হাইকোর্টের নির্দেশ মানেন না মহেশখালীর ইউএনও, দিলেন ২ হাজার ইজিবাইকের অনুমোদন
ব্যাটারি চালিত থ্রি-হুইলার, ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ধরনের গাড়ি আমদানি, ক্রয় ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
অথচ হাইকোর্টের এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কক্সবাজারের মহেশখালী পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে ২ হাজার ২০টি ব্যাটারি চালিত ইজিবাইক, মিশুক ও অটোরিক্সার লাইসেন্স প্রদান করার জন্য প্রজ্ঞাপন জারী করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াছিন। যার স্মারক নম্বর-০৫.২০.২২৪৯.০০০.০৬.০০২. ১৭-৫৮৬।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারী চালিত ইজিবাইক গুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে চার্জ দেওয়া হয়। এগুলো পরিবেশ মানবদেহের জন্য ক্ষতিকর। কক্সবাজারে প্রতিদিন প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ নষ্ট করছে অবৈধ ব্যাটারি চালিত ইজিবাইক, মিশুক ও অটোরিক্সা।
কক্সবাজার বিআরটিএ কর্তৃপক্ষ বলছেন, যেখানে হাইকোর্ট নির্দেশনা দিয়েছে ব্যাটারী চালিত ইজিবাইক বন্ধের জন্য, সেখানে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিভাবে অবৈধ ইজিবাইকের লাইসেন্স প্রদান করবে আমার জানা নেই। এইটা সম্পূর্ণ অবৈধ।অন্যদিকে কক্সবাজার জেলা প্রশাসন বলছেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিভাবে ব্যাটারী চালিত ইজিবাইক লাইসেন্সের জন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে নির্দেশ দিতে পারেন আমার জানা নেই।
ইউএনও'র প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট মহেশখালী উপজেলার মাসিক সভায় ব্যাটারী চালিত ইজিবাইক, মিশুক ও অটোরিক্সা গুলোকে লাইসেন্স প্রদান ও দৈনিক চাঁদা আদায়ের জন্য পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও টমটম মালিক সমিতিদের সভাপতি-সেক্রেটারীকে নির্দেশ দেওয়া হয়। লাইসেন্স ও নবায়ন ফি বাবদ ইজিবাইক (টমটম) ২ হাজার টাকা, মিশুক ১ হাজার টাকা এবং অটোরিক্সার ফি ৫শ টাকা নির্ধারণ করা হয়। লাইসেন্স ও নবায়নের ফি পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কোষাগারে জমা করার নির্দেশনাও দেন তিনি।
এছাড়াও এসব ব্যাটারী চালিত ইজিবাইক, মিশুক ও অটোরিক্সা গুলোকে রাস্তায় শৃঙ্খলার জন্য পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে একটি করে সমিতি করে দেওয়ার জন্য বলা হয়। তারা লাইনম্যান নিয়োগ দিয়ে প্রতিটি গাড়ি থেকে দৈনিক ১০ টাকা করে চাঁদা আদায় করবে। সেই টাকা থেকে লাইনম্যানের বেতন ও অন্যান্য খরচ বহন করবে বলে জানা যায়।
আরো জানা যায়, জনসংখ্যা ও অন্যান্য বিষয় বিবেচনা করে মহেশখালী পৌরসভাকে ৩৫০টি বেগুনী রংয়ের লাইসেন্স প্রদান করতে বলে হয়। এছাড়াও কুতুবজোম ইউনিয়নকে সাদা রংয়ের ২০০টি লাইসেন্স, শাপলাপুর ইউনিয়নকে সাদা রংয়ের ২০০টি লাইসেন্স, ছোট মহেশখালী ইউনিয়নকে লাল রংয়ের ২০০টি লাইসেন্স, বড় মহেশখালী ইউনিয়নকে হলুদ রংয়ের ৩৫০টি লাইসেন্স, হোয়ানক ইউনিয়নকে নীল রংয়ের ২৫০টি লাইসেন্স, কালামারছড়া ইউনিয়নকে কালো রংয়ের ২৫০টি লাইসেন্স, মাতারবাড়ি ইউনিয়নকে গোলাপী রংয়ের ২০০টি লাইসেন্স ও ধলঘাটা ইউনিয়নকে কমলা রংয়ের ২০টি লাইসেন্স প্রদানের জন্য বলা হয় এই প্রজ্ঞাপনে।
সরেজমিনে দেখা যায়, মহেশখালী পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে টমটম ও মিশুক সমিতিগুলোর সভাপতি-সেক্রেটারীর পদ দখল করে আছে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। তারা ২ হাজার ২০টি টমটম, মিশুক গাড়ি থেকে টোকেন বাবদ এককালীন ৪ হাজার টাকা করে ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও নির্দিষ্ট চাঁদার রশিদের মাধ্যমে ২ হাজার ২০টি গাড়ি থেকে প্রতিদিন ১০ টাকা করে মাসে ৬ লাখ টাকা আদায় করছে। সেই টাকা থেকে একটি অংশ ভাগবাটোয়ারা করেন লাইনম্যান ও সমিতির সভাপতি-সেক্রেটারীরা। আবার সেখান থেকে আরেকটি অংশ চলে যায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সন্ত্রাসী সংগঠনের সদস্যদের পকেটে। এইভাবে প্রতিবছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন তারা।
অনুসন্ধানে জানা যায়, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা টমটম লাইসেন্সের জন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে দায়িত্ব দিলেও টমটম ও মিশুক সমিতির নামে চাদা আদায় করছেন প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট। তার মধ্যে পৌরসভা মহেশখালী পৌরসভা, বড় মহেশখালী ইউনিয়ন ও কুতুবজুম ইউনিয়ন টমটম ও মিশুক মালিক সমিতির ৯শ টমটম থেকে চাঁদা আদায় করেন মহেশখালী পৌরসভার মেয়রের ভাই আতাউল্লাহ বোখারী ও আ স ম জাহেদুল ইসলাম নাহিদ। ছোট মহেশখালী ইউনিয়নের ২০০টি টমটম থেকে চাঁদা আদায় করেন মোহাম্মদ কাউসার। হোয়ানক ইউনিয়নে ২৫০টি টমটম থেকে চাঁদা আদায় করেন উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী পারভেজ আহমদ বাবু। কালামারছড়া ইউনিয়নে ২৫০টি টমটম থেকে চাঁদা আদায় করেন নুরুল আমিন বাচ্চু ও আব্দুর রশিদ। মাতারবাড়ি ইউনিয়নে ২০০টি টমটম থেকে চাঁদা আদায় করেন সরওয়ার ও শাপলাপুর ইউনিয়নের ২০০টি টমটম থেকে চাঁদা আদায় করেন সাহাব উদ্দিন।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরীর কাছে জানতে চাইলে বলেন, আমার জানা মতে মাসিক সভায় টমটম, মিশুক ও অটোরিক্সা চলাচলের জন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে একটি নির্দেশনা দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। টমটম সমিতির কাছ থেকে আমাদের কোন সদস্য চাঁদা নেওয়ার প্রশ্নই উঠে না। আমাদের নাম ভাঙ্গিয়ে কেউ নেই কিনা সেটা আমার জানা নেই। প্রশাসনের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদা নিলে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরেও কিভাবে ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) এর লাইসেন্স দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াছিন বলেন, হাইকোর্ট নিষেধাজ্ঞা দিলেও সড়ক দুর্ঘটনা এড়াতে ও ইজিবাইকগুলোকে নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসনের ক্ষমতাবলে মাসিক সভায় পৌরসভা ও প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে অবৈধ টমটমগুলোকে লাইসেন্স দিয়ে একটি নিয়মের ভিতরে আনার জন্য। সারা দেশের পৌরসভা ও উপজেলাগুলোতেও ইজিবাইকের লাইসেন্স দেওয়া হচ্ছে। তাই আমিও দিয়েছি। ইজিবাইকগুলোকে শৃঙ্খলায় আনার জন্য টমটম চালকদের কাছ থেকে দৈনিক চাঁদা আদায় করে লাইনম্যানদের খরচের পর অবশিষ্ট টাকা ইউনিয়ন পরিষদের কোষাগারে জমা রাখার জন্য বলেছি।
টমটম ও মিশুক মালিক সমিতি সন্ত্রাসী সংগঠন ও বিভিন্ন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে কেন জানতে চাইলে তিনি বলেন, সমিতিগুলো সিন্ডিকেট বা সন্ত্রাসীদের নিয়ন্ত্রনে কিনা আমার জানা নেই। আমি পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দিয়েছি দেখাশোনার জন্য। যদি এইরকম হয়ে থাকে খোজ নিয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
হাইকোর্টের নির্দেশ অমান্য করে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিভাবে অবৈধ ব্যাটারী চালিত ইজিবাইকগুলোতে লাইসেন্সের জন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে নির্দেশ দিতে পারে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল আমিন পারভেজ বলেন, ইউএনও কিভাবে ব্যাটারী চালিত ইজিবাইকের লাইসেন্স প্রদানের জন্য নির্দেশ দিবেন আমার জানা নেই। এ বিষয়ে তিনি ভালো বলতে পারবেন। এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
প্রীতি / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied