত টাকা খরচ করা তো দূরের কথা আদৌ কোথায় যায় বা কার পকেটের উন্নয়ন হয় কেউ জানে না।

এ বিষয়ে জানতে চাইলে নুরুল আমিন বাচ্চু বলেন, শুধু কালামারছড়া ইউনিয়ন নয় মহেশখালীর প্রতিটি ইউনিয়নের টমটমের লাইসেন্সের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ দিয়েছেন। চেয়ারম্যান আমাদের অনুমতি দিয়েছে চাঁদা আদায়ের জন্য। শুধু আমার ইউনিয়নের চাঁদা আদায়ের জন্য কেন আপনারা নিউজ করতেছেন। করলে সবার নামে করেন। সব সংগঠনের বিরুদ্ধে করেন বলে ফোন কেটে দেন তিনি।

টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে আব্দুর রশিদ জানান, শুধু আমি না এই সমিতির নামে পুলিশ, ইউনিয়ন পরিষদের সহকারী, চেয়ারম্যানের চাচা বাচ্চু ও ১০-১৫ জনের একটি সিন্ডিকেট এই টাকার ভাগ নেন। 

অভিযোগের বিষয়ে জানতে কালামারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন শরীফকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি। পরে তার ফোনে ক্ষুদে বার্তা পাঠালেও কোন উত্তর দেননি তিনি।

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরীর কাছে জানতে চাইলে বলেন,  টমটম সমিতির কাছ থেকে আমাদের কোন সদস্য চাঁদা নেই না। আমাদের নাম ভাঙ্গিয়ে কেউ নেই কিনা সেটাও আমরা জানিনা। আমাদের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদা নিলে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াছিন বলেন, উপজেলার মাসিক সভায় প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে অবৈধ টমটমগুলোকে লাইসেন্স বা ট্রেড লাইসেন্স দিয়ে একটি নিয়মের ভিতরে আনার জন্য। টমটম চালকদের কাছ থেকে দৈনিক চাঁদা আদায় করে লাইনম্যানদের খরচের পর অবশিষ্ট টাকা ইউনিয়ন পরিষদের কোষাগারে জমা রাখার জন্য বলেছি। সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে কেন টমটম সমিতি জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। যদি এইরকম হয়ে থাকে খোজ নিয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত