ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

কবি শাহজাহান মজুমদারের এক গুচ্ছ কবিতা


সাহিত্য ডেস্ক photo সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ৪:২৯

 

রক্তাক্ত নারী
শাহজাহান মজুমদার  


নষ্ট পৃথিবীতে ভালবাসা মোটেই না 
বরং কষ্ট! 
আমি কি সত্যি বলছি তোমায়?  
তুমি চেয়ে দেখ?  
ভালোবাসার নামে পৈচাশিক আনন্দে নরপশুগুলো খেলছে তাণ্ডব।
মোটেই মিথ্যা নয়;
ধর্ষকের থাবায় নারী আজ রক্তাক্ত, 
ওদের হাহাকার, ওদের  চিৎকার 
আমি শুনতে পাই বাংলার রাজপথে। 
সমুদ্রের সোঁ সোঁ গর্জনের মতোই ওদের শ্লোগান 
ওরা ধর্ষকের শাস্তি ফাঁসি চায়! 

নারীদের কষ্টে অর্জিত মিছিল পৌঁছেছে
আবাল পশুদের আর নিস্তার নাই!
দানবের নষ্ট থাবায় কলঙ্কিত হতে চায় না ওরা 
ওরা নিরাপদ নয়।
তুমি বলো পৃথিবী? 
কেন থাকবে ওরা নরপশুদের হাতে বন্দী? 
ওদের কী নেই স্বাধীনতা? 
ওরা তো পুরুষের মতোই রক্ত মাংসে গড়া। 
ওদের ঢেউয়ের মাতাল হাওয়া পাগল পারা মন 
পূর্ণিমার চাঁদ জোছনা ঘেরা মুগ্ধতায় ভরে মন। 
তবু ও কেন নারীর প্রতি এতই নির্যাতন? 
ওরা মা, ওরা বোন, পুরুষের জীবন সঙ্গী
ওদের ভালোবাসায় ভরে হৃদয় নামের মন
ওরা পুরুষের পাশে থাকে সারাক্ষণ, 
ওদের কে আর নয় নির্যাতন।

 

দিন মজুর
শাহজাহান মজুমদার 

পেটের দায়ে রাস্তায় নামে 
গরিব দুখী যারা;
টাকার জন্য কষ্ট করে 
সকাল থেকে সন্ধ্যা তারা। 
ইটা পাথরে নির্মাণ প্রাসাদ 
তাদের হাতেই গড়া, 
কি আরামে থাকছি মোরা 
দিচ্ছি কী ওদের সাড়া! 

কাজের শেষে মূল্য পাবে
এই তো তাদের আশা,
ডাল ভাত খেয়ে তারা 
বাঁচার জন্য রাখে ভরসা।   
না খেয়েও কাটছে তাদের 
কতোই না দিন রাত;
ওরা চায় না মাছ মাংস 
চায় যে শুধু ডাল ভাত। 

আমরা যারা ধনীর মুকুট 
বুঝি না ওদের মর্ম, 
পেটের জ্বালায় রাস্তায় নেমে
খুঁজে তারা কর্ম। 
কী দুখে কর্ম খুঁজে  
জানতে পারি সবাই;
তবুও কেন তালবাহানা 
দিচ্ছ না ওদের কামাই।

 

শীতের ডাক 
  শাহজাহান মজুমদার  

পৃথিবীর জঠর থেকে গন্ধ আসছে 
হেমন্তের হিমেল বাতাসে শীতের ডাক শোনা যাচ্ছে! 
বিশ্বজুড়ে হামাগুড়ি দিয়ে তেড়ে আসছে শীত 
সবার মুখে শোনা যায় নামল বুঝি শীত,
থরথর করে গুনগুনে এবার গাইবে গীত।
মাঠের পরে মাঠ সরষে ফুলের দোলা 
হিমেল হাওয়ায় দেখা যায় হরেক রকম অতিথি পাখির মেলা। 
পাদপ জুড়ে পত্র পল্লব অর্পন করে দিচ্ছে ডাক হায়! 
ভয়ে সমস্ত বৃক্ষপ্রাণী নতশির শীতের পদতলে। 

আকাশতলে বজ্রশীতের ডঙ্কা উঠল বেজে
শিশু কিশোর বৃদ্ধা করে ধড়ফড়! 
সর্দি কাশির চোটে শয্যা নিল দিনরাত্রি ভর 
পৃথিবী জুড়ে পাপড়িগুলো করে থরথর। 
শীতের গায়ে শীত লেগেছে গড়ায় দেহজুড়ে 
পৃর্বদিকে সূর্য মামা উঠছে হেলে দুলে।
হঠাৎ করে সূর্যের আলো গুমোট পড়ে থাকে  
আকাশখানা মেঘের দলে নিয়েছে কেড়ে। 

এমন সময় হু হু করে আসছে ছুটে ধেয়ে 
পাখপাখালি উড়ছে প্রাণের ভয়ে! 
হার মেনে প্রাণীজগৎ থুবড়ে পড়ে মাটির পরে।
কনকনে ঠান্ডা হাওয়া বিষম লাগছে হৃদে 
উঠে পড়ছে নর-নারী দিচ্ছে গায়ে শীত তাড়ানোর হাড়ি। 
বস্তু দিয়ে ঠেকারে শীত, মানবকুলের দল 
বিশ্বজুড়ে নেই তো রোদ কি করার বল?   
সকাল থেকে সূর্য মামার নেই কোনো হাসি 
শীতের পোশাক পড়ে সবাই করছে থরথর।

এমএসএম / এমএসএম