ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

৪৫ বছর ধরে পিঠা বিক্রি, বসত-ভিটা হারিয়ে নিঃস্ব ৮০ বছরের বৃদ্ধ জসীম


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ৩:১০
জসীম উদ্দিন শেখ, বয়স ৮০। ফেরিঘাটে একটি অস্থায়ী দোকানে পিঠা বিক্রি করেন তিনি। ৪৫ বছর ধরে এই এলাকায় পিঠা বিক্রি করছেন। সহায়-সম্বলহীন এই বৃদ্ধের সংসারে আছেন কেবলই স্ত্রী। দুই ছেলে ও দুই মেয়ে থাকলেও তারা আলাদা থাকেন। তাই বৃদ্ধা স্ত্রীকে নিয়ে জীবনযুদ্ধে এই বয়সেও সংগ্রাম করে চলেছেন।
 
জসীম উদ্দিন শেখ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুবাড়ী গ্রামের বাসিন্দা। যমুনার ভয়াবহ ভাঙনের শিকারে পৈত্রিক বসতভিটা হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন জসীম। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে পেট কোনো রকম চললেও রাতের ঘুম ভেঙে যায় তার। কারণ তার থাকার নিজের কোনো ঘর নেই। 
 
বঙ্গবন্ধু সেতুর (বিবিএ) জায়গায় একটি টিনের ঘর করে থাকেন তিনি। কিন্তু সে বাড়িটিও সরিয়ে নিতে একাধিকবার জানিয়েছে বিবিএ। এমনিতে সংসারের ঘানি টানতে টানতে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এরপরও পিঠা বিক্রি করে অভাব-অনটনের সংসারের বোঝা এখনো বইছেন তিনি। কিন্তু এই বৃদ্ধ বয়সে বঙ্গবন্ধু সেতুর (বিবিএ) জায়গা থেকে স্ত্রীকে নিয়ে কোথায় যাবেন, কোথায় থাকবেন- সেই চিন্তায় অস্থির থাকেন জসীম উদ্দিন শেখ।   
 
অসহায় জসীম জানান, পিঠা বিক্রি করে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। দুই ছেলেকেও বড় করেছেন। দুই ছেলের মধ্যে একজন কাঠমিস্ত্রী, আরেকজন চা বিক্রি করে কোনো রকম তাদের সংসার চালাচ্ছে। তারাও পৃথক। এছাড়া করোনার আগে তারা তাকে একটু-আধটু আর্থিক সহায়তা করত, কিন্তু করোনায় তারাও পুঁজি হারিয়েছে। তাই নিজেদের সংসার চালাতে তারা হিমশিম খায়। তাই ছেলেদের ওপর বাড়তি বোঝা হতে চান না তিনি।
 
অসহায় এই বৃদ্ধ বলেন, ‘বুড়ো বয়সে একটি বয়স্ক ভাতার কার্ড পেয়েছি। তিন মাস পরপর ১৫শ টাকা করে পেলেও তা দিয়ে ওষুধ কেনার টাকাও হয় না। বর্তমানে আমার বয়সও ৮০ হয়েছে। 
 
এরপরেও পিঠা বিক্রি করে সংসার চালাচ্ছি। বর্তমানে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় লাভ হয় না তেমন। কিন্তু কি করবো, পেট তো থেমে থাকে না। পেটের দায়ে আমাকে এই বয়সেও পিঠা বিক্রি করতে হচ্ছে।’
 
নিজের জায়গাতে বসতঘর নাই জানিয়ে জসীম উদ্দিন শেখ বলেন, ‘আমি একজন নিঃস্ব মানুষ। আমার নিজের কোনো জায়গা জমি নেই। বঙ্গবন্ধু সেতুর জমিতে ঘর করে আছি। সেখান থেকেও চলে যেতে বলে। এই বয়সে আমি কোথায় যাবো? সরকার যদি আমাকে একটা ঘর দিতো, তাহলে এই বয়সে একটু নিশ্চিন্তে থাকতে পারতাম। বৃদ্ধ বয়সে একটু নিজের ঘরে থাকতে চাই।’
 
জব্বার মণ্ডল জানান, গোবিন্দাসী ফেরিঘাটে বহু বছর ধরে বিভিন্ন কাজে আসতে হয়। আর ঘাটে এসে জসীম ভাইয়ের পিঠা কিনে খাওয়া হয়। ৮০ বছর বয়সেও পিঠা বিক্রি করে সংসার চালিয়ে আসছেন এ অসহায় বৃদ্ধা লোকটি। শুনেছি থাকার মতো তার কোনো জায়গা জমি নেই। সরকার থেকে তার থাকার জায়গার ব্যবস্থা করা গেলে এই বয়সে তিনি একটু ভালো থাকতে পারতেন।
 
গাবসারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুক্তার হোসেন বলেন, ‘ছোট থেকে তাকে গোবিন্দাসী ফেরিঘাটে পিঠা বিক্রি করে আসছেন দেখে আসছি। দুর্গম চরাঞ্চলে যমুনার করালগ্রাসে সর্বস্ব হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে ফেরিঘাটপাড়ে বসবাস করছেন। অসহায় এই মানুষটিকে সরকারিভাবে একটি ঘর করে দিতে পারলে তিনি খুব উপকৃত হবেন।’
 
এ বিষয়ে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দুলাল হোসেন চকদার জানান, সরকারিভাবে তিনি যেন আশ্রয় প্রকল্পের ঘর পায়, সে বিষয়ে এমপি মহোদয়ের সঙ্গে কথা বলে তার জন্য একটি ঘরের ব্যবস্থা করা হবে।
 
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ জানান, তাকে একটি বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। যেহেতু তিনি খুব বৃদ্ধ আর অসহায় তাই বয়স বিবেচনা করে অন্যান্য সুযোগ-সুবিধা তাকে পাইয়ে দিতে চেষ্টা করা হবে।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত