ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

পরীক্ষা কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষা কর্মকর্তা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ৩:৪

টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ডিউটি চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহজামাল (৪৫) নামে এক সহকারী শিক্ষা কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা বাইমাইল গ্রামে। তিনি মৃত সামছুল আলমের ছেলে।

বৃৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজে এইচএসসি হিসাব বিজ্ঞান পরীক্ষা চলাকালে ডিউটিরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুর ১২টায় তিনি মারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজে এইচএসসির পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন দুপুর সাড়ে ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে মারা যান তিনি। 

এ বিষয়ে অলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান খান জানান, বৃহস্পতিবার এইচএসসি হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল। বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর সময় থেকে কলেজের বিভিন্ন কক্ষ পরিদর্শন শেষে দুপুর ১২টার দিকে অফিস রুমে বসেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যাচ্ছিলেন। সে সময় সহকর্মীরা তার মাথায় পানি ঢালেন। পরে উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুর রশিদ তার শারিরীক প্রাথমিক পরীক্ষা করে আশঙ্কাজনক মনে হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস ছোবহান জানান, দুপুরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজামালকে ওই কলেজের অধ্যক্ষসহ তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

প্রধান শিক্ষক থেকে ২০১৪ সালে তিনি সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ পায়। ২০১৭ সালে ভূঞাপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কর্মজীনে তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত