মান্দায় অধিক মূল্যে সার বিক্রি, ইউপি চেয়ারম্যান ফোরামের ক্ষোভ
নওগাঁর মান্দায় সার সংকট দেখিয়ে অধিক মূল্যে সার বিক্রি করায় উপজেলা চেয়ারম্যান ফোরাম ক্ষোভ প্রকাশ করেছে। রবি মৌসুমের সরিষা ফসলের জন্য সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন না বেশিরভাগ কৃষক। বিসিআইসি অনুমোদিত পরিবেশকদের নিকট সার না পেয়ে বাধ্য হয়ে খুচরা দোকান থেকে বেশি দামে সার ক্রয় করছেন কৃষকরা। এ নিয়ে ইউপি চেয়ারম্যানরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
কিন্তু সারের বাড়তি মূল্য নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। চোখে পড়েনি কৃষি অফিসের জোরালো কোনো পদক্ষেপ ও মাঠপর্যায়ে মনিটরিং। পয়েন্ট থেকে সরকারের নির্ধারিত মূল্যে সার না পেয়ে নায্যমূল্যে সার পেতে কৃষকরা ছুটে যাচ্ছেন চেয়ারম্যানদের কাছে।
ডিলার পয়েন্টে কৃষকদের সারের চাহিদার কথা জানালে তারা বলেন, সার চাহিদামতো আসছে না। সারের সংকট, গোড়াউনে সার নামেনি- এমন নানা অজুহাত দেখাচ্ছেন ডিলাররা। নিরুপায় হয়ে কৃষকরা খুচরা দোকান থেকে উচ্চমূল্যে সার ক্রয় করছেন। তবে খোলা বাজারে বাড়তি দামে পর্যাপ্ত পরিমাণ সার মিলছে।
কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তারা ডিলার পয়েন্টে সার না পেয়ে খুচরা দোকান থেকে ইউরিয়া সাড়ে ১২০০, ডিএপি ১১০০ এবং পটাশ ১২০০ টাকা হারে ক্রয় করছেন।
মান্দা উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন জানান, পরিবেশকদের সার কারসাজির কারণে কৃষকরা বাজার থেকে বেশি দামে সার ক্রয় করছেন। সার পর্যাপ্ত পরিমাণে আছে শোনা গেলেও পরিবেশকদের নিকট কৃষক পাচ্ছেন না সার। ভারশোঁ ইউনিয়নের পরিবেশক সুনিল পণ্ডিত তার পছন্দের লোকজনকে সার দিচ্ছেন। হাত বদলে সেগুলো সার আবার খুচরা দোকানে চলে যাচ্ছে। এভাবেই সারের দাম বাড়ছে। পরিবেশকদের কারসাজিতে সাধারণ কৃষকরা জিম্মি, পাচ্ছেন না সার। সারের জন্য প্রতিদিন শত শত কৃষক আমার কাছে ধরনা দিচ্ছেন। আমি নিরুপায় হয়ে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনিল কুমারকে জানালে তিনি বলেন, আমার এসব দায়িত্ব নয়। ডিলার পয়েন্টে কয় বস্তা সার বিক্রি হলো আর কয় বস্তা মজুদ আছে, শুধু এ রিপোর্ট দেয়া আমার কাজ বলে দায় এড়িয়ে যান তিনি।
চেয়ারম্যান আরও জানান, সারের কালো বাজারিতে অতিষ্ট কৃষক। আমার ইউনিয়নের প্রায় ১০ টি গ্রামের মানুষ আলু ও সরিষার জন্য সার পাচ্ছেন না।তবে বেশি দামে সার ক্রয় করলে যত খুশি নিতে পারবেন। ডিলারদের যোগসাজসে সরকার নির্ধারিত মূল্যে সারের এমন হাহাকার। সংশ্লিষ্ট কতৃপক্ষের সঠিক মনিটরিং ও দেখভালের অভাবে সার কিনতে বিপাকে পড়েছেন কৃষক। ডিলারদের উপর ও কৃষি কর্মকর্তার সঠিক নজরদারি না থাকায় সারের এমন হাহাকার।
এনিয়ে চেয়ারম্যান সুমন জেলা প্রসাশকসহ সংশ্লিষ্ট অনেকের নিকট অভিযোগ করেন। এব্যাপারে তিনি স্থানীয় সংসদ সদস্যে মুহা.ইমাজ উদ্দিন প্রামাণিকসহ সংশিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তিনি। এভাবে চললে কৃষকের মেরুদন্ড ভেঙ্গে যাবে। ফসল ফলাতে ব্যর্থ হবে। সেইসাথে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি উৎপাদন খরচ বাড়ছে। তিনি আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি নিজেও কৃষক। আমি নিজে আমার জমির জন্য সার পায়নি। এটা খুব দুঃখজনক। কোথায় কি জানিনা তবে আমার ইউনিয়নে সারের জন্য হাহাকার।
চেয়ারম্যান ফোরামের কোষাধক্ষ্য ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন জানান,বিসিআইসি অনুমোদিত পরিবেশকদের নিকট থেকে কৃষকেরা সার পাচ্ছেন না। অথচ বেশি দামে সার মিলছে খুচরা দোকানে। ডিলার পয়েন্ট থেকে সারগুলো রাতারাতি বিক্রি হয়ে যাচ্ছে খুচরা দোকানদারদের নিকট। ডিলারের কাছে ১ বিঘা জমিতে ফসল চাষের একজন কৃষক যে পরিমাণ সার পাচ্ছেন, ১০বিঘা জমিতে ফসল চাষের জন্য কৃষক একই পরিমাণ সার পাচ্ছেন। এতে ১০ বিঘা জমির মালিকরা পড়ছেন বিপাকে। সার কালো বাজারে বিক্রিসহ নানামুখী সমস্যার কারণে তিনি সংশ্লিষ্ট কর্তাদের দোষারোপ করেন।
বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক এসএম গোলাম আযম জানান, সার সংকটের বিষয়ে উপজেলা মিটিং এ আমরা ইউএনও স্যারকে জানিয়েছি। সার সংকট ও বাড়তি দামের বিষয়ে মিটিংয়ে কৃষি কর্মকর্তাকে অবহিত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
এমএসএম / জামান
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার
কুমিল্লা-৬ আসনে জামায়াতের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দ্বীন মোহাম্মদ
মাগুরা-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হলেন মনোয়ার হোসেন খান