ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দোহারে বেড়েছে পতাকা বিক্রি
েআগামী ২০ নভেম্বর থেকে কাতারে বিশ্বকাপ ফুটবলের আসর বসতে যাচ্ছে। বিশ্বকাপ শুরুর দিন যত এগিয়ে আসছে বাড়ছে সমর্থকদের মাঝে ততো উত্তেজনা। ফুটবলপ্রেমীরা শুরু করে দিয়েছেন দিনগণনা। বিশ্বের সঙ্গে এ রোমাঞ্চের জন্য অধীর আগ্রহে রয়েছেন বাংলাদেশি সমর্থকরাও। তারই অংশ হিসেবে বাড়ছে ঢাকার দোহার উপজেলায় বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা বিক্রি।
ঢাকার নবাবগঞ্জ থেকে এসে দোহারে প্রায় ২৫ জন ভ্রাম্যমাণ ব্যবসায়ী ফেরি করে পতাকা বিক্রি করছেন। তারা ফুটপাতে দাঁড়িয়ে কিংবা পথে হেঁটে লাঠিতে পতাকা বেঁধে বিক্রি করছেন। বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থক বেশি থাকায় এই দুই দেশের পতাকা বিক্রি হয় বেশি। এ ছাড়াও গত কয়েক বছর জার্মানি, স্পেন ও পর্তুগাল ও ফ্রান্সের সমর্থক বেড়েছে। তাই এসব দেশের পতাকাও কমবেশি বিক্রি হচ্ছে বলে জানান তারা। এদিকে পতাকার পাশাপাশি চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের জার্সি ও বিক্রি হচ্ছে।
বাসা-বাড়ির ছাদ কিংবা দোকানঘরে ওড়ানোর জন্য পছন্দের দেশের পতাকা সংগ্রহ করছেন ফুটবলপ্রেমীরা। ধারণা করা হচ্ছে আগামী ৮ দিনের মধ্যে পুরোপুরি শুরু হবে বিশ্বকাপের আমেজ। পতাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকান থেকে বাড়ির উঠোনে যুক্তিতর্কে মেতে উঠবেন ফুটবলপ্রেমীরা।
পতাকা বিক্রেতা মোঃ ইউনুস মাতাবর জানান, বিশ্বকাপ শুরুর আগে ফেরি করে পতাকা বিক্রি করি। কয়েক দিন আগে বিক্রি কম ছিল। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে পতাকা বিক্রিও তত বাড়ছে। আমি বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইতালি, ফ্রান্স , ইংল্যান্ড, স্পেনসহ বিভিন্ন দেশের পতাকা বিক্রি করছি। বিভিন্ন সাইজ এবং কোয়ালিটি ভেদে প্রতিটি পতাকা ৮০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি করছি। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত পতাকা বিক্রি করি। তবে অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবছরের পতাকা বিক্রি কিছুটা কম। তবে আশা করছি কয়েক দিনের মধ্যেই বিক্রি অনেক বেড়ে যাবে।
অন্য দিকে আরেক জন বিক্রেতা জানান, আমরা নবাবগঞ্জ থেকে সকালে প্রায় ২৫ জন দোহারে আসি এই পতাকা বিক্রি করতে। আমরা একেক জন একেক স্থানে এই পতাকা বিক্রি করি। কেউ কেউ চারশত থেকে পাঁচশত টাকা বিক্রি করি আবার কেউ কেউ এক হাজার থেকে দুই হাজার টাকার পতাকা বিক্রি করে থাকি। আমি ফুটবল খেলাকে ভালোবাসি তাই আমিও কোন না কোন এক দলের সাপটার।
জয়পাড়া বাজারে জার্সি বিক্রিতা আবদুল রব বলেন, এবরা জার্সি বিক্রি কম হচ্ছে। আমি গতবার বেশী বিক্রি করেছিলাম জার্সি। আবার অন্য দিকে যারা আছে তারা একটু বেশি বিক্রি করে আমার এখানে বেচা কেনা কম।
দক্ষিণ জয়পাড়া ব্রাজিল সাপটার আরব আলী বলেন, এবার কাপ ব্রাজিলই নিবে। কারন ব্রাজিল গতবারের থেকে বেশি শক্তিশালী।
অন্যদিকে রায়পাড়া ইউনিয়নের আরজিন্টিনার সাপটার আব্দুল রহিম বলেন,আমিসহ আমার পুরো পরিবার আর্জিন্টিনার সমর্থক। মেসি পছন্দের খেলোয়াড়। এজন্য আমি আর্জিন্টিনার সাপট করি। গতবার আমি পতাকা কিনেছি এবার এখনো কিনি নাই তবে আর কয়েক দিন পর কিনবো।
সমর্থকদের মধ্যে যারা দেশপ্রেমিক তাহারা পছন্দের দেশের পতাকার পাশাপাশি নিজের দেশের পতাকা ও কিনে নিয়ে যায়। বাড়ির ছাদে কিংবা জানালাতে টাঙানো হলে সেখানে উপরে বাংলাদেশের পতাকা দিয়ে নিচে পছন্দের দলের পতাকা প্রদর্শন করে। যে সকল দেশের পতাকা ও জার্সি তৈরি সহজ তারচেয়ে যে সকল দেশের পতাকা এবং জার্সি তৈরি কঠিন তার দাম একটু বেশি।
এমএসএম / জামান
তানোরে বিএনপির রাজনীতিতে শীষ পরিবারের বিকল্প নেই
চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী
একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট উপেক্ষা করেই- চলছিল কেরানী হাটের সেই বানিজ্য মেলা
জয়পুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে উঠান বৈঠক
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী