কক্সবাজারে মাদক মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা উদ্ধার মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা কাটগড়ায় উপস্থিত ছিলেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০-এর ব্লক- এ/এইচ-১৬-এর বাসিন্দা মো. বশির আহম্মদের ছেলে মো. আয়াজ, কক্সবাজার সদর উপজেলার ঝিলধজার দক্ষিণ হাজীপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মো. বিল্লাল, খাগড়াছড়ির মানিকছড়ি থানার মানিকছড়ি পঞ্চরাম পাড়ার মকবুল আহমদের ছেলে আজিমুল্লাহ এবং একই এলাকার মৃত ফয়জুল হকের ছেলে আবুল কালাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত চার মাদক কারবারিকে মৃত্যুদন্ড দিয়েছে। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পিপি আরো বলেন, দণ্ডপ্রাাপ্ত হাজতি আসামিদের সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে বিবি-বিধান অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য এই মামলার নদি ও কেস ডকেট (সিডি) হাইকোর্ট বিভাগে প্রেরণ করা হবে। পাশাপাশি রায় সম্পর্কে অবগতির জন্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রায়ের অনুলিপি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট এবং কক্সবাজার পুলিশ সুপার ও খাগড়াছড়ি পুলিশ সুপারের কাছে পাঠানো হবে। হাইকোর্টের অনুমোদন পেলে ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানান তিনি।
পিপি আরো বলেন, সরকার দেশকে মাদক মুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে আগাচ্ছে। তাই সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করে মাদক মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। এ রায়ের ফলে মাদক ব্যবসায়ীরা সতর্ক হবেন বলেও জানান পিপি ফরিদুল আলম।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, আমরা ন্যায় বিচার পায়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের মাঝির ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার জব্দ করে র্যাব-১৫ এর সদস্যরা। এ সময় ট্রলারে থাকা দুই মাদক ব্যবসায়ী ও ঘাটে থাকা দুইজন মাদক ক্রেতাকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ট্রলারে ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল। এ ঘটনায় কক্সবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং ৪২/২০।
পরে র্যাব-১৫-এর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তভার নেন র্যাব। আসামিদের মধ্য মো. আয়াজ ও মো. বিল্লাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০২১ সালের ১০ আগস্ট আদালতে মামলার অভিযোগ পত্র দেয়া হয়। অভিযোগ পত্র গ্রহণ শেষে আদালত থানা মামলাটি এসটি ১৩৫৬/২০২১ হিসেবে বালামভূক্ত করেন। মামলার চার্জশীটে থাকা ৩১ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য নেয়া শেষে বুধবার (১৬ নভেম্বর) সকালে রায় ঘোষণা করা হয়।
এমএসএম / জামান
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান