কাপ্তাইয়ে আনন্দ আয়োজনে ‘হেমন্তের আমন্ত্রণ’ উৎসব অনুষ্ঠিত
রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ‘হেমন্তের আমন্ত্রণে শীর্ষক মনোমুগ্ধকর অনুষ্ঠানমালার আয়োজন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদরের কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে হাজারো মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এই হেমন্ত উৎসব উদযাপিত হয়।
উৎসবকে ঘিরে বিভিন্ন আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার পাশাপাশি মেলায় আগত দর্শকদের জন্য মেলার আয়োজন করা হয়। যেখানে ১৪টি স্টলে দেশীয় তৈরি হরেক রকমের পণ্য, পিঠা, খেলনা, হস্তশিল্প বিক্রয়ের আয়োজন রাখা হয়। দুর দুরান্ত থেকে আগত ক্রেতারা মেলা থেকে এসব জিনিস কিনতে দেখা গেছে।
মেলায় স্টলে অংশ নেয়া উদ্যোক্তা শারমিন নিশি জানান, আমাদের স্টলে হেমন্ত থিম কেক, প্যান কেক, পাটিসাপটা, কেক পুডিং, মিনি টাভ কেক, জার কেক, ব্রেড ফিংগার, ডার্গ এবং হোয়াইট চকলেটসহ নানা ধরনের পিঠার আয়োজন ছিল, যা সবাইকে মুগ্ধ করেছে।
অন্যদিকে মেলায় স্টলে অংশ নেওয়া চট্টগ্রাম থেকে আগত গোপী কালেকশন এর উদ্যোক্তা টুম্পা দাশ জানান, দেশী-বিদেশী শাড়ি, থ্রি-পিচ, জুয়েলারি আইটেম সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে তার দোকানে। এছাড়া সাত রং স্টলে বিভিন্ন ধরনের কাপড় নিয়ে পসরা সাজিয়েছেন উদ্যোক্তা জ্যাকলিন তনচংগ্যা। তিনি জানান, আমাদের পিনন-খাদি, থ্রিপিস, টপস, পাঞ্জাবী, ফতুয়া, বার্মিজ লুংগী, চন্দন, শীতের জন্য মাফলার, টুপি পাওয়া যাচ্ছে, এবং বিক্রি অনেক ভালো হয়েছে বলে তিনি জানান।
এছাড়া কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে হেমন্ত ঋতু নিয়ে রচিত দলীয় গান, একক গান, নজরুল সংগীত, বাউল গান, জারী গান, ফোক গান এবং সমবেত নৃত্য পরিবেশিত হয়েছে। যা দর্শকের মন মাতিয়ে রাখে।
শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি মুনতাসির জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার এম এ শাহ জালাল, কেপিএমের এমডি প্রকৌশলী স্বপন কুমার সরকার, কাপ্তাই সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ওসি (তদন্ত) আকতার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা, বিপুল বড়ুয়া, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব নাট্যজন আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সংগীত পরিচালনায় সহযোগীতা করেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ঝুলন দত্ত।
এছাড়া নৃত্যানুষ্ঠান পরিচালনায় ছিলেন নৃত্য প্রশিক্ষক সংগীতা দত্ত এ্যানি। উক্ত আনন্দ আয়োজনে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা সহ দূর-দূরান্ত থেকে আগত হাজারো অতিথি অংশ নেন।
এমএসএম / জামান
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২