পটিয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চাঁদা না দেয়ায় দিন-দুপুরে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাংচুর করে লুটপাঠ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী হাবিবুর রহমান বাদী হয়ে ৯ জনকে অভিযুক্ত করে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- মোহাম্মদ ইলিয়াছ ওরফে সাদ্দাম (২৮), মোহাম্মদ আজিজ প্রকাশ ল্যাঙ্গা আজিজ (৩২), নাঈম (২৮), রহমান (২৯), দাউদুজ্জামান লিটন (৩৩), আলী হোসেন (২৮), মোহাম্মদ ফিরোজ (৩২) ও মোহাম্মদ আলমগীরসহ (৩২) আরো ১০-১২ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জিরি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৈয়গ্রাম এলাকার হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে উপজেলার শান্তিরহাট এলাকায় তিনটি বিভিন্ন দেশি-বিদেশি ইলেকট্রনিক্স পণ্যের শোরুম নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়াও পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলায়ও তার রয়েছে একই ব্যবসা। গত কিছুদিন ধরে কর্ণফুলী উপজেলার কিশোর গ্যাং লিডার ইলিয়াছ ওরফে সাদ্দাম ও আজিজ ওরফে ল্যাঙ্গা আজিজ ব্যবসায়ী হাবিবের নিকট চাঁদা দাবি করে আসছে। এতে তিনি সাঁয় না দেয়ায় একদিন আগে ইলিয়াছ ও আজিজ তাকে দেখে নেয়ার হুমকি দেয়।
আরো জানা যায়, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি তার বসতঘরে থাকাবস্থায় বাইরে থেকে ককটেলের বিকট আওয়াজ শুনে ঘরের বাইরে বের হয়ে দেখতে পান সশস্ত্র অবস্থায় ১০ যুবক তার বাড়ির আঙ্গিনায় অবস্থান করছে। যুবকগুলো ব্যবসায়ী হাবিবকে খুজঁতে থাকে। তাদের বলতে শোনা যায়- ‘হাবিব কোথায়’। এরপর হাবিবকে খুঁজে না পেয়ে যুবকগুলো তার বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় তার শয়নকক্ষে ঢুকে আলমারি ভেঙে ব্যবসায়িক নগদ দুই লাখ টাকা ও তার স্ত্রীর ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে যুবকগুলো দলবেঁধে চলে যাওয়ার সময় সমস্বরে বলতে থাকে- ‘হাবিবকে পেলে মেরে গুম করে ফেলব।’
এ বিষয়ে ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, ইলিয়াছ ও আজিজ দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় তারা আমার ঘরে এসে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ব্যবসায়ীর ঘরে ঢুকে ভাংচুর চালিয়ে নগদ টকাসহ স্বর্ণালংকার লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এমএসএম / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.
